লাগাতার হারের পর অবশেষে চলতি আইএসএলে ঘুরে দাঁড়াতে সফল হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। প্রথমে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটি রুদ্ধশ্বাস ড্র এবং তারপর শনিবার হায়দরাবাদের এফসি বিরুদ্ধে ঘরের মাঠে বড় জয়। সব মিলিয়ে, ধীরে ধীরে ছন্দে ফিরছে জেসন কামিন্স, অনিরুদ্ধ থাপারা। পাশাপাশি, উঠে আসছে পয়েন্ট টেবিলেও।
এই হায়দরাবাদ ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সবুজ-মেরুন শিবিরের নতুন হেড কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। শনিবার ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করলেন যে আরও অনেকগুলি গোল করার সুযোগ ছিল, তবে দল তার সদ্ব্যবহার করতে পারেনি। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করলেন যে দলের সকল ফুটবলাররা দুর্দান্ত পারফর্ম করেছে এবং সঠিক মনোভাব নিয়ে খেলেছে।
হাবাস বলেন, 'আমরা অনেক আগেই তিন পয়েন্ট পেয়ে গেছিলাম। আমি মনে করি আমাদের আজকে আরও অনেক সুযোগ এসেছিল কিন্তু দলের ফুটবলাররা সেটা সদ্ব্যবহার করতে পারেনি। সেটা যদি হতো তাহলে আমরা এর চেয়েও বড় ব্যবধানে জিততে পারতাম। তবে দিনের শেষে দলের সকল ফুটবলাররা ভালো পারফর্ম করেছে এবং সঠিক মনোভাব নিয়ে খেলেছে। হ্যাঁ, কিছু জায়গায় এখনও অনেক খামতি রয়েছে এবং সেগুলোর উপর কাজ করতে হবে। তবে এই মুহূর্তে আমার প্রধান লক্ষ্য গোটা দলকে প্রস্তুত করা এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য।'
এরপরই জনি কাউকো ও দলের অন্যান্য ফুটবলারদের প্রসঙ্গে মুখ খোলেন মোহনবাগান হেড কোচ। হাবাস বলেন, 'দলের মাঝমাঠে জনি কাউকোর মতো এক অভিজ্ঞ ফুটবলারকে দরকার ছিল। আমি মনে করি ওকে তিন-চারটে পজিশনে খেলানো যেতে পারে। এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মাত্র তিনদিন বাদেই আমরা এফসি গোয়ার মুখোমুখি হবো। তার আগে আশিস রায় ও আনোয়ার আলিকে আমরা পেয়ে যাবো। ব্র্যান্ডন হ্যামিলকে মনে হয় না খেলানো যাবে। তবে দীপক টাংরি, আর্মান্দো সাদিকু ও লিস্টন কোলাসো সকলেই কার্ড সমস্যা মিটে গেলে ফিরে আসবে। তখন আমাদের কাছে সুযোগ থাকবে আরও চারজন ভালো ফুটবলারকে পাওয়ার। এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ওরা ফিরে এলে দলের চেহারাটাই পালটে যাবে।'
উল্লেখ্য, শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় মোহনবাগান ও হায়দরাবাদ এফসি। ২-০ গোলে ম্যাচটি নিজেদের পকেটে তুলে নেয় মোহনবাগান। একটি করে গোল করেন জেসন কামিন্স ও অনিরুদ্ধ থাপা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।