বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2023-24: জামশেদপুরকে হারিয়ে পয়েন্ট টেবলে বড় লাফ, মোহনবাগানের ঘাড়ে উঠে পড়ল কেরালা

ISL 2023-24: জামশেদপুরকে হারিয়ে পয়েন্ট টেবলে বড় লাফ, মোহনবাগানের ঘাড়ে উঠে পড়ল কেরালা

লুনার গোলে জামশেদপুরকে হারিয়ে লিগ টেবলের দুইয়ে উঠে এল কেরালা।

Kerala Blasters vs Jamshedpur FC: জামশেদপুরকে হারিয়ে কেরালা আইএসএল পয়েন্ট টেবলে মোহনবাগানের ঘাড়ে উঠে পড়ল। কেরালার পয়েন্ট এখন মোহনবাগানে সমান (২ ম্যাচে ৬ পয়েন্ট)। তারাও বাগানের মতো পরপর দুই ম্যাচ জিতে লিগ তালিকার দুইয়ে উঠে এল। সমান পয়েন্ট হলেও গোলপার্থক্যে কিছুটা পিছিয়ে পড়েছে কেরালা ব্লাস্টার্স।

আইএসএলে জয়ের ধারা অব্যাহত রাখল কেরালা ব্লাস্টার্স। রবিবার নিজেদের ঘরের মাঠে তারা ১-০ হারাল জামশেদপুর এফসিকে। আর এই জয়ের হাত ধরে কেরালা আইএসএল পয়েন্ট টেবলে মোহনবাগানের ঘাড়ে উঠে পড়ল। কেরালার পয়েন্ট এখন মোহনবাগানে সমান (২ ম্যাচে ৬ পয়েন্ট)। তারাও বাগানের মতো পরপর দুই ম্যাচ জিতে লিগ তালিকার দুইয়ে উঠে এল। সমান পয়েন্ট হলেও গোলপার্থক্যে কিছুটা পিছিয়ে পড়েছে কেরালা ব্লাস্টার্স। এদিন দলের হয়ে একমাত্র গোলটি করেছেন আদ্রিয়ান লুনা।

জামশেদপুর এদিনও প্রায় ইস্টবেঙ্গলের মতোই কেরালাকে আটকে দিয়েছিল। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল গোলশূন্য। তার পরেই কাজের কাজটি করে ফেলেন লুনা। ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোলের মুখ খুলতে পারেনি। কিন্তু ৭৪ মিনিটের মাথায় দিমিত্রস ডায়মন্তাকোসের সঙ্গে যুগলবন্দিতে দুরন্ত গোল করে দলকে অক্সিজেন দেন আদ্রিয়ান লুনা।

আরও পড়ুন: সুর্নিদিষ্ট পরিকল্পনা না থাকলে ম্যাচ কঠিন হয়- মাজিয়ার বিরুদ্ধে সাবধানী মোহনবাগান কোচ ফেরান্দো

নিজেদের প্রথম ম্যাচেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জামশেদপুর রক্ষণে বুটের জাল তৈরি করে, কাউন্টার অ্যাটাকে ওঠার স্ট্র্যাটেজি নিয়েছিল তারা। নিজেরা গোল করতে না পারলেও, অ্যাওয়ে ম্যাচে সেই স্ট্র্যাটেজিতেই লাল-হলুদকে আটকাতে সফল হয়েছিল তারা। কলকাতার যবুভারতীতে সমর্থকদের সামনে খেলেও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ইস্টবেঙ্গলকে। কারণ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

রবিবারও কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালার বিরুদ্ধেও একই স্ট্র্যাটেজি নিয়েছিল জামশেদপুর। কিন্তু শেষ পর্যন্ত আদ্রিয়ান লুনার একমাত্র গোলেই জামশেদপুরের জারিজুরি শেষ। কেরালা থেকে তাদের ম্যাচ হেরে ফিরতে হচ্ছে।

আরও পড়ুন: ছেলেরা ভুল পাস করেছে, আক্রমণও কম হয়েছে- হায়দরাবাদ ম্যাচ জিতেও চিন্তায় ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত

