HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > পুরনো কোচের উপরেই ভরসা রাখল লাল-হলুদ, SC EB-র দায়িত্বে মারিয়ো রিভেরা

পুরনো কোচের উপরেই ভরসা রাখল লাল-হলুদ, SC EB-র দায়িত্বে মারিয়ো রিভেরা

এর আগে মাত্র সাতটি ম্যাচে দায়িত্ব নিয়েই দলকে খাদের কিনারা থেকে টেনে বের করেছিলেন রিভেরা। আর এ বারও তথৈবচ দশা লাল-হলুদের। যে কারণে দলকে ফের খাদের কিনারা থেকে বের করে আনতে রিভেরার উপরেই আস্থা রাখল লাল-হলুদ।

মারিয়ো রিভেরা।

মারিয়ো রিভেরার হাত ধরেই দু' মরশুম আগে আইলিগে রানার্স হয়েছিল ইস্টবেঙ্গল। সেই কোচের উপরেই ফের ভরসা রাখলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার সহকারী হিসেবে এসে দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন রিভেরা। আইলিগ চ্যাম্পিয়ন করাতে না পারলেও, দলকে সাফল্য দিয়েছিলেন স্প্যানিশ কোচ। এ বার ম্যানুয়েল দিয়াজের পরিবর্ত হিসেবেও রিভেরাকেই বেছে নিল লাল-হলুদ কর্তৃপক্ষ।

দিয়াজ বিদায়ের পর থেকেই লাল-হলুদের দায়িত্ব নেওয়ার জন্য বহু কোচের নাম বারবার শোনা গিয়েছে। তবে প্রতি বারই কিন্তু এগিয়েছিলেন রিভেরা। প্রত্যাশা অনুযায়ী তাঁকেই কোচ হিসেবে বেছে নিল এসসি ইস্টবেঙ্গল।

এর পিছনে অবশ্য বড় যুক্তিও রয়েছে। আসলে এর আগে মাত্র সাতটি ম্যাচে দায়িত্ব নিয়েই দলকে খাদের কিনারা থেকে টেনে বের করেছিলেন রিভেরা। আর এ বারও তথৈবচ দশা লাল-হলুদের। যে কারণে দলকে ফের খাদের কিনারা থেকে বের করে আনতে রিভেরার উপরেই আস্থা রাখল লাল-হলুদ। তবে আলেসান্দ্রো মেনেন্দেসের সহকারী হিসেবে ৩২টি ম্যাচে কাজ করেছেন তিনি।

চলতি আইএসএলে আট ম্যাচ খেলার পরেও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। যে কারণে লাল-হলুদের হতাশা চরমে পৌঁছে গিয়েছিল। আর টানা ব্যর্থতার কারণেই সরতে বাধ্য হন দিয়াজও। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন রেনেডি সিং। তবে নতুন বছরের প্রথম দিনই কোচ হিসেবে রিভেরার নাম ঘোষণা করা হয়।

যদিও রিভেরা এখনই কোচের দায়িত্ব নিতে পারবেন না। কেননা আইএসএল-এর নিয়ম অনুযায়ী ১০-১২ দিন আইসোলেশনে থাকতে হবে দলের নতুন সদস্যকে। তার পরেই দায়িত্ব নিতে পারবেন রিভেরা। ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ রেনেডিই দায়িত্ব সামলাবেন। এদিকে মারিয়ো ভারতের আসার জন্য শুক্রবারই ভিসা পেয়ে গিয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest IPL News

4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.