HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > চোখের জলে সুভাষকে বিদায় জানাল ময়দান, দেখে নিন বাংলার বুলডোজারের সাফল্যের লোকগাথা

চোখের জলে সুভাষকে বিদায় জানাল ময়দান, দেখে নিন বাংলার বুলডোজারের সাফল্যের লোকগাথা

কোভিড বিধি কারণে ময়দানে শেষ বার যাওয়া হয়নি সুভাষ ভৌমিকের। তাই পুরো ময়দানই এসে জড়ো হয়েছিল একবালপুরের যে বেসরসারি নার্সিংহোমে সুভাষ ভর্তি ছিলেন, তার বাইরে। শেষ বারের মতো প্রিয় ‘ভোম্বল’কে চোখের দেখা দেখার জন্য। শেষ বিদায় জানানোর জন্য।

1/7 কলকাতা ময়দান ভালবেসে তাঁর নাম দিয়েছিল ‘বুলডোজার’। তাঁর পায়েই জাদুতেই আত্মহারা হয়েছিল সত্তরের দশক। উত্তরবঙ্গের মালদহ থেকে এসে কোনও তথাকথিত গডফাদার ছাড়াই টানা প্রায় এক যুগ ময়দানে রাজত্ব করেছিলেন সুভাষ ভৌমিক। শুধু খেলোয়াড় হিসেবে নয়, পরে কোচ হিসেবেও একের পর এক গৌরবের কীর্তি লিখে গিয়েছেন সকলের আদরের ‘ভোম্বলদা’।
2/7 ফুটবলার হিসেবে কলকাতা ময়দানে সুভাষের অভিযেক হয়েছিল মাত্র ১৯ বছর বয়সে। এর পর তো সবটাই ইতিহাস। এর পর থেকে প্রায় ১১ বছর ধরে তাঁকে নিয়ে রীতিমতো টাগ অফ ওয়ারের এক গল্পকথা লেখা হয়ে যায়। সুভাষের প্রথম বড় ক্লাব ছিল ইস্টবেঙ্গল। তাই এই ক্লাবের প্রতি টানটা একটু অন্য রকমই ছিল ভৌমিকের। তবে ফুটবলার সুভাষ মাত্র এক মরশুম লাল-হলুদে খেলে, চলে যান প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানে। সেখানে তিন বছর খেলার পর প্রত্যাবর্তন করেন ইস্টবেঙ্গলেই। তিন বছর চুটিয়ে লাল-হলুদ জার্সিতে খেলার পর আবার ফিরে যান গঙ্গাপারের ক্লাবে। ফের তিন বছর পর ফেরেন ইস্টবেঙ্গলে। এক বছর সেখানে খেলে ১৯৭৯ সালে অবসর নেন সুভাষ ভৌমিক। ইস্টবেঙ্গলে তিনি খেলেছেন পাঁচ বছর (১৯৬৯, ১৯৭৩-৭৫, ১৯৭৯)। আর সবুজ-মেরুনে খেলেছেন ছ’বছর (১৯৭০-৭২, ১৯৭৬-৭৮)।
3/7 ফুটবল জীবনে মোট ২৭টি ট্রফি জিতেছিলেন সুভাষ। সবুজ-মেরুন জার্সসিতে ১৬টি ট্রফি, আর লাল-হলুদ জার্সিতে ১১টি ট্রফি। কলকাতা লিগ থেকে শুরু করে আইএফএ শিল্ড, রোভার্স কাপ, ফেডারেশন কাপ— কী না ছিল তাঁর ট্রফি ক্যাবিনেটে। ১১ বছরের মধ্যে এক মাত্র ১৯৭৯ সালে কোনও ট্রফি জিততে পারেননি তিনি। কলকাতা লিগ জিতেছেন পাঁচ বার (১৯৭৩-৭৬, ১৯৭৮)। শিল্ড জিতেছেন ছ’বার (১৯৭৩-৭৮)। আট বার জিতেছেন রোভার্স কাপ (১৯৬৯-৭৩, ১৯৭৫-৭৭)। এ ছাড়া দু’বার করে বরদলই ট্রফি (১৯৭৬-৭৭), ডিসিএম ট্রফি (১৯৭৩-৭৪) এবং‌ এক বার করে ফেডারেশন কাপ (১৯৭৮), ডুরান্ড কাপ (১৯৭৭), দার্জিলিং গোল্ড কাপ (১৯৭৬) ও নাগজি ট্রফি (১৯৭৮) জিতেছেন সুভাষ।
4/7 মোহনবাগানের হয়ে করেছিলেন মোট ৮২টি গোল। তার মধ্যে ছিল চারটি হ্যাটট্রিক। আর লাল-হলুদের হয়ে তাঁর গোলসংখ্যা ছিল ৮৩টি। গোলের নিরিখে তাঁর সেরা দু’বছর ১৯৭০ এবং ১৯৭৬। ১৯৭০ সালে ২৭টি এবং ১৯৭৬ সালে ১৯টি গোল করেছিলেন তিনি। পাশাপাশি বাংলা ও দেশের হয়েও ট্রফি জিতেছেন সুভাষ। বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন। ভারতের হয়ে ১৯৭০ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সুভাষ।
5/7 ফুটবলার জীবন থেকে অবসর নিয়েও হাত গুটিয়ে বসে থাকেননি সুভাষ। ফুটবল থেকে দূরে থাকাই তাঁর পক্ষে সম্ভব ছিল না। তাই কোচ হিসেবে শুরু করেন দ্বিতীয় ইনিংস। ১৯৮৬ সালে জর্জ টেলিগ্রাফের কোচ হিসেবে সুভাষের অভিষেক হয়। ১৯৯১ সালে প্রথম বড় দল হিসেবে মোহনবাগানের কোচ হন। তবে সুভাষের কোচিং জীবনের সেরা সময় কেটেছে ইস্টবেঙ্গলে। প্রথমে ১৯৯৯-২০০০ এবং তার পরে ২০০২-’০৫ এবং ২০০৮-’০৯ সালে লাল-হলুদের কোচ ছিলেন তিনি।
6/7 তাঁর কোচিংয়েই ২০০৩ সালে আশিয়ান কাপ জেতে ইস্টবেঙ্গল। যা সুভাষের কোচিং জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। তাঁর কোচিংয়েই ২০০২-’০৩ এবং ২০০৩-’০৪ মরসুমে ইস্টবেঙ্গল পর পর দু’বার জাতীয় লিগ (বর্তমানে আই লিগ) চ্যাম্পিয়ন হয়। বাংলা দলেরও কোচ হয়েছিলেন সুভাষ।
7/7 ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ছাড়াও ২০০৬ সালে মহমেডান স্পোর্টিং, ২০০৭-’০৮ গোয়ার সালগাওকর ও ২০১২-’১৩ মরশুমে গোয়ারই চার্চিল ব্রাদার্সের কোচ ছিলেন সুভাষ। চার্চিলকে আই লিগ চ্যাম্পিয়নও করিয়েছেন তিনি। মাঝে ২০১০-’১১ মরসুমে মোহনবাগানের কোচ হয়েছিলেন। শেষ বার ২০১৮ সালে ইস্টবেঙ্গলের কোচ হন সুভাষ।

