বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ফিরল এরিকসনের স্মৃতি, জ্ঞান হারিয়ে মাঠেই লুটিয়ে পড়লেন লুটন টাউনের অধিনায়ক, পরিত্যক্ত প্রিমিয়র লিগের ম্যাচ- ভিডিয়ো

ফিরল এরিকসনের স্মৃতি, জ্ঞান হারিয়ে মাঠেই লুটিয়ে পড়লেন লুটন টাউনের অধিনায়ক, পরিত্যক্ত প্রিমিয়র লিগের ম্যাচ- ভিডিয়ো

এরিকসনের স্মৃতি ফেরালেন টম লকিয়ের।

শনিবার বোর্নমাউথের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে খেলতে নেমেছিল লুটন টাউন এফসি। ম্যাচে তখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ম্যাচের বয়স ৬০ মিনিট পার হয়েছে। তার পরেই মাঠে হঠাৎ করেই  লুটিয়ে পড়েন লুটনের অধিনায়ক লকিয়ের। ফিরে আসে এরিকসনের স্মৃতি।

শুভব্রত মুখার্জি: ইউরো কাপ চলাকালীন মাঠে ডেনমার্কের ফুটবলার এরিকসনের জ্ঞান হারানোর ঘটনার স্মৃতি এখনও তাজা ফুটবল ভক্তদের মনে। সেদিন ইউরোর গ্রুপ পর্বে ওই ম্যাচ চলাকালীন মাঠেই জ্ঞান হারিয়েছিলেন তিনি। মাঠে উপস্থিত চিকিৎসকরা তৎক্ষণাৎ সিপিআর পদ্ধতি প্রয়োগ করে তাঁকে প্রাণে বাঁচিয়েছিলেন। এবার কার্যত সেই ঘটনার স্মৃতি ফিরল প্রিমিয়র লিগে। প্রিমিয়র লিগে শনিবার ছিল বোর্নমাউথ বনাম লুটন টাউন এফসির ম্যাচ। এই ম্যাচ চলাকালীন হঠাৎ করেই মাঠে সংজ্ঞা হারালেন লুটন অধিনায়ক টম লকিয়ের। এরিকসনের ঘটনার দুঃস্বপ্ন ফিরল মাঠে। সঙ্গে সঙ্গে ম্যাচ পরিত্যক্ত ঘোষণাও করা হয়।

আরও পড়ুন: ত্রাতা প্রভসুখন, সঙ্গে সংগঠিত রক্ষণ, মুম্বইয়ের সঙ্গে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল

শনিবার বোর্নমাউথের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে খেলতে নেমেছিল লুটন টাউন এফসি। ম্যাচে তখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ম্যাচের বয়স তখন ৬০ মিনিট পার হয়েছে। তার পরেই মাঠে হঠাৎ করেই পড়ে যান লুটনের অধিনায়ক লকিয়ের। তাৎক্ষণিক ভাবে খেলা বন্ধ করা হয়। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যান চিকিৎসক ও লুটনের কোচিং স্টাফের সদস্যরা। ছুটে আসেন বোর্নমাউথের চিকিৎসকেরাও। তাঁকে মাঠেই সিপিআর দেওয়া হয়। এর পর স্ট্রেচারে করে লকিয়েরকে মাঠের বাইরে আনা হয়।

এমন পরিস্থিতিতে দুই দলের ফুটবলারর মাঠের বাইরে চলে যান। স্টেডিয়াম জুড়ে দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। সকলে মিলে লকিয়েরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেন। তাঁর নামে ধ্বনি তোলেন তাঁরা। ঘটনার ঠিক ২০ মিনিট পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। বন্ধ হওয়ার আগে দুই দলের ম্যাচ ছিল ১-১ ড্র অবস্থায়। খেলা বন্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর লুটন টাউনের এক্স অ্যাকাউন্ট থেকে ঘটনার আপডেট দেওয়া হয়। পরে ক্লাব আরও একটি টুইটে লেখে, ‘ক্লাবের মেডিকেল স্টাফেরা নিশ্চিত করেছেন, অধিনায়ক মাঠে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। তবে স্ট্রেচারে করে তুলে নেওয়ার সময়ই তিনি সাড়া দিয়েছেন।’

