বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ডুরান্ড খেলতে নেমেই ছন্দপতন, মুম্বইয়ের কাছে ১-৩ হেরে বসল মহমেডান

ডুরান্ড খেলতে নেমেই ছন্দপতন, মুম্বইয়ের কাছে ১-৩ হেরে বসল মহমেডান

মুম্বই সিটি এফসি-র কাছে হারল মহমেডান।

ম্যাচের শুরুর দিকেই গোল খেয়ে গিয়েছিল মহমেডান। তার পর আর লড়াই করেও ম্যাচে ফিরতে পারেনি তারা। শুরুতে তিন গোল হজম করে ফেললে ম্যাচে ফেরাটাও কঠিন হয়ে যায়। সেটাই হয়েছে মহমেডানের ক্ষেত্রে।

কলকাতা লিগে দুরন্ত ছন্দে থাকলেও, ডুরান্ড খেলতে নেমেই ছন্দপতন মহমেডানের। ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল সাদা-কালো ব্রিগেড। শক্তিশালী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ১-৩ গোলে হেরে বসে থাকল সাদা কালো ব্রিগেড।

তবে হারলেও, মহমেডান কিন্তু দুরন্ত লড়াই করেছে। তবে গোলটাই করে উঠে পারেনি। যার খেসারত ম্যাচ হেরে দিতে হয়েছে। শেষদিকে আপ্রাণ চেষ্টা করেও তারা ম্যাচে ফিরতে পারেনি। প্রসঙ্গত, ম্যাচের চারটি গোলই হয়েছে প্রথমার্ধে।

আসলে ম্যাচের শুরুর দিকেই গোল খেয়ে গিয়েছিল মহমেডান। তার পর আর লড়াই করেও ম্যাচে ফিরতে পারেনি তারা। শুরুতে তিন গোল হজম করে ফেললে ম্যাচে ফেরাটাও কঠিন হয়ে যায়। সেটাই হয়েছে মহমেডানের ক্ষেত্রে।

আরও পড়ুন: খেলল ইউনাইটেড, ম্যাজিক দেখালেন নওরেম, সোহেল, ২-০ জিতল মোহনবাগান

বিরতির আগেই তিন গোল হজম করে বসেছিল কলকাতার তৃতীয় প্রধান। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মুম্বই সিটি এফসি। এর ফল তারা ১২ মিনিট পৌঁছতে না পৌঁছতে হাতেনাতে পেয়েও যায়। ম্যাচের ১২ মিনিটে কর্নার থেকে গ্রিফিতের হেড ক্রসপিসে লেগে গোললাইন অতিক্রম করে বাউন্স খেয়ে বাইরে বেরিয়ে আসে। গোল নিয়ে দোলাচলে ছিলেন মহমেডান ফুটবলাররা। তবে রেফারির চোখ এড়ায়নি। তিনি গোল দেন। মুম্বই সিটি প্লেয়াররা সেলিব্রেশনও শুরু করে দেয়। রিপ্লেতে পরিস্থিতি আরও বেশি পরিষ্কার হয়।

ম্যাচের ২৪ মিনিটেই ২-০ করে ফেলে মুম্বই। নোগুয়েরার শট তালুবন্দি করতে পারেনি মহমেডান গোলকিপার বিয়াকা। তিনি বলটা কোনও মতে বাঁচান। তবে কিপারের বাঁচানো ফিরতি বল ধরেই গোল করেন পেরেরা ডিয়াজ। দ্বিতীয় গোল হজমের পর মহমেডান বোধহয় নিঃশ্বাস নেওয়ারও সময় পায়নি। ১১ মিনিটের মাথায় তৃতীয় গোল খেয়ে বসে তারা।

আরও পড়ুন: রক্ষণ আরও শক্তিশালী হল লাল-হলুদের, জর্ডন, পারদোর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল ইস্টবেঙ্গল

