শুভব্রত মুখার্জি: গতবার আইপিএলে অভিষেকেই বাজিমাত করেছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটানস। রাজস্থান রয়্যালসকে হারিয়ে জিতে নিয়েছিল আইপিএলের শিরোপা। আর তা যে একেবারেই ফ্লুক ছিল না, তা এবারে তাদের পারফরম্যান্সের মধ্যে দিয়েও বারবার প্রমাণ করেছে গুজরাট দল। শনিবার লখনউয়ের মাঠেই যেভাবে একটি লো স্কোরিং থ্রিলার জিতে নিল হার্দিক বাহিনী, তা ফের একবার সেকথাই প্রমাণ করে দিল। এদিনের ম্যাচ জিতে চলতি আইপিএলে সর্বনিম্ন স্কোরের পুঁজি রক্ষা করার কৃতিত্বও গড়ে ফেলল তারা। টানটান উত্তেজনার ম্যাচে জয়ের পরে হার্দিক পান্ডিয়াও জানিয়ে দিলেন, উইকেট পাওয়ার পরে দলের স্পিরিটটাই বদলে গিয়েছিল। পাশাপাশি তিনি জানাতে ভুললেন না যে তারাই চ্যাম্পিয়ন দল।এই পারফরম্যান্সের জন্য দলের ছেলেদেরকে কুর্নিশ জানাতেও ভোলেননি তিনি।
গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, 'ছেলেদেরকে কুর্নিশ জানাচ্ছি। আমরা চ্যাম্পিয়ন দল। গত বছরেও আমরা জিতেছি। ফলাফল নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতেই হবে। উইকেট পাওয়ার পরেই এদিন দলের স্পিরিট, দলের মনোভাব পুরোটাই বদলে যায়। এটা অত্যন্ত ভালো একটা অনুভূতি। এই ধরনের ম্যাচে জয় সবসময়ে আত্মবিশ্বাস বাড়ায়। আমি মনে করি, যেভাবে আজকের উইকেটটা খেলছিল তাতে করে আরও ১০ টা রান আমরা করতে পারতাম। ম্যাচে অনিশ্চয়তা ছিল। ওরা (লখনউ সুপার জায়েন্টস) ভালো বল করেছে। আমাদের ব্যাটারদের সমস্যায় ফেলেছে। স্ট্র্যাটেজিক টাইম-আউটের সময়ে আমরা সিদ্ধান্ত নিই সেট ব্যাটারকে একেবারে শেষপর্যন্ত খেলতে হবে।'
তিনি আরও যোগ করেন, 'ওদের(লখনউয়ের) যখন ৩০ বলে ৩০ রান দরকার ছিল, আমি ভেবেছিলাম ম্যাচে ওরাই এগিয়ে রয়েছে। তবে শেষ চার ওভারে যখন ২৭ রান প্রয়োজন ছিল, তখন বুঝতে পারি ওরা চাপে রয়েছে। সেই সময়েই আমার মনে হয়েছিল ম্যাচে আমরা জয় ছিনিয়ে নিতে পারি। যেভাবে প্রত্যেকজন বোলার বল করেছে আমার এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই। মোহিত খুব অভিজ্ঞ বোলার। ও এতগুলো ম্যাচ খেলেছে যে ওকে আলাদা করে কিছু বলার প্রয়োজন ছিল না। আমাদের কাজটা ও সহজ করে দিয়েছে। শামি এবং মোহিত দুরন্ত বোলিং করেছে। বিশেষত বলতে হবে জয়ন্তের কথা। ও অনেকদিন পরে খেলছে। নুরও খুব প্রতিভাবান ক্রিকেটার।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।