অষ্টম আইএসএলে দেখা যেতে পারে লা লিগায় খেলা বেশ কিছু ফুটবলারকে। সৌজন্যে থাকবেন এসসি ইস্টবেঙ্গলের কোচ হোসে ম্যানুয়েল ‘মানোলো’ ডিয়াজ। বর্তমানে অনেক দেরিতে দল গঠন করতে ময়দানে নেমেছে লাল হলুদ ব্রিগেড। হাতে সময় কম, তাই তড়িঘড়ি দল গঠন করতে চাইছেন তারা। এমন অবস্থায় দলের প্রাক্তন কোচ রবি ফাওলার দায়িত্ব ছেড়েছেন। ফলে নতুন কোচের উপরেই বিদেশি বাছাইয়ের দায়িত্ব ছাড়তে চাইছে টিম ম্যানেজমেন্ট। ফলে মনে করা হচ্ছে এ বারে লাল-হলুদ জার্সিতে আক্রমণভাগের লা লিগা খেলা ভালো মানের এক বিদেশি ফুটবলারকে দেখা যেতেই পারে। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের মধ্যেই নতুন এই বিদেশির সঙ্গে চুক্তি সেরে ফেলবে এসসি ইস্টবেঙ্গল।
দু’-এক দিনের মধ্যেই মানোলো তাঁর পছন্দের ফুটবলারের নাম জানিয়ে দেবেন ক্লাব কর্তাদের। আক্রমণভাগের পাশাপাশি এই মরশুমে রক্ষণের শক্তি বাড়াতেও মরিয়া এসসি ইস্টবেঙ্গল। চব্বিশ ঘণ্টা আগেই অস্ট্রেলিয়ার ডিফেন্ডার টমিস্লাভ মর্সেলা যোগ দিয়েছেন লাল-হলুদে। বুধবার সই করলেন ফ্র্যানিয়ো পর্চে। সূত্রের খবর, রিয়াল মাদ্রিদ যুব দলের প্রাক্তন কোচ আক্রমণভাগের শক্তি বাড়াতে ইতিমধ্যেই গত মরসুমে লা লিগায় খেলা কয়েক জন ফুটবলারের সঙ্গে কথাবার্তা বলছেন।
রবি ফাওলারের পরিবর্তে এই মরশুমে স্পেনের হোসে ম্যানুয়েল ‘মানোলো’ ডিয়াজ ফার্নান্ডেজের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছেন এসসি ইস্টবেঙ্গলের কর্তারা। এ বার লা গিলার বিদেশি আনার জন্য তাঁর দিকেই তাকিয়ে রয়েছে এসসি ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট। এদিকে ২৫ বছর বয়সি ডিফেন্ডার ফ্র্যানিয়ো পর্চে ক্রোয়েশিয়ার যুব দলে খেলেছেন। ২০১৪-’১৫ মরশুমে ইতালির লাজিয়োর যুব দলে সুযোগ পান ফ্র্যানিয়ো। ২০১৬ সালে সেরি আ-তে তোরিনোর বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। যদিও তার পরে আর কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এক বছরের চুক্তিতে লাল-হলুদে যোগ দিয়ে উচ্ছ্বসিত ফ্র্যানিয়ো বলেছেন।