ভারতীয় পুরুষ ফুটবল দলের প্রধান কোচ ইগর স্টিম্যাচ এবার এশিয়ান গেমসের জন্য ফুটবলার পেতে নিজেই আসরে নামলেন। অনুর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য খেলোয়াড়দের ছাড়ছে না আইএসএলের ক্লাবগুলো। এবার সেই ক্লাবগুলিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই বিশেষ অনুরোধ জানালেন ইগর।
সামনেই এশিয়ান গেমসের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এর পর রয়েছে এএফসি এশিয়ান কাপ। দীর্ঘ ৯ বছর পর এশিয়ান গেমসে অংশ নেবে ভারতীয় ফুটবল দল। অথচ ফুটবলার ছাড়ছে না ক্লাবগুলো। এখানেই প্রশ্ন উঠেছে, দেশের গুরুত্ব আগে, নাকি ক্লাবের?
আরও পড়ুন: ডুরান্ড খেলতে নেমেই ছন্দপতন, মুম্বইয়ের কাছে ১-৩ হেরে বসল মহমেডান
বড় টুর্নামেন্টের ক্ষেত্রে সব সময়েই ভালো ভাবে প্রস্তুতির প্রয়োজন হয়। ইগর স্টিম্যাচ চান, দীর্ঘ দিনের একটি শিবির করতে এবং ভালো ভাবে প্রস্তুতি নিতে। কিন্তু ক্লাব ফুটবলের কারণে কত জন প্লেয়ারকে পাবেন স্টিম্যাচ, সেটা নিয়েই প্রশ্ন উঠেছে। সেই কারণেই স্টিম্যাচ আইএসএলের ক্লাবগুলোর কাছে আর্জি জানিয়েছেন। ভারতীয় ফুটবলের স্বার্থে পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন।
স্টিম্যাচ লিখেছেন, ‘সমস্ত আইএসএল ক্লাবের প্রতি আন্তরিক অনুরোধ জানাচ্ছি। ভারতীয় ফুটবল এখন একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। আমরা সবাই গত কয়েক বছরে একটি সংস্কৃতি তৈরি করতে এবং আমাদের চূড়ান্ত লক্ষ্যগুলির দিকে এগিয়ে যাওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করেছি এবং আমাদের একসঙ্গে কাজ চালিয়ে যেতে হবে এবং এগিয়ে যেতে হবে।’
আরও পড়ুন: খেলল ইউনাইটেড, ম্যাজিক দেখালেন নওরেম, সোহেল, ২-০ জিতল মোহনবাগান
তিনি আরও লিখেছেন, ‘আমি সমস্ত ক্লাবকে অনুরোধ করছি, জাতীয় দলকে সমর্থন করার জন্য। বিশেষ করে আসন্ন মাসগুলিতে কিছু বড় টুর্নামেন্ট রয়েছে- এএফসি অনূর্ধ্ব-২৩ কোয়ালিফায়ার, এশিয়ান গেমস, বিশ্বকাপ কোয়ালিফায়ার এবং এএফসি এশিয়ান কাপ। আমরা একটি জাতি হিসেবে এশিয়া এবং বিশ্বের ফুটবল জায়ান্টদের বিরুদ্ধে আমাদের সেরা খেলোয়াড়দের মাঠে নামাতে চাই এবং তাদের দেখাতে চাই যে, আমাদের হাল্কাভাবে নেওয়া উচিত নয়।’
এর আগে, স্পোর্টস্টার রিপোর্ট করেছিল যে, একাধিক ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে, অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য খেলোয়াড়দের ছাড়তে রাজি নয়। কারণ ম্যাচগুলি ঘরোয়া মরশুমের মাঝামাঝি পড়েছে। এবং এই ম্যাচগুলি ফিফা উইন্ডোর বাইরের ম্যাচ।
এশিয়ান গেমসের যে স্কোয়াড, তার সমস্ত খেলোয়াড় এবং অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের সম্ভাব্য তালিকায় বেশির ভাগ প্লেয়ারই আইএসএলের বিভিন্ন ক্লাবে খেলেন, যার মধ্যে জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী রয়েছেন। তিনি বেঙ্গালুরু এফসি-এর হয়ে খেলেন এবং তিনিই এশিয়ান গেমসে দলকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
স্টিম্যাচ ক্লাবগুলিকে কৃতিত্ব দিয়ে লিখেছেন, ‘প্রতিটি ক্লাব গত কয়েক বছরে আমাদের খেলোয়াড়দের বিকাশ এবং তাদের যে ভাবে তৈরি করেছে, তা সত্যিই প্রশংসনীয় এবং ফলাফলটি নিঃসন্দেহে জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সে দেখা যাচ্ছে।’ স্টিম্যাচ যোগ করেছেন, ‘এএফসি এশিয়ান কাপ এবং ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ারের আগে দীর্ঘ জাতীয় ক্যাম্পের জন্য খেলোয়াড়দের দয়া করে ছেড়ে দিন। আসুন, সকলে মিলে জাতীয় দলের ফুটবলের শিখরে নিয়ে যাই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।