বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Super Cup Final: ১২ বছরের ট্রফির খরা কাটাতে মরিয়া ইস্টবেঙ্গল, টানা ১৫ ম্য়াচ অপরাজিত থাকা ওড়িশা ফুটছে আত্মবিশ্বাসে

Super Cup Final: ১২ বছরের ট্রফির খরা কাটাতে মরিয়া ইস্টবেঙ্গল, টানা ১৫ ম্য়াচ অপরাজিত থাকা ওড়িশা ফুটছে আত্মবিশ্বাসে

কলিঙ্গ সুপার কাপ ফাইনালে জোর টক্কর হতে চলেছে ইস্টবেঙ্গল এবং ওড়িশা এফসি-র মধ্যে।

East Bengal FC vs Odisha FC: জাতীয় পর্যায়ে ১২ বছর কোনও ট্রফি জেতেনি ইস্টবেঙ্গল। ২০১২ সালে শেষ বার ফেডারেশন কাপ জিতেছিল তারা। শিলিগুড়িতে অতিরিক্ত সময়ে হারিয়েছিল ডেম্পোকে। ডুরান্ড জিতলেই জাতীয় পর্যায়ের ট্রফি জয় হয়ে যেত। তা হয়নি। তাই সুপার কাপের সুযোগ হাতছাড়া করতে চান না কুয়াদ্রাত।

রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে লড়াইটা নিঃসন্দেহে দুই দলের শিরোপা জয়ের। লড়াই দুই পড়শি রাজ্যের ক্লাবের সম্মান রক্ষারও। তবে সব কিছু ছাপিয়ে যেতে চলেছে ইস্টবেঙ্গল এফসি-র কোচ কার্লেস কুয়াদ্রাত এবং ওড়িশা এফসি-র কোচ সের্জিয়ো লোবেরার মস্তিষ্কের লড়াইও।

কয়েক মাস আগে মরশুমের শুরুতে ডুরান্ড কাপের ফাইনালে উঠেও চিরপ্রতিদ্বন্দী মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হেরে যেতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। সেই আফসোসটা ষোল আনা রয়ে গিয়েছে লাল-হলুদের। ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাতও শিরোপা জেতার এই সুযোগটা আর হাতছাড়া করতে চান না। রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ওড়িশা এফসি-র বিরুদ্ধে জিতে ট্রফি নিয়ে কলকাতায় ফিরতে মুখিয়ে রয়েছে ইস্টবেঙ্গল।

ফাইনালের আগের দিন সাংবাদিকদের কুয়াদ্রাত বলেছেন, ‘মরশুমের দ্বিতীয় ফাইনালে ওঠাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ডুরান্ড কাপে প্রথম ফাইনালে জিততে পারিনি। তাই এই ফাইনালে জেতার জন্য নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব। আমরা খুব ভালো জায়গায় আছি। অনেক দিন ধরেই ভালো ফলের জন্য লড়ছি আমরা।’

অন্য দিকে, ওডিশা এফসি-র চাপটা আবার দ্বিগুণ। একেই তারা গত বারের চ্যাম্পিয়ন। সেই খেতাব ধরে রাখার প্রত্যাশার চাপ তো আছেই, তার উপর খেতাব বজায় রাখার লড়াইটা তাদের লড়তে হবে ঘরের মাঠে, নিজেদের সমর্থকদের চোখের সামনেই। যদিও এটা যেমন চাপ, তেমন একটা সুবিধেও। কঠিন লড়াইয়ে জেতার জন্য অন্তত হাজার দশেক সমর্থককে পাশে পাবে ওড়িশা। তবে এ সব নিয়ে বেশি না ভেবে তিনি দলের ছেলেদের সুপার কাপের ফাইনাল ম্যাচটা উপভোগের পরামর্শ দিয়েছেন লোবেরা।

তিনি বলে দিয়েছেন, ‘আমাদের সামনে একটা কঠিন ম্যাচ রয়েছে। সুপার কাপ বাইরে যেতে না দেওয়া আমাদের দায়িত্ব। এই সুযোগটা পেয়ে আমরা খুবই খুশি এবং উত্তেজিত। এই ম্যাচটা উপভোগ করাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। দলের সবার কাছেই এটা বড় পরীক্ষা। খেলোয়াড়, কোচ, স্টাফ, সমর্থক সবার কাছেই।’

জাতীয় পর্যায়ে ১২ বছর কোনও ট্রফি জেতেনি ইস্টবেঙ্গল। ২০১২ সালে শেষ বার ফেডারেশন কাপ জিতেছিল তারা। শিলিগুড়িতে অতিরিক্ত সময়ে হারিয়েছিল ডেম্পোকে। ডুরান্ড জিতলেই জাতীয় পর্যায়ের ট্রফি জয় হয়ে যেত। তা হয়নি। তাই সুপার কাপের সুযোগ হাতছাড়া করতে চান না কুয়াদ্রাত। তবে গত ন’টি ম্যাচ তারা অপরাজিত। তার মধ্যে, ইস্টবেঙ্গল পাঁচটিতেই জিতেছে। এটাই আত্মবিশ্বাস জোগাচ্ছে পুরো দলকে।

