কলকাতা লিগে দুরন্ত ছন্দে থাকলেও, ডুরান্ড খেলতে নেমেই ছন্দপতন মহমেডানের। ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল সাদা-কালো ব্রিগেড। শক্তিশালী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ১-৩ গোলে হেরে বসে থাকল সাদা কালো ব্রিগেড।
তবে হারলেও, মহমেডান কিন্তু দুরন্ত লড়াই করেছে। তবে গোলটাই করে উঠে পারেনি। যার খেসারত ম্যাচ হেরে দিতে হয়েছে। শেষদিকে আপ্রাণ চেষ্টা করেও তারা ম্যাচে ফিরতে পারেনি। প্রসঙ্গত, ম্যাচের চারটি গোলই হয়েছে প্রথমার্ধে।
আসলে ম্যাচের শুরুর দিকেই গোল খেয়ে গিয়েছিল মহমেডান। তার পর আর লড়াই করেও ম্যাচে ফিরতে পারেনি তারা। শুরুতে তিন গোল হজম করে ফেললে ম্যাচে ফেরাটাও কঠিন হয়ে যায়। সেটাই হয়েছে মহমেডানের ক্ষেত্রে।
আরও পড়ুন: খেলল ইউনাইটেড, ম্যাজিক দেখালেন নওরেম, সোহেল, ২-০ জিতল মোহনবাগান
বিরতির আগেই তিন গোল হজম করে বসেছিল কলকাতার তৃতীয় প্রধান। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মুম্বই সিটি এফসি। এর ফল তারা ১২ মিনিট পৌঁছতে না পৌঁছতে হাতেনাতে পেয়েও যায়। ম্যাচের ১২ মিনিটে কর্নার থেকে গ্রিফিতের হেড ক্রসপিসে লেগে গোললাইন অতিক্রম করে বাউন্স খেয়ে বাইরে বেরিয়ে আসে। গোল নিয়ে দোলাচলে ছিলেন মহমেডান ফুটবলাররা। তবে রেফারির চোখ এড়ায়নি। তিনি গোল দেন। মুম্বই সিটি প্লেয়াররা সেলিব্রেশনও শুরু করে দেয়। রিপ্লেতে পরিস্থিতি আরও বেশি পরিষ্কার হয়।
ম্যাচের ২৪ মিনিটেই ২-০ করে ফেলে মুম্বই। নোগুয়েরার শট তালুবন্দি করতে পারেনি মহমেডান গোলকিপার বিয়াকা। তিনি বলটা কোনও মতে বাঁচান। তবে কিপারের বাঁচানো ফিরতি বল ধরেই গোল করেন পেরেরা ডিয়াজ। দ্বিতীয় গোল হজমের পর মহমেডান বোধহয় নিঃশ্বাস নেওয়ারও সময় পায়নি। ১১ মিনিটের মাথায় তৃতীয় গোল খেয়ে বসে তারা।
আরও পড়ুন: রক্ষণ আরও শক্তিশালী হল লাল-হলুদের, জর্ডন, পারদোর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল ইস্টবেঙ্গল
ম্যাচের ৩৫ মিনিটে ৩-০ করেন লালিনজুয়ালা ছাংতে। বিপিন সিংয়ের পাস থেকে নিখুঁত প্লেসমেন্ট ব্যবধান বাড়ান ছাংতে। জাতীয় দলের হয়ে অনবদ্য ছন্দে রয়েছেন এই তরুণ স্ট্রাইকার। ইন্টার কন্টিনেন্টাল কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপেও গোল করেছেন। ক্লাবের হয়েও তিনি যেন ফুল ফোটালেন।
মহমেডান ডিফেন্সকে চাপে ফেলে তাঁর গতি। সঙ্গে বিপিনের সিং। এই জুটির অনবদ্য বোঝাপড়া দেখা গেল। বল নিয়ে মহমেডান বক্সে বিপীন, তাঁর স্কোয়ার পাসে টোকা মেরে স্কোর লাইন ৩-০ করেন লালিনজুয়ালা ছাংতে।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমান সাদা-কালোর ডেভিড। মনে হয়েছিল, দ্বিতীয়ার্ধে হয়তো চমক দেবে মহমেডান। কিন্তু বিরতির পর কোনও গোল হয়নি। আপ্রাণ চেষ্টা করেও দ্বিতীয়ার্ধে আর গোলের গোলের মুখ খুবতে পারেনি সাদা-কালো ব্রিগেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।