আরও পড়ুন: সপ্তাহ খানেক আগে অন্তত ১১-১২ জনের চোট ছিল, সেই পরিস্থিতি কাটিয়ে উঠে জয়ে ফেরায় স্বস্তিতে মোহনবাগান শিবির

তাদের তরফে জানানো হয়, লকিয়েরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থার এর থেকে বেশি আপডেট পাওয়া যায়নি। প্রিমিয়র লিগে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে লুটন অধিনায়ক টম লকিয়েরের অসুস্থতায় খেলা বন্ধ হয়ে যাওয়াতে এক পর্যায়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় লকিয়ের সাড়া দিয়েছেন। শারিরীক ভাবে স্থিতিশীল আছেন তিনি। উল্লেখ্য, ২৯ বছর বয়সী লকিয়ের গত মে মাসে প্রিমিয়র লিগ প্লে-অফের ফাইনালে কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচেও মাঠেই জ্ঞান হারিয়েছিলেন। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হার্ট অপারেশন হয় তাঁর। এর পর জুন মাসে তিনি মাঠে ফেরেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পচা রুটি, নষ্ট ভাত, কাঠের গুড়ো দিয়ে তৈরি হচ্ছিল নকল মশলা, যাচাই না করলেই বিপদ! পিতৃপুরুষের আশীর্বাদ পেতে বৈশাখ অমাবস্যায় করুন এই কাজ, ঘর ভরে উঠবে সুখ সম্পদে শাড়ি পরা শান্তশিষ্ট মেঘের এ কেমন রূপ! শাড়ি ছেড়ে শর্টস, ক্যামেরায় উদ্দাম নাচ সুপ্রিম কোর্টে হল না SSC মামলার শুনানি, মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শুনবে আদালত ওপেনার নারিন, রাসেলের ছন্দ, টিম গেমে আস্থা- গম্ভীরের ছোঁয়ায় ফুল ফোটাচ্ছে KKR ‘যেদিন আমাকে ভালবাসা বন্ধ করে দেবে…সেদিনই আমার শেষ',ভাইরাল সলমনের হাতে লেখা চিঠি 'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার BCCI প্রকাশ করেনি, তার আগেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেল রোহিতদের বিশ্বকাপ জার্সি! 'পাকিস্তান চুড়ি পরে না,' বলেছিলেন ফারুক, পালটা ধুয়ে দিল বিজেপি রাজভবনে তদন্ত কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, ‘শ্লীলতাহানী’ কাণ্ডে জানাল পুলিশ

Latest IPL News

'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার IPL 2024-ম্যাচ বাঁচাতে ভোকাল টনিক ঋদ্ধির, বিরাটের কাছে খেলেন গালাগাল IPL 2024- নাইট রাইডার্সের হোটেলে হঠাৎ এরা কারা! গম্ভীর-শ্রেয়সের সঙ্গে দেখা করলেন টি২০ বিশ্বকাপে নাশকতার ছক পাকিস্তানের জঙ্গি সংগঠনের, কি ব্যবস্থা নিচ্ছে ICC? ঘরের মাঠে না জিতলে কিচ্ছু হবে না, পঞ্জাবের খেলায় হতাশ হয়ে হাল ছাড়লেন প্রীতি! বিরাট-রোহিত নয়, বিশ্বকাপে যশস্বীকে আউট করতে মুখিয়ে রাজস্থান দলের বিদেশি সতীর্থ ‘১৫-২০ রান কম উঠেছিল’,ধোনির দিকে আঙুল না তুললেও ব্যাটিং নিয়ে মুখ খুললেন জাড্ডু ‘ওর ৯ নম্বরে ব্যাট করতে আসার থেকে ফাস্ট বোলার নেওয়া ভালো’, ধোনিকে আক্রমণ ভাজ্জির IPL-সাপোর্ট স্টাফের সমর্থন প্রয়োজন লাগে, কারোর প্রশংসা নাকি কাউকে খোঁচা নারিনের? LSG v KKR ম্যাচে চোখ জুড়ানো ক্যাচ বল বয়ের, অটোগ্রাফ চাইলেন জন্টি রোডস- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.