বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > রোনাল্ডোর সঙ্গে নিজেই তোলেন ছবি, ইনস্টায় লিখলেন 'বিশ্বের দ্বিতীয় সেরার সঙ্গে'

রোনাল্ডোর সঙ্গে নিজেই তোলেন ছবি, ইনস্টায় লিখলেন 'বিশ্বের দ্বিতীয় সেরার সঙ্গে'

রোনাল্ডোর সঙ্গে আহমেদ জিরো। ছবি- ইনস্টাগ্রাম 

রোনাল্ডোর সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আহমেদ জিরো। সেখানে তিনি লেখেন 'বিশ্বের দ্বিতীয় সেরার সঙ্গে।' এরপরই বিতর্কের ঝড় ওঠে।

চলছে আরবিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপ। এই কাপে আল নাসেরের হয়ে খেলছেন পর্তুগালে সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমানে আল নাসেরের তিনিই সর্বোচ্চ গোলদাতা। ফাইনালে তারা মুখোমুখি হবে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে। রোনাল্ডো সৌদি আরবের হয়ে খেলে প্রমাণ করেছেন তিনি কতটা প্রভাবশালী। কারণ তাঁকে অনুসরণ করেই অন্যতম ব্যালন ডি’অর বিজয়ী করিম বেনজেমা সৌদি আরবের খেলছেন।

রোনাল্ডো এমনই একজন ফুটবলার যার অগণিত ভক্ত বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে আছে। সৌদি আরবেও তাঁর ভক্ত রয়েছে। ফুটবল জগতে চ্যাম্পিয়নশিপ কাপে আল নাসারের এই ফরোয়ার্ড বিপক্ষ দলের ফুটবলারদের কাছে ও সমানভাবে জনপ্রিয়। ইরাক ভিত্তিক ক্লাব আল শোর্তার বিপক্ষে সেমিফাইনাল খেলার সময় বিপক্ষের দলের একজন ফুটবলার আহমেদ জিরো একটি ছবির জন্য রোনাল্ডোর কাছে আবদার করেন।

পর্তুগাল তারকা তাঁর সঙ্গে ছবি তোলেন। সেই ছবি ইরাকের এই খেলোয়াড় তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ইতিহাসের দ্বিতীয় সেরা প্লেয়ারের সঙ্গে।' সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই রোনাল্ডোর ভক্তরা সেটাকে ভালোভাবে মেনে নেয়নি।

এই পোস্টটি লিওনেল মেসি ও রোনাল্ডোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাকে উসকে দিয়েছে। এছাড়াও এই ছবির ক্যাপশনে বিশ্বের সেরা বলতে কাকে বুঝিয়েছেন সেটাও স্পষ্ট করে বলেননি। রোনাল্ডো সৌদি আরবের সঙ্গে যুক্ত হওয়ার পরেই লিওনেল মেসিও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন। আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী এই ফুটবলার ইন্টার মিয়ারিতে দুর্দান্তভাবেই অভিষেক ঘটিয়েছেন। তিনি দলের হয়ে প্রথম পাঁচটি খেলায় মোট ৮টি গোল করেছেন।

গত মাসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি লিগ নিয়ে একটি মন্তব্য করেন। যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব দ্রুতগতিতে ছড়িয়ে যায়। তিনি জানান যে, সৌদি লিগ বর্তমানে মেজর লিগ থেকে ভালো অবস্থায় রয়েছে। এর সঙ্গে সঙ্গেই তিনি ভবিষ্যদ্বাণী করেন, কয়েকদিন পরে এই লিগ তুর্কি এবং ডাচ লিগকেও ছাড়িয়ে যেতে পারে। রোনান্ডো সাংবাদিকদের বলেন, 'আমি একশো শতাংশ নিশ্চিত যে আমি কোনও ইউরোপীয় ক্লাবে আর ফিরব না। তারা সৌদি লিগে আসার জন্য আমার সমালোচনা করেছিল, কিন্তু এখন কী হচ্ছে? আমি সৌদি লিগের পথ খুলে দিয়েছি এবং এখন সব খেলোয়াড় এখানে আসছে। আমি ইউরোপীয় ফুটবলে ফিরব না। তার দরজা আমার কাছে পুরোপুরি বন্ধ।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন