বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > East Bengal vs Mohun Bagan: ‘ওরা ভাবছিলেন যে ৫-০ গোলের বদলা নেবে মোহনবাগান…’, হেরেও কাঁপালেন ইস্টবেঙ্গল কোচ

East Bengal vs Mohun Bagan: ‘ওরা ভাবছিলেন যে ৫-০ গোলের বদলা নেবে মোহনবাগান…’, হেরেও কাঁপালেন ইস্টবেঙ্গল কোচ

কামিন্স-পেত্রাতোসদের 'স্টেইনগান'-র পালটা মশাল জ্বালিয়েছিলেন কুয়াদ্রাতের ছেলেরা। (ছবি সৌজন্যে, ফেসবুক Mohun Bagan Super Giant ও ISL)

কলকাতা ডার্বির প্রথমার্ধে খেলার ফল ৩-০। অবশেষে কি ১৯৭৫ সালের ৫-০ গোলের বদলা নিতে পারবে মোহনবাগান? অনেকের মনেই সেই প্রশ্নটা ঘুরছিল। আর সেটা জানতেন ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাতও। যিনি দ্বিতীয়ার্ধে নিজের দলের চেহারাই পুরো পালটে দেন।

অবশেষে কি সেই ৫-০ ম্যাচের বদলা নিতে চলেছে মোহনবাগান? রবিবার কলকাতা ডার্বির বিরতিতে যখন মোহনবাগান ৩-০ গোলে এগিয়ে ছিল, তখন অনেকের মনেই সেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল। মোহনবাগান সমর্থকদের কেউ-কেউ তো রীতিমতো প্রার্থনা শুরু করে দিয়েছিলেন। আর ইস্টবেঙ্গলের সমর্থকদের কেউ-কেউ আতঙ্কে ভুগছিলেন। বিশেষত প্রথমার্ধে যেরকম খেলছিল ইস্টবেঙ্গল, তাতে সেই ভয়টা বেশ জোরালোভাবেই চেপে বসেছিল ইস্টবেঙ্গলের সমর্থকদের একাংশের মনে। কিন্তু দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের পুরো ভোলই পালটে যায়। ০-৫ গোলে হারের ভয় তো দূর অস্ত, দুর্ধর্ষ কামব্যাকের স্বপ্নে বুঁদ হয়ে যান তাঁরা। শেষপর্যন্ত ১-৩ গোলে হেরে গেলেও ক্লেটন সিলভা, সায়ন বন্দ্যোপাধ্যায়রা যেভাবে লড়াই করেছেন, তাতে সমর্থকদের মন ভরে গিয়েছে। আর ম্যাচের শেষে খেলোয়াড়দের সেই নাছোড়বান্দা মনোভাবের প্রশংসা করলেন ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাতও।

ম্যাচের শেষে সরকারি সম্প্রচারকারী সংস্থা জিয়ো সিনেমায় কুয়াদ্রাত বলেন, ‘এটা একটা ভালো ফুটবল ম্যাচ হল। প্রচুর আবেগ জড়িয়ে ছিল। অনেক ঘটনা ঘটছিল। আমার মনে হয়, ইস্টবেঙ্গলের অনেক সমর্থকই ভাবছিলেন যে এই ম্যাচটার স্মৃতি নেতিবাচক হতে পারে। যখনই বিরতিতে খেলার ফল ৩-০ ছিল, তখন ভাবছিলেন যে অনেকদিন আগে সেই ০-৫ ব্যবধানে হারের প্রতিশোধ নেবে (মোহনবাগান)। যা বহুদিন আগে হয়েছিল। ইস্টবেঙ্গল ৫-০ গোলে জিতেছিল।’ 

ইস্টবেঙ্গলের হেড কোচ আরও বলেন, ‘সেইসময় (বিরতিতে) হয়তো মনে করেছিলেন যে ৫-০ গোলে জিতবে মোহনবাগান। কিন্তু দলের স্পিরিট মেলে ধরেছে খেলোয়াড়রা। হার না মানার মানসিকতা তুলে ধরেছে। ওরা দ্বিতীয়ার্ধে খুব ভালো খেলেছে। আমরা খেলার ফলটা ৩-২ করার খুব কাছে পৌঁছে গিয়েছিলাম। আর একবার খেলার ফল ৩-২ গোল হয়ে গেলেই যে কোনও কিছু হতে পারত। আমার মতে, দলের এই স্পিরিটের জন্য গর্ব করা উচিত সমর্থকদের।’

