কেউ এসেছেন বোলপুর থেকে, কেউ এসেছেন মুর্শিদাবাদ থেকে- আইএসএলের গ্রুপ লিগের শেষ ম্যাচে দিমিত্রি পেত্রাতোস, জনি কাউকোদের মনোবল বাড়ানোর জন্য কোনও কিছু বাধা-বিপত্তির পরোয়া না করে যুবভারতীতে হাজির হয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের হাজার-হাজার ভক্ত। আর তাঁরা শুধু যুবভারতীতে যে এসেছেন, শেষ রক্তবিন্দু দিয়ে মোহনবাগানের জন্য নিজেদের উজাড় করে দিচ্ছেন। সেই ভালোবাসা-আবেগের এতটাই বিচ্ছুরণ ঘটছে যে প্রেসবক্স থেকে বসে শোনা যাচ্ছে, ‘জয় মোহনবাগান’, ‘জিতবে কে মোহনবাগান’। চোখটা বন্ধ রাখলে তো মনে হত যে নিশ্চয়ই গ্যালারিতে কমপক্ষে ১০,০০০ মানুষ চলে এসেছেন।
তবে ম্যাচটা যখন শুরু হবে, তখন আদতে সেই সংখ্যাটা ১০,০০০ থাকবে না। থাকবে প্রায় ৭০,০০০। কারণ মোহনবাগান-মুম্বই সিটি এফসি ম্যাচের সব টিকিট নিঃশেষ হয়ে গিয়েছে। একেবারে ফুলহাউস থাকবে যুবভারতী। গলা ফাটাবে মোহনবাগানের হয়ে। তেমনই একজন হলেন সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। নিজের প্রিয় দলের খেলা দেখতে বোলপুর থেকে স্ত্রী এবং সন্তানদের নিয়ে চলে এসেছেন। দুই সন্তান সবুজ-মেরুন জার্সি পরে আছে। আর হাতে আছে মোহনবাগানের পতাকা। সেই পতাকা ওড়াতে-ওড়াতে পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে যুবভারতীর সামনে দাঁড়িয়ে স্লোগান তুললেন, ‘জয় মোহনবাগান।’
আরও পড়ুন: Mohun Bagan vs Mumbai Live Updates: ISL-লিগশিল্ড জিততে মরিয়া মোহনবাগান, জয় ছাড়া গতি নেই
তাঁদের থেকে কিছুটা দূরেই ছিলেন মোহনবাগানের দুই সমর্থক অনিমেষ দাস এবং রাহুল দাস। মোহনবাগানের খেলা দেখবেন বলে মুর্শিদাবাদ থেকে ভোরবেলায় ট্রেন ধরে কলকাতায় চলে এসেছেন। তারপর থেকে অপেক্ষা করে গিয়েছেন যে কখন সেই মাহেন্দ্রক্ষণ আসবে। আগেভাগেই চলে আসেন যুবভারতীতে। ক্যামেরার সামনে কথা বলতে কিছুটা ইতঃস্তত বোধ করলেও প্রিয় দলের প্রতি ভালোবাসার কোনও অভাব হয়নি।
তারইমধ্যে ম্যাটাডোরে চেপে একদল মোহনবাগান সমর্থক চলে আসেন। মাইক্রোফোনে ‘জয় মোহনবাগান’ স্লোগান তুলতে থাকেন। তাঁদের দেখে আশপাশে যাঁরা বসেছিলেন, তাঁদের শরীরেও অ্যাড্রিনালিন ক্ষরণ বৃদ্ধি পায়। সবুজ-মেরুন পতাকা উড়িয়ে তাঁরা গলা মেলান ‘জয় মোহনবাগান’ ধ্বনিতে। সেই ধ্বনির মধ্যেই বারাসত থেকে আসা হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়, জয়দীপ হালদার, শুভাদিত্য মুখোপাধ্যায়রা। তাঁরা বললেন, ‘জিততেই হবে। আগেরবার আটবার জিততে পারিনি আমি। এবার তো হতেই হবে। এবার জিততেই হবে। জয় মোহনবাগান।’
তাঁরা যখন সেই কথাগুলো কথা বলছিলেন, তখন যুবভারতীর দিকে তাকিয়ে পশ্চিম দিকে সূর্যটা ঢলে যাচ্ছিল। আর সেই পড়ন্ত সূর্যের আলোকে সাক্ষী রেখে মোহনবাগান সমর্থকদের একটাই প্রার্থনা- আজ রাতে যেন সবুজ-মেরুন সূর্যের উদয় হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।