ম্যাচের ৩৫ মিনিটে ৩-০ করেন লালিনজুয়ালা ছাংতে। বিপিন সিংয়ের পাস থেকে নিখুঁত প্লেসমেন্ট ব্যবধান বাড়ান ছাংতে। জাতীয় দলের হয়ে অনবদ্য ছন্দে রয়েছেন এই তরুণ স্ট্রাইকার। ইন্টার কন্টিনেন্টাল কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপেও গোল করেছেন। ক্লাবের হয়েও তিনি যেন ফুল ফোটালেন।

মহমেডান ডিফেন্সকে চাপে ফেলে তাঁর গতি। সঙ্গে বিপিনের সিং। এই জুটির অনবদ্য বোঝাপড়া দেখা গেল। বল নিয়ে মহমেডান বক্সে বিপীন, তাঁর স্কোয়ার পাসে টোকা মেরে স্কোর লাইন ৩-০ করেন লালিনজুয়ালা ছাংতে।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমান সাদা-কালোর ডেভিড। মনে হয়েছিল, দ্বিতীয়ার্ধে হয়তো চমক দেবে মহমেডান। কিন্তু বিরতির পর কোনও গোল হয়নি। আপ্রাণ চেষ্টা করেও দ্বিতীয়ার্ধে আর গোলের গোলের মুখ খুবতে পারেনি সাদা-কালো ব্রিগেড।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হিডকোর জমিতে বেআইনিভাবে গজিয়ে উঠেছিল তৃণমূলের অফিস, ভেঙে ফেলতে বলল হাইকোর্ট টানা দশ বছর ধরে IPL-এ ব্যর্থ, হতাশাজনক পারফরমেন্সে রেকর্ড পঞ্জাব কিংসের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে বাড়ি আছে, ব্যাঙ্কে রয়েছে প্রচুর টাকা, কোটিপতি সৃজন! আর কী আছে বাম প্রার্থীর অক্ষয় তৃতীয়ায় ভক্তদের জন্য খুলে গেল কেদারনাথ, যমুনোত্রী! শুরু চারধাম যাত্রা নিজেকে সুস্থ রাখতে নুন খাওয়া পুরো বাদ দিয়েছেন? জানেন না কোন বিপদ ডেকে আনছেন GT-র বিরুদ্ধে মাঠে নামার আগে IPL 2023 Final-এর স্মৃতি ফেরালেন রবীন্দ্র জাদেজা মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে বোমাবাজি, এনআইএ’‌কে তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট গাড়ি-বাড়ি নেই, ব্যাঙ্কে মাত্র কয়েক হাজার টাকা, কত সম্পত্তি আছে BJP-র রেখার? '৫০% DA পাওয়া যাবে এক সপ্তাহে', বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা নয়া ছক!

Latest IPL News

টানা দশ বছর ধরে IPL-এ ব্যর্থ, হতাশাজনক পারফরমেন্সে রেকর্ড পঞ্জাব কিংসের GT-র বিরুদ্ধে মাঠে নামার আগে IPL 2023 Final-এর স্মৃতি ফেরালেন রবীন্দ্র জাদেজা আমি জানি আমায় আরও রিস্ক নিতে হবে- স্পিনারদের বিরুদ্ধে কোহলির নতুন কৌশলটা কী? সানরাইজার্সের সঙ্গে সম্পর্ক ভালো নয়, তবু পুরোনো দলকে প্লে অফের দৌড়ে রাখছেন লারা বেশি চাপ দিলে ধোনি টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে… হঠাৎ কেন একথা বললেন ফ্লেমিং? পরের IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI, ইঙ্গিত জয় শাহর IPL 2024-বাবা বারণ করেছেন! তাই উইকেট নিয়ে উচ্ছাস দেখান না, রহস্য ফাঁস নারিনের IPL 2024- ‘বিরাট মাঠে নামলেই সবাইকে দেখিয়ে দেবে,ও ঠিক কি’! হঠাৎ কেন বললেন শামি ধোনির স্তুতি! মাহির জন্য কবিতা লিখে গান গাইলেন Gangs of Wasseypur-এর এই অভিনেতা ‘ক্রিকেটারদেরও মান সম্মান আছে’, রাহুলের পাশে দাঁড়িয়ে গোয়েঙ্কাকে এক হাত শামির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.