Latest News

সন্তানকে প্রতিদিন টিফিনে দিচ্ছেন পাস্তা? ঠিক করছেন কি 'আমার একটা সাইকেলও নেই,' দুর্নীতির প্রসঙ্গ তুলে তাঁর জীবনের লক্ষ্য জানালেন মোদী ICC Champions Trophy 2025: PCB বড় পদক্ষেপ, এবার IPL এর সঙ্গে সরাসরি সংঘাতে PSL ‘‌অনেক লোককে আজকাল কেনা–বেচা যায়’‌, সন্দেশখালির ভিডিয়ো ফাঁস নিয়ে মন্তব্য দিলীপের ৮০০-র জায়গায় লাগছে ৫০ টাকা! হাওড়ায় মেট্রোয় চালু হতেই ভাড়া কমল অ্যাপ ক্যাবের এবার টলিউড দেখবে জোড়া বিয়ে! এক সিরিয়ালের চার অভিনেতা একসঙ্গে যাচ্ছে ছাদনাতলায় IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার ‘কোভিড19 ভ্য়াকসিন নিতেই ক্লান্ত বোধ করছিলাম,হতে পারে সেজন্য হৃদরোগে আক্রান্ত হই’ অন্ত্রের স্বাস্থ্য ভালো না হলে বড় বিপদ! হজম শক্তি বাড়াতে করুন এই কাজ বজরং পুনিয়ার জন্য বড় ধাক্কা! কুস্তিগীরকে সাসপেন্ড করল NADA

Latest IPL News

ICC Champions Trophy 2025: PCB বড় পদক্ষেপ, এবার IPL এর সঙ্গে সরাসরি সংঘাতে PSL IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