ইস্টবেঙ্গল যেমন টানা ন’ ম্যাচ অপরাজিত থেকে সুপার কাপের ফাইনালে খেলতে নামছে, প্রতিপক্ষ ওড়িশা এফসি-র ধারাবাহিকতা আরও বেশি। তাই তাদের যথেষ্ট সমীহ করছেন কুয়াদ্রাত। বলেছেন, ‘দুই ফাইনালিস্টই খুব ভালো ছন্দে রয়েছে। আমরা যেমন ধারাবাহিক ভাবে ভাল খেলে আসছি, ওড়িশাও অনেক দিন ধরে অপরাজিত রয়েছে। তবে একটা দলকে তো হারতেই হবে। দুর্ভাগ্যবশত, এই ম্যাচে যে কোনও এক পক্ষের ছন্দপতন হবেই। আমাদের কাছে খুব কঠিন ম্যাচ এটা। কিন্তু আমরা সব সময়ই চাই জিততে। প্রতি ম্যাচেই গোল পাচ্ছি আমরা। এই ম্যাচেও পেতে হবে।’

গত বছর ২৭ অক্টোবর ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার্সের কাছে ১-২ হারার পর থেকে আর কোনও ম্যাচে হারেনি ওড়িশা। এই ১৫টি ম্যাচের মধ্যে তারা জয় পায় ১৩টিতে। দু’টি ড্র করে। দু’টিই কলকাতার দুই প্রধানের বিরুদ্ধে। মোহনবাগানের বিরুদ্ধে ২-২ এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলশূন্য। তাই ইস্টবেঙ্গলকে আলাদা নজরে দেখছেন লোবেরা।

এর আগেও সুপার কাপে দলকে চ্যাম্পিয়ন করার অভিজ্ঞতা রয়েছে লোবেরার। ২০১৯-এ চ্যাম্পিয়ন এফসি গোয়ার কোচ ছিলেন তিনিই। স্প্যানিশ কোচ বলছিলেন, ‘এএফসি কাপে আমরা মোহনবাগান এসজি, বসুন্ধরা কিংসের মতো ভালো ভালো দলকে হারিয়েছি। এই টুর্নামেন্টে আমরা এফসি গোয়া, মুম্বই সিটি এফসি-র মতো ভালো মানের দলকে হারিয়েছি। ফাইনাল নিয়েও আমি আত্মবিশ্বাসী। কারণ, আমি আমার দলের ছেলেদের ওপর দু'শো শতাংশ ভরসা করি। ওরা দেখিয়ে দিয়েছে যে, বড় বড় ম্যাচ খেলার জন্য ওরা প্রস্তুত। কালকের ম্যাচও সে রকমই।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পরীক্ষা শেষে ঘুরতে যাওয়া নয়, বরং স্টল খুলে বসেছে চার খুদে! দেখুন ভাইরাল ভিডিয়ো শিলিগুড়ির ডেপুটি মেয়রের উপর হামলা! জানুন কাদের গ্রেফতার করল পুলিশ!চলছে ধরপাকড় বিনামূল্যে IPL দেখা যাবে! কয়েকটি প্ল্যানে সুযোগ দিচ্ছে রিলায়েন্স জিয়ো, কোনগুলি? ভারত-চিন সম্পর্কের বাস্তবতা তুলে ধরলেন মোদী, ভারতীয় PM-এর 'প্রশংসায়' বেজিং প্রথমবার তাকিয়েই গাছ দেখলেন না নারীর মুখ? আপনার ভাবনাচিন্তার ধরন বলে দেবে ছবিটি 'নোংরা রাজনীতি আমার গান কেড়েছে…'! লাদেন তাঁর অন্ধ ভক্ত ছিলেন শুনেই অলকা বললেন… বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে উদ্বিগ্ন USA, বড় মন্তব্য তুলসির দৃষ্টিশক্তি বাড়াতে বেশি বেশি কর খান এই ৭ ড্রাই ফ্রুটস IPL 2025-এ নতুন নিয়ম আনা হয়েছে, কোন ম্যাচ পর্যন্ত দলে পরিবর্তব করা যাবে, জানেন? উচ্চমাধ্যমিকের বায়োলজি পরীক্ষার প্রশ্ন কেমন হল? নম্বর কত উঠবে? জানালেন শিক্ষিকা

IPL 2025 News in Bangla

বিনামূল্যে IPL দেখা যাবে! কয়েকটি প্ল্যানে সুযোগ দিচ্ছে রিলায়েন্স জিয়ো, কোনগুলি? IPL 2025-এ নতুন নিয়ম আনা হয়েছে, কোন ম্যাচ পর্যন্ত দলে পরিবর্তব করা যাবে, জানেন? ‘আমার কথা অমান্য করেছিল,ওকে বুঝতে হত…’ চোটে জর্জরিত উমরানকে নিয়ে কি বললেন স্টেইন ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবেন রোহিত? ক্ষীণ সম্ভাবনা দেখছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী IPL-এ ১৮ কোটি পাচ্ছেন চাহাল! সত্যিই কি তিনি যোগ্য? নিজেই স্বীকার করলেন মনের কথা IPL-এ সুযোগ পেতেই PSL-কে গুডবাই MI তারকার, প্রোটিয়া প্লেয়ারকে আইনি নোটিশ PCB-র বড় চমক! IPL ম্যাচের দিন এবার ফ্রি বাস পরিষেবার সিদ্ধান্ত প্রাক্তন চ্যাম্পিয়নদের মাঠে ঢুকে পড়েছিলাম... সবচেয়ে বড় ভুল ছিল… IPL 2019-এর নো-বল বিতর্কে দাবি ধোনির চোটের জন্য ছিটকে গেলেন কেকেআর পেসার, আইপিএলে সুযোগ পেলেন বাংলাদেশি তারকা? ১০০তম টেস্টের দিন অশ্বিনের ডাকে সাড়া দেননি ধোনি… অভিমান কমেনি তারকা স্পিনারের

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.