বেঙ্গালুরু এফসি-র কাছে হেরে গেলেও মুম্বই সিটি এফসি তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই নামবে এবং লাল-হলুদকে যথেষ্ট কঠিন পরীক্ষার সামনেই ফেলবে বলে মনে করেন ইস্টবেঙ্গল এফসি-র কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন।
রবিবার মুম্বই সিটি এফসি চলতি আইএসএলের লিগ পর্বে তাদের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে। এক সপ্তাহ আগেই তারা এফসি গোয়াকে ৫-৩-এ হারিয়ে লিগ শিল্ড জয় সুনিশ্চিত করে ফেলেছে। কিন্তু তার পরের ম্যাচেই বেঙ্গালুরু এফসি-র কাছে হেরে যায় তারা। টানা ১৮ ম্যাচে জয়ের পর বেঙ্গালুরুর কাছে তাদের হার অনেককে অবাক করলেও, কেউ কেউ বলছেন, লিগ শিল্ড জয়ের আত্মতুষ্টিই তাদের বিজয়রথ থামিয়ে দেয়। তবে সেই ম্যাচের পর মুম্বইয়ের কোচ ডেস বাকিংহাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শেষ ম্যাচে তিনি কোনও সমঝোতা করতে রাজি নন। পূর্ণশক্তির দলই নামাবেন এবং নিজেদের স্বাভাবিক খেলাই খেলবেন।
আরও পড়ুন: EB-র বিরুদ্ধেও ৩ পয়েন্ট চাই- প্লে-অফে জায়গা পাকা করেই ডার্বির ভাবনায় ডুবল ATKMB
লাল-হলুদ কোচ কনস্ট্যান্টাইন তাই সাবধানী। সাংবাদিকদের তিনি বলেন, ‘মুম্বই সপ্তাহ খানেক আগেই লিগ জিতে নিয়েছে। আমি নিশ্চিত ওরা বেঙ্গালুরুর বিরুদ্ধে নিশ্চয়ই হারতে চায়নি। আমার মনে হয়, ওরা পেশাদারিত্ব দেখাবে এবং অল আউট খেলে আমাদের কঠিন পরীক্ষাতেই ফেলবে। ওদের এবং ওদের কোচের যা ট্রেডমার্ক খেলা, সেটাই খেলবে। প্লে-অফের আগে এটাই ওদের শেষ ম্যাচ। সে ভাবেই খেলবে ওরা। আমাদের কাছে ম্যাচটা বেশ কঠিন হতে চলেছে। চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নেমে যতটা ভাল খেলতে হয়, ততটা ভালো খেলতে হবে আমাদের। এই ম্যাচটা কঠিন। তাই এই ম্যাচে এখন ফোকাস করা দরকার।’
আরও পড়ুন: ত্রাতা ম্যাকহিউ, ১০ জনের কেরালাকে হারিয়ে সেরা ছয় নিশ্চিত করল ATKMB
এই ম্যাচের আগেও দলের চোট-আঘাত সমস্যা থেকে রেহাই মেলেনি বলে জানিয়েছেন কনস্ট্যান্টাইন। তিনি বলেছেন, ‘ইভান গঞ্জালেস এখনও সেরে ওঠেনি। দু'-একজনের জ্বর আছে। লিমার সুস্থতার খবরের অপেক্ষায় আছি। আশা করি ও খেলতে পারবে।’
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের এক সপ্তাহের মধ্যেই কলকাতা ডার্বি। তবে সেই ম্যাচ নিয়ে ভাবার অবকাশ এখনই নেই বলেই জানান ভারতীয় দলের প্রাক্তন কোচ। ডার্বির প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘ডার্বি নিয়ে এখন ভাবছি না। মুম্বই-ম্যাচ নিয়েই ভাবছি। এই ম্যাচটা হয়ে গেলে ডার্বি নিয়ে ভাবব। তা ছাড়া ডার্বিতে জিতলেও, সেই তিন পয়েন্টই পাব, দশ পয়েন্ট নয়। তাই পরের ম্যাচের চেয়ে এখন এই ম্যাচটাই বেশি গুরুত্বপূর্ণ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।