১১১ বছরের ইতিহাসে প্রথমবার অবনমনের আওতায় পড়ল ব্রাজিলের ঐতিহ্যশালী ফুটবল ক্লাব স্যান্টোস। যে ক্লাবের জার্সি গায়ে একদা মাঠ মাতিয়েছেন কিংবদন্তি পেলে, যাদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন নেইমারের মতো তারকা, সেই দলের দ্বিতীয় ডিভিশনে নেমে যাওয়া মেনে নিতে পারেননি সমর্থকরা।
ক্ষোভের আগুন আক্ষরিক অর্থেই ছড়িয়ে পড়ে স্টেডিয়াম থেকে রাস্তা-ঘাটে। ভাঙচুর চলে গ্যালারিতে। হাঙ্গামা চলে স্টেডিয়ামের বাইরে। জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক গাড়ি।
বৃহস্পতিবার ঘরের মাঠে ফোর্তালেজার বিরুদ্ধে লড়াই ছিল স্যান্টোসের। জিতলে অনায়াসে এড়িয়ে যাওয়া যেত অবনমন। তবে শেষমেশ স্যান্টোস ১-২ গোলে ম্যাচ হেরে বসে। ফলে ২০ দলের টুর্নামেন্টে ১৭ নম্বরে থেকে এবারের মতো অভিযান শেষ করে তারা। ৩৮ ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪৩ পয়েন্ট। ৪৪ পয়েন্টে লিগ শেষ করা বাহিয়া অল্পের জন্য অবনমন এড়িয়ে যায়। ৭০ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয় পালমেইরাস।
ফোর্তালেজার কাছে ম্যাচ হারার পরে স্যান্টোসের ফুলবলাররা হতাশায় ডুব দেন। কন্নায় ভেঙে পড়েন খেলোয়াড়রা। কেঁদে ভাসান স্টেডিয়ামে উপস্থিত স্যান্টোস সমর্থকরাও। তবে এরই মাঠে কিছু সমর্থক বিক্ষোভ দেখাতে থাকেন ক্লাবের ম্যানেজমেন্টের বিরুদ্ধে। সেই বিক্ষোভের আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে শহরজুড়ে।
প্রাথমিকভাবে মাঠে পুলিশ নামিয়ে দর্শকদের ক্ষোভের হাত থেকে খেলোয়াড়দের বাঁচানোর চেষ্টা করা হয়। ক্ষুব্ধ ক্লাব সমর্থকরা ভাঙচুর চালাতে থাকেন স্টেডিয়ামে। পরে স্টাডিয়ামের বাইরে রাখা একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
চেন্নাইয়িন এফসির প্রাক্তন ফুটবলার স্টিভেন মেন্ডোজার গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। মাত্র কয়েকমাস আগে যে স্টেডিয়ামে পেলের শেষকৃত্য সম্পন্ন হয়, বেনজির দর্শকদের হাঙ্গামার সাক্ষী থাকে সেই একই স্টেডিয়াম।
এতদিন সাও পাওলো ও ফ্ল্য়ামেঙ্গোর সঙ্গে কখনও অবনমনের আওতায় না পড়া তৃতীয় ক্লাব ছিল স্যান্টোস। এবার ফ্ল্যামেঙ্গো ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে থাকে। সাও পাওলো ৫৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে থেকে অভিযান শেষ করে। সুতরাং, ফ্ল্যামেঙ্গো ও সাও পাওলো কুলিনকুলে থেকে গেলেও গরিমা হারায় স্যান্টোস।
উল্লেখ্য, ১৯৫৬ থেকে ১৯৭৪ পর্যন্ত, দীর্ঘ ১৯টি মরশুম পেলে স্যান্টোসের হয়ে মাঠে নামেন। তিনি এই ক্লাবের হয়ে ৫৬৯টি গোল করেন। নেইমার ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত স্যান্টোসের হয়ে মাঠে নেমে ১০৭টি গোল করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।