বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > মানিয়ে নিতে পারছে না-অনিকেত যাদবে ক্ষুব্ধ,তবে নর্থইস্ট ম্যাচের আগে সাবধানী EB কোচ

মানিয়ে নিতে পারছে না-অনিকেত যাদবে ক্ষুব্ধ,তবে নর্থইস্ট ম্যাচের আগে সাবধানী EB কোচ

স্টিফেন কনস্ট্যানটাইন।

চলতি আইএসএলের শুরুটা একেবারেই ভালো ইস্টবেঙ্গলের। প্রথম দু'টো ম্যাচ খেলে দু'টোতেই হারতে হয়েছে তাদের। স্বাভাবিক ভাবেই দলের উপর বেড়েছে চাপ। আইএসএলে ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড।

শুভব্রত মুখার্জি

চলতি আইএসএলের শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতার অন্যতম প্রধান ক্লাব ইস্টবেঙ্গলের। প্রথম দু'টো ম্যাচ খেলে দু'টোতেই হারতে হয়েছে তাদের। স্বাভাবিক ভাবেই দলের উপর বেড়েছে চাপ। সে কথা বিলক্ষণ বোঝেন হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। আইএসএলে ইস্টবেঙ্গলের পরবর্তী প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়ে কিছুটা হলেও সাবধানতার সুর শোনা গেল কনস্টানটাইনের গলাতে। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অকপটে জানালেন তাঁর চিন্তাভাবনার কথা।

নর্থইস্ট ম্যাচ নিয়ে বলতে গিয়ে কনস্টানটাইন বলেন, ‘যখন আমরা প্রত্যেকটি দলের মুখোমুখি হই, তখন সেই দলকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। প্রত্যেকটা দল একে অপরের থেকে আলাদা। তাদের ফুটবলাররাও আলাদা। তাই আমরা নর্থইস্টের বিরুদ্ধে ঠিক সেই ভাবেই প্রস্তুতি নিয়েছি, যে ভাবে আমরা কেরালা ব্লাস্টার্স অথবা এফসি গোয়ার বিরুদ্ধে নিতাম। আমি ওদের খেলা দেখেছি। আমার মনে হয়, প্রথম ম্যাচে ওদের ভাগ্য একেবারেই সঙ্গ দেয়নি। একটা পয়েন্টও না পাওয়া দুর্ভাগ্যজনক। ওদের বিরুদ্ধে ম্যাচটা সহজ হবে না। সত্যি বলতে, লিগে কোনও ম্যাচ সহজ নয়। আমাদেরকে শৃঙ্খলাপরায়ণ থাকতে হবে। আমরা আক্রমণাত্মক খেলব। ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে ঘরে ফেরাটাই লক্ষ্য।’

আরও পড়ুন: ডার্বি নিয়ে আলাদা করে ভাবতেই হবে- ATK MB কোচের ভাবনায় এখন শুধুই EB

প্রসঙ্গত গোয়ার বিরুদ্ধে হাঁটুতে চোট পেয়েছিলেন অ্যালেক্স লিমা। তাঁকে এবং অ্যালিয়ান্দ্রোকে এই ম্যাচেও পাবে না দল। যদিও দলের সঙ্গে লিমা ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছেন। কাঁধের চোটের কারণে ব্রাজিলিয়ান স্ট্রাইকার অ্যালিয়ান্দ্রো নর্থ ইস্ট ম্যাচেও অনিশ্চিত। তবে এর মাঝেই ফুটবলার অনিকেত যাদবকে নিয়ে তাঁর অসন্তোষ কার্যত তুলে ধরেছেন কনস্ট্যানটাইন। তিনি বলেন, ‘অনিকেত মূলত রাইট উইংয়ের ফুটবলার। ডানপ্রান্ত দিয়ে বল নিয়ে দৌড়ে বাঁ-পায়ে গোল শট করছে ও । এতে ও তিনটের বেশি গোল করেছে বলে তো আমার মনে পরে না। বারবার নিষেধ করা সত্ত্বেও ও একই কাজ করছে। প্রকৃত ডান পায়ের ফুটবলারকে রাইট হাফে খেলাতে চাই। যে সামনের ফুটবলারকে পিছনে ফেলে এগিয়ে যাবে, পাস দেবে, ক্রস করবে। অনিকেত সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। এর জন্য রিজার্ভ দলের ম্যাচে ওকে খেলানো হচ্ছে। সেখানেও ও পারফর্ম করতে পারছে না। আরও কয়েকটা ম্যাচ খেললে ওর আত্মবিশ্বাস বাড়বে। নিজেকে প্রমাণ করার পরে তার পর ওকে সিনিয়র দলে আনার কথা নিয়ে ভাবব।’

আরও পড়ুন: পেত্রাতোসের হ্যাটট্রিকে কেরালাকে ৫ গোলের মালা পরাল এটিকে-মোহনবাগান

ইস্টবেঙ্গল সমর্থকদের চোখে আপাতত ভিলেন হয়ে যাওয়া সুমিত পাসিকে নিয়েও মন্তব্য করেছেন স্টিফেন। তিনি বলেন, ‘জানি না কেন ওকে নিয়ে সমর্থকরা অকারণে বিদ্রুপ করছে। রিজার্ভ দলের ম্যাচ দেখতে গিয়ে সমর্থকরা দাবি তোলে পাসিকে যেন না খেলাই। পাসি তো রিজার্ভ দলে খেলেনি। টিম কি জিতেছে? প্রথম দিন থেকে দলের সঙ্গে রয়েছে। রাইট ব্যাক, রাইট হাফ,সামনে স্ট্রাইকে সব পজিশনেই ওকে খেলিয়েছি‌। ও কী ভুল করেছে! তারকা ফুটবলার নয়। তবে কঠোর পরিশ্রম করছে।’

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৪ দিন আগেই হারিয়েছেন বাবাকে! দেশের স্বার্থে তবু মাঠে পাক অধিনায়ক! চোখ ভিজল জলে… কলকাতা পুলিশের ১৬৩ ধারা জারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হল মামলা একসঙ্গে সুনিধি-শ্রেয়া! 'ছ্যায়লা'র সুরে মুগ্ধ নেটপাড়া বলছে, 'স্বপ্ন সত্যি হল…' আজ বাদে কাল লক্ষ্মীপুজো, পাঁচালি জোগার করেছেন? দরকার নেই, পড়ে নিন এখান থেকে ট্রুডোর মুখোশ খুললেন তাঁরই দেশের লোক! বিষ্ণোই গ্যাংয়ের যোগের দাবি কানাডার ‘থুতু মিশিয়ে খাবার পরিবেশন’! জোড়া অধ্যাদেশ জারি করে কড়া আইন আনছে যোগী সরকার প্যানগং সো-র কাছে বিশাল ঘাঁটি চিনের, খাঁ খাঁ করা জমিতে ৮ মাসেই উঠল ৭০ বিল্ডিং আতসবাজি প্রদর্শনীর সময় হাহাকার, ভিড়ে ঠাসা বারান্দা ভেঙে মৃত ২ IPL-এ বন্ধু! বর্ডার গাভাসকর সিরিজে শত্রু! সিরিজ শুরুর আগে গুরুর প্রশংসায় স্টার্ক প্রথম স্ত্রীর মৃত্যুর কয়েক বছর পরই হরিবংশের সঙ্গে আলাপ অমিতাভের মায়ের! বললেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.