বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EPL 2023: ফোডেনের হ্যাটট্রিক, জিতে দুই নম্বরে ম্যান সিটি! লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে দিল আর্সেনাল

EPL 2023: ফোডেনের হ্যাটট্রিক, জিতে দুই নম্বরে ম্যান সিটি! লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে দিল আর্সেনাল

ফিল ফোডেনের হ্যাটট্রিক (ছবি-REUTERS)

Premier League: প্রিমিয়ার লিগের শিরোপা জেতার বিষয়ে লড়াইতে রয়েছে লিভারপুল এবং আর্সেনাল। রবিবার এই দুই দল মুখোমুখি হয়েছিল একে অপরের বিরুদ্ধে। দুই দলের কাছেই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়াটা খুব জরুরি ছিল। আর এই অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মারাত্মক দুটি ভুল করে বসলেন লিভারপুলের দুই অভিজ্ঞ ফুটবলার।

Premier League Title: ইপিএলের লড়াইটা জমিয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটি। ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ টেবিলের ২ নম্বর জায়গাটা দখল করল স্কাই ব্লুজরা। নতুন বছরের শুরু থেকেই লিভারপুল এবং ম্যাঞ্চেস্টার সিটির মধ্যে জোর লড়াই চলছে। তবে রবিবার রাতে ‌ লিভারপুলকে হারিয়ে দিয়ে ২ নম্বর জায়গা দখল করেছিল আর্সেনাল। কিন্তু ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের জায়গা পুনরুদ্ধার করল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। এরফলে প্রিমিয়ার লিগের শিরোপা জেতার রেসে রয়েছে লিভারপুল, ম্যাঞ্চেস্টার সিটি এবং আর্সেনাল। 

রবিবার এই দুই দল মুখোমুখি হয়েছিল একে অপরের বিরুদ্ধে। দুই দলের কাছেই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়াটা খুব জরুরি ছিল। আর এই অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মারাত্মক দুটি ভুল করে বসলেন লিভারপুলের দুই অভিজ্ঞ ফুটবলার। ভার্জিল ভন ডাইক এবং আলিসনের ভুলের পুরোপুরি সদ্ব্যবহার করল আর্সেনাল। আর্সেনালের হয়ে এদিন ম্যাচে এই ভুলকে কাজে লাগান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেল্লি। তাঁর করা গোলেই এদিন ম্যাচে লিড পায় আর্সেনাল। এরপর সেই লিডকে মজবুত করেই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নেয় আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে জয় নিশ্চিত করেছে মিকেল আর্টেটার ছেলেরা।

গত মরশুমে ব্রেন্টফোর্ডই একমাত্র দল যারা সিটিকে হোম এবং অ্যাওয়ে ম্যাচে পরাজিত করেছিল। এবার কিন্তু সিটি দাপুটে জয় তুলে নিল এই দলের বিরুদ্ধে। যদিও ম্যাচের শুরুটা একেবারেই সিটির পক্ষে ভালো হয়নি। ম্যাচের ২১ মিনিটেই মাউপের গোলের এগিয়ে গিয়েছিল ঘরের মাঠে খেলতে নামা ব্রেন্টফোর্ড। কিন্তু ম্যাচে দুরন্তভাবেই ফিরে এল স্কাই ব্লুজরা। সৌজন্যে ফিল ফোডেনের হ্যাটট্রিক। শেষ পর্যন্ত ৩-১ গোলে জেতে ম্যান সিটি।

ম্যাঞ্চেস্টার সিটির এই জয় দারুণভাবে জমিয়ে তুলেছে ইংলিশ প্রিমিয়ার লিগকে। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিভারপুল আপাতত লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ম্যাঞ্চেস্টার সিটি ও আর্সেনাল দুই দলেরই পয়েন্ট ৪৯ করে। তবে লিভারপুল ও আর্সেনালের চেয়ে ম্যাঞ্চেস্টার সিটি একটা কম ম্যাচ খেলেছে। তারা ২২টা ম্যাচ খেলেছে। সেই হিসেবে অবশ্য পেপ গুয়ার্দিওলার দল কিছুটা সুবিধাজনক অবস্থাতেই রয়েছে।

লিভারপুল বনাম আর্সেনাল ম্যাচ শেষে আর্সেনালের ম্যানেজার মিকেল আর্টেটা জানিয়েছেন, ‘ম্যাচে পুরো তিন পয়েন্ট তুলে নিতে পেরে আমি খুব খুশি । দুরন্ত পারফরম্যান্স করেছে ছেলেরা। এই তিন পয়েন্ট আমাদের লিগের শিরোপার লড়াইতে অনেকটাই এগিয়ে দেবে। ছেলেদের নিয়ে এর থেকে বেশি গর্ব অনুভব আমার আগে হয়নি।’

ম্যাচে হেরে লিভারপুল কোচ ক্লপ জানিয়েছেন, ‘আর্সেনাল এই তিন পয়েন্ট পাওয়াটা ডিজার্ভ করে। ওদের এই তিন পয়েন্ট প্রাপ্য। ওরা ম্যাচে তিনটে গোল করেছে। আর ম্যাচে আমাদের মাত্র একটা শট লক্ষ্যে ছিল। আমি সেই কারণেই বলছি ওঁরা এই তিন পয়েন্ট পাওয়ার যোগ্য ছিল। এই একমাত্র পরিসংখ্যান থেকেই বোঝা যায় ম্যাচের গতি প্রকৃতি। ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হতে গেলে কোন ফুটবল ম্যাচেই কোনও ভাবেই হারা চলবে না।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভারতের ৫২৭ খাবারে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক! দাবি করছে EU কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর Pakistan বনাম New Zealand ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? সন্দেশখালিতে অস্ত্রের সঙ্গে কার্তুজের বিল হাতে পেলে CBI, খতিয়ে দেখছেন গোয়েন্দারা যেন সত্যিই রাম-সীতা! 'রামায়ণ'-এর সেট থেকে ফাঁস রণবীর-সাই-এর লুক মাথায় বিশাল ছাতা, মায়ের সঙ্গে পিসি করিনার বাড়িতে রাহা 'মন্ত্রিসভা জানতই না' পাহাড়ে শিক্ষক নিয়োগের ‘দুর্নীতির’ দায় এড়াতে মরিয়া রাজ্য রাশিয়া থেকে ভারতমুখী তৈলবাহী জাহাজে হুথি-হানা! আছড়ে পড়ল মিসাইল 'মা-বাবা বাড়িতে না থাকলেই...' ছোটবেলায় আত্মীয়ের হাতে যৌন হেনস্থার শিকার হন সু কপিল-সুনীল একসঙ্গে ফিরতেই সফল ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’, জমিয়ে হল পার্টি…

Latest IPL News

কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.