শুভব্রত মুখার্জি:- দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন মোহনবাগানের ডিফেন্ডার আনোয়ার আলি। চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচে দলে ফিরেছিলেন আনোয়ার। যদিও বেশিক্ষণ খেলতে পারেননি তিনি। ফের চোটের কবলে পড়াতে তাঁকে পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন মোহনবাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। সেই সময়ে লোপেজ যদিও ম্যাচ শেষে ঠিক কি কারণে আনোয়ার চোট পেয়েছেন তা স্পষ্ট করতে পারেননি। তবে তাঁর দাবি ছিল সম্পূর্ণ রিহ্যাব করেই দলে ফিরেছিলেন আনোয়ার। মোহনবাগানের পরবর্তী ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে আনোয়ার খেলবেন কিনা? কি হবে দলের স্ট্র্যাটেজি তা নিয়েই খোলামেলা উত্তর দিয়েছেন হাবাস।
তরুণ ডিফেন্ডার আনোয়ার আলির প্রত্যাবর্তন দীর্ঘস্থায়ী হয়নি। ডার্বিতে ফের চোট পান তিনি। তাঁর চোটের গভীরতা নিয়ে জল্পনা রয়েছে। ডার্বিতে চোট পাওয়ার কারণে নেই ব্রেন্ডন হ্যামিলও। এমন আবহেই এফসি গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। অনুশীলনে ফিরেওছেন আনোয়ার আলি।তবে ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। ঘটনাচক্রে আইএসএলে চার ম্যাচ পর জয়ে ফিরেছে মোহনবাগান। যুবভারতীতে হায়দরাবাদ এফসিকে তারা হারিয়েছে ২-০ ফলে। ডার্বিতে চোট পেয়েছিলেন আনোয়ার আলি ও ব্রেন্ডন হ্যামিল। ফলে হায়দরাবাদ ম্যাচে পাওয়া যায়নি তাদেরকে। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে রয়েছে অ্যাওয়ে ম্যাচ। তার আগে সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন হাবাস।
আনোয়ার আলির চোট প্রসঙ্গে কোচ হাবাস জানিয়েছেন, ‘আনোয়ার ৮০-৮৫ শতাংশ ফিট রয়েছেন বলে আমার বিশ্বাস। আনোয়ারকে টিমের সঙ্গে গোয়া নিয়ে যাব কিনা তা এখনও ঠিক করিনি। তবে ধীরে ধীরে ওঁর উন্নতি হচ্ছে।' এই মুহুর্তে আইএসএলের পয়েন্ট তালিকায় উপরের সারিতে রয়েছে এফসি গোয়া। তাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামার আগে মোহন কোচ জানিয়েছেন, ‘মাঠে কে খেলল বা খেলল না সেই বিষয়ের থেকেও গুরুত্বপূর্ণ হল খেলাটা হয় ১১ জন বনাম ১১ জনের। আমরা আমাদের দলের সেরা একাদশ মাঠে নামাব এটা আমরা জানি। বিপক্ষের কে আছে, কে নেই সে সব নিয়ে ভাবছি না। আলাদা ভাবে ভেবে চাপ বাড়ানোর কোন মানে হয় না। ওদের (গোয়ার) ম্যাকহিউ ভালো ফুটবলার। আমার কোচিংয়ে খেলেছে। ব্যক্তি নয় প্রতিপক্ষর পুরো দল নিয়েই ভাবছি। এখনই চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছি না। ভাবার সময়ও আসেনি। একটা ম্যাচ করে খেলছি আর তারপরে প্রতি ম্যাচ নিয়েই ভাবনা চিন্তা করছি। আমার লক্ষ্য প্রতিটা ম্যাচ জেতা। তাতে যদি এক নম্বরে পৌঁছই তো পৌঁছব। তা নিয়ে আলাদা করে ভাবার কোন দরকার নেই। ভালো পারফরম্যান্স করে যেতে হবে। তাহলে লক্ষ্যে ঠিক পৌঁছাব আমরা সেটা আমি নিশ্চিত।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।