আরও পড়ুন: ISL 2023-24 Points Table: ডার্বি জিতে ISL-র শীর্ষে উঠল মোহনবাগান, খাদের ধারে ইস্টবেঙ্গল, রইল পয়েন্ট তালিকা

এমনিতে রবিবার ডার্বির শুরুটা দুর্দান্ত করেছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ১২ মিনিটেই পেনাল্টি পায় লাল-হলুদ। কিন্তু মোহনবাগানের পতন রুখে দেন বিশাল কাইথ। দুর্দান্ত ক্ষিপ্রতায় ক্লেটনের পেনাল্টি বাঁচিয়ে দেন। তারপরই নিজেদের হাতে ম্যাচের দখল নিয়ে নেয় মোহনবাগান। ২৭ মিনিটে প্রথম গোল করেন জেসন কামিন্স। নয় মিনিট পরেই ইস্টবেঙ্গলের জালে বল ঢুকিয়ে দেন লিস্টন কোলাসো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের দু'মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দিমিত্রি পেত্রাতোস। 

আরও পড়ুন: EBFC vs MBSG: ডার্বি জিতে ISL পয়েন্ট টেবলের শীর্ষে বাগান, মিসের খেসারত দিয়ে ডুবল লাল-হলুদ, জটিলতর হল প্লে-অফের অঙ্ক

বিরতির পরে কী হবে ভেবেই আঁতকে ওঠেন অনেক। আর দ্বিতীয়ার্ধের শুরুটাও সেভাবে করে মোহনবাগান। শুরুতেই নিশ্চিত পেনাল্টি পায়নি সবুজ-মেরুন বাহিনী। আর তারপরই ক্রমশ খেলায় ফিরে আসতে থাকে ইস্টবেঙ্গল। মোহনবাগানের উপর ক্রমশ চাপ বাড়াতে থাকে। ৫৩ মিনিটে সাউল ক্রেসপোর দুরন্ত গোলে ব্যবধান কমিয়ে ফেলে। আর প্রথম গোল পাওয়ার পরে মোহনবাগানের ঘুম ছুটিয়ে দেয়। একাধিকবার গোলের মুখ প্রায় খুলে ফেলে। কিন্তু গোল আসেনি। উলটে অতিরিক্ত সময় নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গল। আর ৩-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে মোহনবাগান।

আরও পড়ুন: World Cup qualifier: জুনে অনুষ্ঠিত ভারত বনাম কাতার ম্য়াচটি কলকাতাতেই খেলতে চান ইগর স্টিম্যাচ

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিকের গলাকাটা দেহ উদ্ধার, মহারাষ্ট্রে কাজ করতেন ‘অবসর শব্দটা অনেকে মজায় পরিণত করেছে, আমি সেরকম নয়’, আফ্রিদিদের খোঁচা রোহিতের… ‘সিপি ছাড়া পিসি যেন..’, কাঞ্চনের উপর রাগ থেকেই মমতাকে কটাক্ষ? তুলোধনা পিঙ্কিকে পড়ুয়াদের বিরুদ্ধে সন্দীপের হাতিয়ার ছিল 'যৌন হেনস্থা', সামনে আরও বিস্ফোরক অভিযোগ Afghanistan বনাম South Africa ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'আমার সময় দরকার ছিল...', দীর্ঘ ৯ বছরের বিরতির অবসান ঘটিয়ে বলিউডে ফিরছেন আদনান! মমতার নাম মুখেই আনলেন না, বন্যা মোকাবিলায় কার ওপর ভরসা রাখলেন শুভেন্দু? শ্রদ্ধার সামনে হার শাহরুখের! ভারতে জওয়ানের আয়কে ছাপিয়ে ইতিহাস গড়ল স্ত্রী ২ দুর্গাপুজোর উদ্বোধনে এবারেও কলকাতায় আসছেন অমিত শাহ!‌ কবে থাকছে বঙ্গ সফর?‌ 'বন্যা পরিস্থিতি অনেক জেলায়....', জুনিয়র ডাক্তারদের বৈঠকের আর্জিতে জবাব রাজ্যের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.