বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL Transfer News: ওড়িশা এফসি ছাড়ছেন দলকে সুপার কাপ জেতানো ক্লিফোর্ড, পিন্টো হচ্ছেন লোবেরার সহকারী

ISL Transfer News: ওড়িশা এফসি ছাড়ছেন দলকে সুপার কাপ জেতানো ক্লিফোর্ড, পিন্টো হচ্ছেন লোবেরার সহকারী

ক্লিফোর্ড মিরান্ডা।

ভারতের প্রাক্তন তারকা ক্লিফোর্ডের কোচিংয়েই সুপার কাপ জেতে ওড়িশা। তবে তাঁকে আইএসএলের দলের দায়িত্ব দেওয়ার মতো ভরসা করতে পারেনি ওড়িশা এফসি। যে কারণে তারা নতুন মরশুমের জন্য কোচ হিসেবে লোবেরাকে নিযুক্ত করেছে। আর এর পরেই ওড়িশা ছাড়ার সিদ্ধান্ত নেয় ক্লিফোর্ড।

সার্জিয়ো লোবেরার অধীনে তাঁদের কোচিং সেট-আপে ক্লিফোর্ড মিরান্ডাকে দু'নম্বর পদের প্রস্তাব দিয়েছিল ওড়িশা এফসি। কিন্তু স্বাধীন ভাবে দায়িত্বে থাকার লক্ষ্য রয়েছে ক্লিফোর্ডের। যে কারণে তিনি ওড়িশা এফসি-র সঙ্গে আর যুক্ত থাকছেন না।

প্রসঙ্গত, ভারতের প্রাক্তন তারকা ক্লিফোর্ডের কোচিংয়েই সুপার কাপ জেতে ওড়িশা। তবে তাঁকে আইএসএলের দলের দায়িত্ব দেওয়ার মতো ভরসা করতে পারেনি ওড়িশা এফসি। যে কারণে তারা নতুন মরশুমের জন্য কোচ হিসেবে লোবেরাকে নিযুক্ত করেছে। আর এর পরেই ওড়িশা ছাড়ার সিদ্ধান্ত নেয় ক্লিফোর্ড।

শুক্রবার ওড়িশা এফসি-র তরফে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয় যে, ক্লিফোর্ড মিরান্ডার সঙ্গে তাদের বিচ্ছেদ ঘটছে। তারা এক বিবৃতিতে লিখেছে, ‘আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করচে চাই এবং ২০২২-২৩ মরশুমে দলের সামগ্রিক বৃদ্ধি এবং সাফল্যের জন্য ক্লিফোর্ডের অপরিসীম অবদানের জন্য স্বীকৃতি দিতে চাই।’

আরও পড়ুন: ফেরান্দোর কাজে নাক গলাবেন না হাবাস, এমনই দাবি মোহনবাগানের, তাতেও চাপে থাকবেন জুয়ান

ভারতের প্রাক্তন অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ফ্লয়েড পিন্টোকে মিরান্ডার পরিবর্ত হিসেবে সহকারী কোচ করে আনছে ওড়িশা। পিন্টোর সঙ্গে তাদের দুই বছরের চুক্তি হয়েছে। ভারতীয় ফুটবলের কোচিং সার্কিটে পিন্টো বেশ পরিচিত নাম। তিনি পঞ্জাব এফসি, নর্থইস্ট ইউনাইটেড এবং বিলুপ্ত হয়ে যাওয়া ইন্ডিয়া অ্যারোজের কোচ ছিলেন। ওড়িশার প্রধান কোচ সার্জিয়ো লোবেরার নেতৃত্বে আসন্ন মরশুমে সহকারীর ভূমিকা পালন করবেন নর্থইস্ট ইউনাইটেডের প্রধান কোচ পিন্টো।

ওডিশা এফসি বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ‘ক্লাবের তরফে মিরান্ডাকে একটি উচ্চ পদের প্রস্তাব দেওয়া সত্ত্বেও, তিনি ছেড়ে চলে যাচ্ছে। নতুন চ্যালেঞ্জ নিতেই তাঁর অই সিদ্ধান্ত।’

আরও পড়ুন: কুয়েতের বিরুদ্ধে সাইড ভলিতে দুরন্ত গোল, SAFF Championship-এ ইতিহাস লিখে ফেললেন সুনীল ছেত্রী

কাগজে কলমে মিরান্ডার পরিবর্তে পিন্টোকে সহকারী করে নিয়ে আসাটা একটি বুদ্ধিমান পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কারণ তাঁর যুব ফুটবলের বিষয়ে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় যুব দলের দায়িত্ব নেওয়ার আগে এবং আই-লিগে ইন্ডিয়ান অ্যারোজের কোচ হওয়ার আগে পিন্টো কেনক্রে এফসি-এর সঙ্গে তাঁর কোচিং যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীকালে, তিনি রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি-র সঙ্গে যুক্ত হন। যেখানে তিনি অভিজ্ঞ ম্যানেজার অ্যাশলে ওয়েস্টউড এবং কার্টিস ফ্লেমিং-এর সঙ্গে কাজ করার মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেন।

ওয়ারিয়র্সের সঙ্গে দুই বছর কাটানোর পর পিন্টো ২০২২-২৩ মরশুমে সহকারী হিসেবে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-তে চলে যান। এবং পরে পিন্টো দলের প্রধান কোচ হিসেবেই দায়িত্বই নেন। এবার তিনি যুক্ত হতে চলেছেন ওড়িশা এফসি-র সঙ্গে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কাসাভের মামলায় দিইয়ে ছেড়েছিলেন ফাঁসির সাজা! আইনজীবী উজ্জ্বল নিকমকে টিকিট BJP DC vs MI: IPL-এর ইতিহাসে নিজেদের সর্বোচ্চ স্কোর দিল্লির, ভাঙল ১৩ বছর আগের রেকর্ড 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে 'ভয় করছে...' লাগাতার প্রযোজকের হাতে হেনস্থার শিকার বাংলার কৃষ্ণার! স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! 'মোদীবাবু, আপনার দাম পড়ে গিয়েছে…এমন পিএম আগে দেখিনি,' বললেন সিএম মমতা খাতায় শুধু 'জয় শ্রী রাম' লিখে পরীক্ষায় ৫০% পেলেন ৪ পড়ুয়া, ফের টেস্টে বসে মিলল… গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? 'চিন্তা করবেন না' বাংলায় এবার ১ লাখ চাকরি, বিরাট আশ্বাস মমতার, কোথায় কাজ জানুন

Latest IPL News

4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.