বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup Qualifier: টার্গেট আফগান বধ, লম্বা তালিকায় নতুন তারার খোঁজে সুনীলদের হেড স্যার

FIFA World Cup Qualifier: টার্গেট আফগান বধ, লম্বা তালিকায় নতুন তারার খোঁজে সুনীলদের হেড স্যার

ইগর স্টিম্যাচ। ছবি-এএফপি (AFP)

আগামী ২১ মার্চ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। আর এই ম্যাচ খেলতে যাওয়ার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করছে ফেডারেশন।

হাতে আর খুব একটা বেশি সময় নেই। আগামী ২১ মার্চ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় ভারত মুখোমুখি হবে আফগানিস্তানের। কিন্তু এর আগে ভারত পাবে তিনটি মতো অনুশীলন করার সুযোগ। সুতরাং সময় একেবারেই অল্প এবং লক্ষ্যটাও তেমন বড়। এছাড়া দলের হেড কোচ ইগর স্ট্যিম্যাচ ৩৫ জনের সম্ভাব্য দল তৈরি করে ফেলেছেন। সবমিলিয়ে, ম্যাচে যাতে কোন খামতি না থাকে, তা নিয়ে এখন থেকেই লেগে পড়েছে এআইএফএফ ও হেড কোচ।

কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচের জন্য নতুন ফুটবলারদের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন ইগর স্ট্যিম্যাচ। অন্যদিকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবেও বিশেষ ব্যবস্থা করেছেন ফুটবলারদের জন্য। সৌদি আরবে গোটা দলকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হবে চার্টার্ড বিমানে। এমনটাই তিনি আশ্বাস দিয়েছেন ইগর স্ট্যিম্যাচকে। এই প্রসঙ্গে এক প্রবীণ আধিকারিক টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন যে দুটি আলাদা ভাগে বিভক্ত হয়ে ফুটবলাররা যাবেন।

তিনি বলেন, 'শুক্রবার ও শনিবার, দুটি ভাগে বিভক্ত হয়ে দলের ফুটবলাররা যাবে। ওরা বেশি সময় পাবে না অনুশীলন করার। প্রায় তিনটে মতো সুযোগ পাবে ওরা। ওখানকার আবহাওয়া একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে সেই কারণেই চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে আমাদের তরফ থেকে। এছাড়া আফগানিস্তানের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই। তাই আমাদের এই নিয়ে নালিশ করার কোনও জায়গা নেই।'

অন্যদিকে, ম্যাচ প্রসঙ্গে দলের হেড কোচ ইগর স্ট্যিম্যাচ বলেছেন, 'আমরা সৌদি আরব গিয়ে ম্যাচ জেতার জন্য নামব। আমরা এই মুহূর্তে বড় কিছু করার কথা ভাবছি না। আমরা ওখানে পৌঁছালেই আলোচনায় বসবো যে কি করে প্রথম থেকেই ম্যাচে আক্রমণে নামা যায়। আফগানিস্তান সব রকমের ব্যবস্থা করেছে যাতে আমাদের চাপে ফেলা যায়। আমি মনে করি যে ওরা সৌদি আরবে ম্যাচ ভেনু বানিয়ে বুদ্ধিমানের মতো কাজ করেছে। ওখানে খেলতে গেলে অনেক সাহস লাগে, তবে আমরা মাঠে নামবো একটা পরিষ্কার মানসিকতা নিয়ে।' এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কার ঝুলিতে যায় এই ম্যাচ। কে জিতবে শেষে? আফগানিস্তান নাকি ভারত? সব উত্তর পাওয়া যাবে আর মাত্র ২১ মার্চ।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বহু পুলিশ থাকলেও নারীদের সম্মান রক্ষা করতে পারবে না, পুরুষদের কী বার্তা কল্যাণের অনুরোধ করেও কাজ হল না! সোমবার ম্যাচ খেলল না DHFC…পিছিয়ে গেল ইস্টবেঙ্গলের ম্যাচ… কামিন্সের মতই ভারতীয় দর্শকদের চুপ করালেন ম্যাচের সেরা সোফি, জানালেন অভিজ্ঞতা বাবা সিদ্দিকির ম্যাজিকেই ঘুচেছিল দূরত্ব! শাহরুখ-সলমনকে এক করেও বলেছিলেন… ‘ডেটা লগার’ দিয়ে রোজ চেক করুন সব ঠিকঠাক আছে কিনা, সব জোনকে চিঠি রেল বোর্ডের ‘গণতন্ত্রের পক্ষে দুঃখজনক’, দিল্লিতে অনশনের সময় আটক নিয়ে মন্তব্য ওয়াংচুকের ভয়াবহ ফিল্ডিং, স্মৃতির ‘টেস্ট’- কোন ৫ কারণে T20 বিশ্বকাপে জঘন্য হাল হল ভারতের? থানায় ধর্ষণের অভিযোগ করায় খুন নির্যাতিতা! ধৃত কলকাতা পুলিশের কর্মী, TMC নেত্রী সোমবার চন্দ্রযোগে বাড়ছে মহাদেবের আশীর্বাদ! কোন কোন রাশির সব বিপদ কাটবে দুই মাস অপেক্ষা করলেই ফের দুর্গাপুজো! হঠাৎ এমন কেন বললেন চালচিত্রর পরিচালক?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.