বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > আমেরিকায় ৯০ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন মেসি! তাক লেগে যাবে ছবি দেখলে

আমেরিকায় ৯০ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন মেসি! তাক লেগে যাবে ছবি দেখলে

আমেরিকায় মেসির নতুন বাড়ি। 

আমেরিকায় ভারতীয় মুদ্রায় ৯০ কোটি টাকায় বিলাসবহুল বাংলাে কিনলেন মেসি। একেবারে সমুদ্রের ধারে।

তিনি বিশ্ব ফুটবলের মহা তারকা। দেশকে পাইয়ে দিয়েছেন বিশ্বকাপ। সদ্য পিএসজি ছেড়ে এবার আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে সই করেছেন লিওনেল মেসি। মিয়ামিতে যোগ দেওয়া নিয়ে বিশ্ব ফুটবলের অনেকেই অনেক সমালোচনা করেন। কিন্তু তাতে কোনও পাত্তাই দেননি আর্জেন্তাইন তারাকা। মিয়ামিতে সই করেন তিনি। আর্জেন্তাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ককে বরণ করে নিয়ে কোনও রকম দ্বিধাবোধ করেনি তারা। রাজকীয় ভাবে মেসিকে স্বাগত জানায় মিয়ামি।

ইন্টার মিয়ামিতে যোগ দিতেই রেকর্ড পর রেকর্ড গড়েছেন মেসি। তবে মেসি মিয়ামিতে যোগ দিতেই নিজের বাড়ি কেনার খোঁজ চালাচ্ছিলেন। সেই কথা মিয়ামির কর্তাদেরও জানিয়েছিলেন লিও। তারপরই আসরে নামেন মিয়ামির কর্তারা। অবশেষে মিসে আমেরিকায় নিজের বাড়িয় খোঁজ পেলেন এমএল টেন। যা দেখলে চোখ কপালে ওঠার মতো।

আমেরিকার এক অভিজাত স্থান ফোর্ট লডারডেলে বিশাল অট্টালিকা কিনলেন মেসি। তাও আবার একেবারে সমুদ্রের ধারে। মেসির বাড়ির ব্যালকনি এবং বাগান থেকেই সমুদ্র দেখা যাবে। কী নেই সেই বাড়িতে। সুমিং পুল থেকে শুরু করে, গ্যারাজ, বাগান সবই রয়েছে। বিশাল এই অট্টালিকার অন্দর মহলেও রয়েছে বেশ চমক। মোট ৮টি ঘর রয়েছে। এছাড়াও রয়েছে ৯টি শৌচাগার। সেই সঙ্গে রয়েছে তিনটি গাড়ি রাখা যায় এমন গ্যারাজ। এই অট্টালিকাটি মোট ১০,৫০০ বর্গফুট জায়গা জুড়ে রয়েছে।

মেসির নতুন এই বাড়িটি একেবারেই ডিআরভি পিএনকে স্টেডিয়মের কাছেই। অর্থাৎ যেখানে ইন্টার মিয়ামি দল অনুশীলন করে। ফলে স্টেডিয়ামের কাছ বাড়ি হওয়ায় যাতায়াতেও সুবিধা হবে। এই বিশাল বাড়িটি কিনতে মেসির খরচ পড়েছে ১০.৮ মিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৯০ কোটি টাকা। স্বাভাবিক ভাবেই এই মুহূর্তে হট টপিক কিন্তু মেসির এই নতুন বাড়িটি। ইতিমধ্যেই মেসির নতুন এই বাড়ির সামনে সমর্থকরা আসতে শুরু করেছেন। যদিও সেই জায়গাটি হাই প্রোফাইল জায়গা, তাও ভক্তরা একবার সামনে থেকে মেসির নতুন বাস ভবন চাক্ষুস করতে হাজির হচ্ছেন অনেকে।

যদিও মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পরই স্টেডিয়াম ভরতে শুরু করেছে। মিয়ামি ভক্তরা যে মেসিকে ভালোবেসে ফেলেছেন তা বলার অপেক্ষা রাখে না। এবার আমেরিকার মাটিতে বাড়ি কিনে মিয়ামি সমর্থকদের যে এক অন্য বার্তা দিলেন তা বলার অপেক্ষা রাখে না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌তাঁরা যখনই বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে!’‌, চন্দ্রিমার নিশানায় ডাক্তাররা রেল লাইন ছেড়ে চাষের জমিতে নামল ইঞ্জিন! 'রিল মন্ত্রী' বলে টিপ্পনী কংগ্রেসের 'সরকার গড়ার এক ঘণ্টার মধ্যেই মদে নিষেধাজ্ঞা তুলে দেব!' মাসাবার গায়ের রং কালো, গর্ভের সন্তান ফর্সা পেতে খেতে বলা হল, রোজ একটা করে… 'যারা মৃতদেহের পর্নোগ্রাফি বানায় তাদেরই রোগীকল্যাণ সমিতিতে রাখবেন মমতা' LSG ছাড়ছেন KL Rahul! ভাইরাল ভিডিয়োয় শুরু জল্পনা!RCB-তে যোগ স্রেফ সময়ের অপেক্ষা? ‘আমেরিকাতে মাঝরাতে খাবার পাওয়া যায় না, তবে কলকাতাতে রাতেও কেউ খালি পেটে থাকে না’ সহযোদ্ধাকে জড়িয়ে হাউ হাউ করে কান্না কিঞ্জলের! জোর হাতে বললেন-'চেয়ার চাই না..' দলীপে দুই ইনিংসে 50+ রুতুরাজের,দল সবার ওপরে!মায়াঙ্কের কাছে হারল শ্রেয়সের India D বাঁকুড়া হাসপাতালে কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা, রবিবার থেকেই উঠল কর্মবিরতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.