Real Kashmir FC Owner Sandeep Chattoo Death: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য একটি খারাপ খবর সামনে এসেছে। প্রয়াত হয়েছেন রিয়াল কাশ্মীর ফুটবল দলের মালিক সন্দীপ ছাট্টো। নয়াদিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। একটি কাজের জন্য দেশের রাজধানীতে এসেছিলেন সন্দীপ। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। সন্দীপের মৃত্যুর খবরটি প্রকাশ্যে এনেছেন রিয়াল কাশ্মীর এফসির সিনিয়র দলের ম্যানেজার উমর। জম্মুতেই সন্দীপের শেষকৃত্য সম্পন্ন হবে। বর্তমানে আই লিগ খেলছে রিয়াল কাশ্মীর। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।
কাশ্মীর ফুটবল দলের মালিক সন্দীপ ছাট্টো, একজন বিশিষ্ট ব্যবসায়ী। গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুগ্রামে মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭। সন্দীপ ছাট্টো পরিবারে তাঁর মা ছাড়াও রয়েছেন স্ত্রী ও দুই সন্তান। পরিবারের মতে, তিনি বিকেলে বুকে ব্যথা অনুভব করেন, যার পরে তাঁকে দ্রুত গুরুগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পৌঁছানোর পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
জম্মুতে তাঁর শেষকৃত্য হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে একজন হোটেল ব্যবসায়ী, সন্দীপ ছাট্টো আক্রান্ত কাশ্মীর উপত্যকায় ফুটবলকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই কারণে তিনি ব্যাপকভাবে স্বীকৃত পেয়েছেন। RKFC এর সূচনা, স্নেহপূর্ণভাবে 'স্নো লেপার্ডস' নামে পরিচিত করার জন্য তাঁকে কৃতিত্ব দেওয়া হয়।
ফুটবল ক্লাব প্রতিষ্ঠার ধারণাটি ২০১৪ সালে ভয়াবহ বন্যার পর থেকে উদ্ভূত হয়েছিল, যে সময়ে সন্দীপ ছাট্টো উল্লেখযোগ্য পরিমাণে অব্যবহৃত প্রতিভা পর্যবেক্ষণ করেছিলেন, যার বেশিরভাগই অপরাধমূলক কার্যকলাপের জন্য হারিয়ে যাওয়ার মুখে ছিলেন। এই অঞ্চলের যুবকদের শক্তিকে পুনঃনির্দেশিত করার জন্য ফুটবলকে একটি সম্ভাব্য উপায় হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন সন্দীপ ছাট্টো। একটি চার তারা বুটিক হোটেলের স্বত্বাধিকারী সন্দীপ ছাট্টো কাশ্মিরের এই ক্লাবটির সূচনা করেছিলেন।
RKFC উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। উল্লেখযোগ্যভাবে ২০১৮ সালে দ্বিতীয় বিভাগ আই-লিগ জিতেছিল। ডিসেম্বর ২০২০-এ, IFA শিল্ডের ১২৩তম সংস্করণে জয়লাভ করে ক্লাবটি তাঁর কৃতিত্বকে আরও দৃঢ় করেছিল। বিশেষজ্ঞরা মনে করেন সন্দীপ ছাট্টোর অকাল মৃত্যু ফুটবল পরিবারের জন্য একটি উল্লেখযোগ্য ক্ষতি। বিশেষ করে কাশ্মিরের অঞ্চলে খেলাধুলায় তাঁর অগ্রণী অবদান সব সময়ে দেখা গিয়েছে। চলতি ২০২৩-২৪ আই লিগ মরশুমে, RKFC ১১ ম্যাচের পর ছয়টি জয়, তিনটি পরাজয় এবং দুটি ড্র নিয়ে দ্বিতীয় স্থান দখল করছে। তারা এখন পর্যন্ত ২০ পয়েন্ট সংগ্রহ করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।