এদিন ম্যাচের শুরুতেই অবশ্য জামশেদপুর একটি বড় ধাক্কা খায়। ম্যাচের ১৫ মিনিটে ইমরান খান হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠের বাইরে চলে যান। এতে জামশেদপুরের মাঝমাঠ কিছুটা হলেও ছন্নছাড়া হয়ে পড়ে। ইমরানের জন্য যে জমাট ভাবটা তৈরি হত, তাতে যেন কিছুটা হলেও একটা গ্যাপ তৈরি হয়। রিকি লালাওমাওমাকে নামানো হলেও, ইমরানের অভাবটা থেকেই যায় জামশেদপুরের মাঝমাঠে। আর তার জেরেই ম্যাচের প্রথমার্ধেই গোলের সুযোগ পেয়ে গিয়েছিল কেরালা, যদিও কাজে লাগাতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে আবার গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করে জামশেদপুর। যার খেসারত দিতে হয় ম্যাচ হেরে। গোল খাওয়ার পরে অবশ্য জামশেদপুর মরিয়া হয়ে উঠেছিল সমতা ফেরাতে। তবে গোলের মুখ খুলতে পারেনি তারা। শেষ পর্যন্ত ম্যাচ হেরেই মাঠে ছাড়ে জামশেদপুর। যেটা তাদের কাছে বড় ধাক্কা হয়ে গেল। জামশেদপুর নেমে গেলে লিগ তালিকার সাতে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অবশেষে স্বস্তির বৃষ্টি, ভিজল কলকাতা, প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি বড় মেয়ের গলা জড়িয়ে 'রবি'র গান গাইলেন রূপাঞ্জনার মা, আর অভিনেত্রী? পাহাড়ের কোলে অভিনব উপায়ে লঞ্চ হল ভারতের T20 WC-এর জার্সি,তাতে আছে গেরুয়ার ছোঁয়া ‘বিজেপিকে মন্ত্রপূত জল ছিটিয়ে ইঁদুর করে দিন!’ গল্প শুনিয়ে জনতাকে ডাক অভিষেকের বিশ্বের ২ নম্বরকে উড়িয়ে দিলেন মনিকা বাত্রা! প্রথম গেমে হেরেও জিতলেন ৩-১-তে ব্যাট আর গ্লাভস হাতে, এবারের আইপিএলে কেমন পারফরমেন্স ধোনির? লখনউয়ের বিপক্ষে ৮১ রানের ইনিংস,আইপিএলে তাক লাগিয়ে দিয়েছেন নারিন মমতা একজন নোংরা রাজনীতিবিদ, ঈশ্বরের পক্ষেও ওকে বাঁচানো কঠিন: রাজ্যপাল কাঞ্চনের জন্মদিনে শ্রীময়ী একাই একশো! হেঁশেলে ঢুকে কী কী রান্না করলেন নতুন বউ? শীঘ্রই তৈরি হতে চলেছে গজকেশরী যোগ, ৩ রাশির ভাগ্য হবে উজ্জ্বল, আয় ও সন্মান বাড়বে

Latest IPL News

‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো LSG vs KKR: রাসেল মিডল ওভারে উইকেট নিয়ে চাপ কমিয়ে দেয়, প্রশংসায় পঞ্চমুখ রানা ফের একটা ফ্লাইং কিস হয়ে যাক? ১ ম্যাচ ব্যানের পরে রানাকে ট্রোল KKR তারকার 'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার IPL 2024-ম্যাচ বাঁচাতে ভোকাল টনিক ঋদ্ধির, বিরাটের কাছে খেলেন গালাগাল IPL 2024- নাইট রাইডার্সের হোটেলে হঠাৎ এরা কারা! গম্ভীর-শ্রেয়সের সঙ্গে দেখা করলেন টি২০ বিশ্বকাপে নাশকতার ছক পাকিস্তানের জঙ্গি সংগঠনের, কি ব্যবস্থা নিচ্ছে ICC? ঘরের মাঠে না জিতলে কিচ্ছু হবে না, পঞ্জাবের খেলায় হতাশ হয়ে হাল ছাড়লেন প্রীতি! বিরাট-রোহিত নয়, বিশ্বকাপে যশস্বীকে আউট করতে মুখিয়ে রাজস্থান দলের বিদেশি সতীর্থ ‘১৫-২০ রান কম উঠেছিল’,ধোনির দিকে আঙুল না তুললেও ব্যাটিং নিয়ে মুখ খুললেন জাড্ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.