প্রথমার্ধের খেলা তো বটেই, এমনকি নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য থাকে ইংল্যান্ড বনাম নাইজেরিয়া ফিফা মহিলা বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ। অতিরিক্ত সময়েও দু'দলের কেউই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল নাইজেরিয়ার মেয়েদের সামনে। কেননা লরেন জেমস লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডকে লড়াই চালাতে হয় ১০ জনে। তা সত্ত্বেও সুযোগের সদ্বব্যহার করতে পারেনি তারা।
এক্সট্রা টাইমেও ম্যাচ গোলশূন্য থাকায় লড়াই গড়ায় পেনাল্টি শুট-আউটে। শেষমেশ টাই-ব্রেকারে নাইজেরিয়াকে ৪-২ গোলে হারিয়ে মহিলা ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। শেষ আটের লড়াইয়ে ইংল্যান্ডকে মাঠে নামতে হবে কলম্বিয়া বনাম জামাইকা ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে।
প্রি-কোয়ার্টারে নাইজেরিয়ার দাপট ছিল বেশি। তবে তাদের বেশিরভাগ আক্রমণ হয় প্রতিহত হয়, নাহয় লক্ষ্যভ্রষ্ট হয়। ইংল্যান্ডের পোস্ট লক্ষ্য করে ১৩টি শট নেয় নাইজেরিয়া। তবে মাত্র ২টি শট গোলকিপারের কাছে পৌঁছয়। বাকি ১১টি শট মাঠের বাইরে বেরিয়ে যায়। ইংল্যান্ড সেখানে নাইজেরিয়ার পোস্ট লক্ষ্য করে মোট ১০টি শট নেয়। ৪টি শট প্রতিহত হয় গোলকিপারের দস্তানায়। ৬টি শট লক্ষ্যভ্রষ্ট হয়। অর্থাৎ, নাইজেরিয়ার গোলকিপার ম্যাচে মোট ৪টি গোল সেভ করেন, ইংল্যান্ডের গোলকিপার সেভ করেন ২টি শট। যদিও পেনাল্টি শুট-আউটে বিশেষ কিছু করে দেখাতে পারেননি নাইজেরিয়ার গোলকিপার নাদোজি।
টাই-ব্রেকারে ইংল্যান্ডের হয়ে চারটি গোল করেন যথাক্রমে বেথানি, রাচেল ড্যালি, অ্যালেক্স গ্রিনউড ও ক্লোই কেলি। নাইজেরিয়ার হয়ে ২টি গোল করেন যথাক্রমে রাশিদাত আজিবাদে ও ক্রিশ্চি উচেইব।
বড় শাস্তি পেতে পারেন লরেন:-
ম্যাচের ৮৭ মিনিটের মাথায় নাইজেরিয়ার মাইকেলে অ্যালোজিকে মাড়িয়ে লাল কার্ড দেখেন লরেন জেমস। ফলে এটা নিশ্চিত হয়ে যায় যে, কোয়ার্টার ফাইনালে তাঁর মাঠে নামা হচ্ছে না। তবে ফিফার টেকনিক্যাল কমিটি বিষয়টি খতিয়ে দেখবে। এমন অপরাধের জন্য লরেন তিন ম্যাচ পর্যন্ত নির্বাসিত হতে পারেন। তাই যদি হয়, তবে বাকি টুর্নামেন্টে ইংল্যান্ডের জার্সিতে লরেনের মাঠে নামা অনিশ্চিত।
বল দখলের লড়াইয়ে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টায় মাটিতে পড়ে যান লরেন ও অ্যালোজি। তবে উঠে দাঁড়ানোর সময় জেমস পা দেন অ্যালোজির কোমরে। পরে যদিও তিনি লাফিয়ে নিজের পা সরিয়ে নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।