বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > La Liga: এল ক্লাসিকোয় পরাজয়ের পরিণাম, ক্যাম্প ন্যুর বাইরে আক্রান্ত হলেন বার্সা কোচ কোম্যান

La Liga: এল ক্লাসিকোয় পরাজয়ের পরিণাম, ক্যাম্প ন্যুর বাইরে আক্রান্ত হলেন বার্সা কোচ কোম্যান

এল ক্লাসিকোয় বার্সেলোনা টাচলাইনে রোনাল্ড কোম্যান। ছবি- রয়টার্স। (REUTERS)

রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত হয় বার্সেলোনা।

ফের বড় ম্যাচে পরাজিত বার্সেলোনা। এ মরশুমে এখনও অবধি অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখসহ নিজেদের সমস্ত বড় প্রতিপক্ষের বিরুদ্ধে পরাজিত হয়েছে বার্সা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ঘরের মাঠে ২-১ পরাজয় নিঃসন্দেহে সবচেয়ে বেদনাদায়ক। পরাজয়ের পরেই একদল ক্ষুব্ধ সমর্থকের রোষের মুখে পড়েন রোনাল্ড কোম্য়ান।

ম্যাচ শেষে বার্সা কোচ রোনাল্ড কোম্যান নিজের গাড়িতে করে স্টেডিয়াম ছাড়ার সময়ই একদল তরুণ সমর্থক তাঁকে আক্রমণ করে। তাঁর গাড়ি আটকে রাস্তার মাঝেই বিক্ষোভ প্রদর্শন করেন তারা। কোম্যানের গাড়িতে আঘাত তো বটেই পাশপাশি অকথ্য ভাষায় তাঁকে দুষতে থাকেন সেই সমর্থকগোষ্ঠী। কোনরকমে সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হন কোম্যান। দলের কোচের ওপর এমন আক্রমণের তীব্র নিন্দা করে বার্সেলোনা ক্লাবের তরফে। কাতালান ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘আমরা সর্বসমক্ষে আমাদের কোচের ওপর যে আক্রমণ ঘটেছে এবং তাঁকে যেভাবে অসম্মান করা হয়েছে, তার তীব্র নিন্দা করছি।' অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করা হয় কাতালান ক্লাবের তরফে।

ম্যাচে ক্যাম্প ন্যু ভর্তি ৮৬ হাজার সমর্থক দলের ২-১ পরাজয়ের সাক্ষী থাকে। দুর্দান্ত ফর্মে থাকা করিম বেঞ্জেমা এবং ভিনিসিয়াস গোল না করলেও রিয়ালের জয়ে আঘাতটা বেশ গুরুতর পায় বার্সা। প্রতিপক্ষ সেরা না খেললেও ঘরের মাঠে পরাজিত হওয়ার কারণেই বার্সা সমর্থকরা আরও বেশি হতাশ হয়ে পড়ে। প্রসঙ্গত, এটি বার্সা ঘরের মাঠে কার্লো আনসেলত্তির প্রথম জয় রিয়াল ম্যানেজার হিসাবে। তারা রিয়াল সোসিয়াদাদের থেকে এক পয়েন্ট কম নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে  রয়েছে। বার্সা রয়েছে নবম স্খানে।

বন্ধ করুন