দীর্ঘদিন ধরেই চলছিল তাঁর সিদ্ধান্ত ঘিরে জল্পনা। অবশেষে হল তার অবসান। বেড়ে গেল কার্লো আনসেলোত্তির চুক্তি। ২০২৬ পর্যন্ত মেয়াদ বাড়ালো রিয়াল মাদ্রিদ। পাশাপাশি ব্রাজিলের কোচ হওয়ার আশাও কার্যত শেষ হয়ে গেল। শুক্রবার 'লস ব্ল্যাঙ্কসের' তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। যেখানে জানানো হয় দলের এই সিদ্ধান্তের কথা।
ঘরোয়া ফুটবলে হেড কোচ হিসেবে তাঁর কৃতিত্ব ও অবদান চরম। তাঁর হাত ধরেই একের পর এক বড় খেতাব নিজেদের ঝুলিতে তুলেছে রিয়াল মাদ্রিদ। এমন আকর্ষণীয় রেকর্ড দেখে ব্রাজিলের জাতীয় ফুটবল দল ঠিক করেছিলেন তাঁকে কোচ করার। কিন্তু অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো না তাদের। কার্লো আনসেলোত্তির ধরে রাখতে তাঁর চুক্তির মেয়াদ বাড়ালো মাদ্রিদ। বাড়ানো হলো ২০২৬ সাল পর্যন্ত। এক বিবৃতির মাধ্যমে এমনটাই জানিয়েছে দল।
বিবৃতিতে বলা হয়েছে, 'রিয়াল মাদ্রিদ সিএফ দলের হেড কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়ানো হলো কার্লো আনসেলোত্তির। তিনি রাজিও হয়েছেন এতে। গত পাঁচ মরশুম ধরে তিনি দলের কোচের ভূমিকা পালন করেছেন এবং এর মধ্যে তিনি দলকে পেতে সাহায্য করেছেন দশটি খেতাব। যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব রয়েছে দুটি, ক্লাব বিশ্বকাপ খেতাব রয়েছে দুটি, ইউয়েফা সুপার কাপ খেতাব রয়েছে দুটি। এছাড়াও তিনি মাদ্রিদকে পাইয়ে দিয়েছেন একটি লা লিগা খেতাব, দুটি কোপা ডেল রে এবং একটি স্প্যানিশ সুপার কাপ খেতাব। দল ওনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে এই সবকিছুর জন্য।'
পাশাপাশি, বিবৃতিতে আলাদা করে কার্লোর কোচিং নিয়েও প্রশংসা করা হয়। তাতে বলা হয়েছে, 'কার্লো আনসেলোত্তি একমাত্র ম্যানেজার যিনি চারবার ইউরোপিয়ান কাপ তুলেছেন। পাশাপাশি কোচ হিসেবে তিনি সর্বোচ্চ ১১৮টি ম্যাচ জিতেছেন এই টুর্নামেন্ট। এছাড়াও উনি একমাত্র ম্যানেজার যে ইউরোপের পাঁচটি বিশ্বজয়ী দেশের - ইতালি, ইংল্যান্ড, স্পেন, জার্মানি ও ফ্রান্স - ফুটবল টুর্নামেন্টগুলি জিতেছেন। তিনি চিরকাল আমাদের কাছে একটি রত্নই হয়ে থাকবেন।'
প্রসঙ্গত, এই মুহূর্তে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের হেড কোচের ভূমিকা পালন করছেন দিনিজ। সম্প্রতি সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন তিতে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয় ব্রাজিলিয়ান ফুটবল টিম ম্যানেজমেন্ট। সব উত্তর পাওয়া যাবে শীঘ্রই। জানা যাবে কিছুদিনের মধ্যে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।