সাহাল ও ছাংতের গোলে মঙ্গোলিয়ার বিরুদ্ধে সহজ জয় পেয়েছিল ভারত। এবার ইন্টারকন্টিনেন্টাল কাপের দ্বিতীয় ম্য়াচে ভারতের সামনে ছিল নিতান্ত অপিরিচিত প্রতিপক্ষ ভানুয়াটু। অচেনা দলের বিরুদ্ধে মাঠে নেমেও জয় তুলে নিতে অসুবিধা হয়নি ব্লু টাইগার্সদের।
সোমবার ইন্টারকন্টিনেন্টাল কাপ ফুটবলে ভানুয়াটুকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা নিশ্চিত করে ভারত। এক ম্যাচ বাকি থাকতেই ভারতীয় দলকে খেতাবি লড়াইয়ের টিকিট এনে দেন ক্যাপ্টেন সুনীল ছেত্রী। দ্বিতীয়ার্ধে দলের হয়ে জয়সূচক গোলটি করেন ছেত্রীই।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধেও ৩৫ মিনিটের খেলা অতিক্রান্ত হয় গোলশূন্যভাবেই। ৮০ মিনিট পর্যন্ত ভানুয়াটুর জালে বল জড়াতে না পারায় নিশ্চিতভাবেই দুশ্চিন্তায় পড়ে যায় ভারতীয় শিবির। তবে তার পরেই দলের পরিত্রাতা হয়ে দেখা দেন সুনীল। ৮১ মিনিটের মাথায় তিনি গোল করে সমর্থকদের যাবতীয় দুশ্চিন্তা দূর করেন। আন্তর্জাতিক ফুটবলে এটি ছেত্রীর ৮৬তম গোল।
ম্যাচের বাকি সময়ে কোনও দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে ওঠা নিশ্চিত করে ভারত। আগামী ১৫ জুন (বৃহস্পতিবার) লেবাননের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে ভারত। ছেত্রীদের কাছে সেটি ফাইনালের স্টেজ রিহার্সাল হিসেবে বিবেচিত হতে পারে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে পারে লেবানন অথবা মঙ্গোলিয়া।
ইন্টারকন্টিনেন্টাল কাপের পয়েন্ট টেবিল:-
১. ভারত: ২ ম্যাচে ৬ পয়েন্ট
২. লেবানন: ২ ম্যাচে ৪ পয়েন্ট
৩. মঙ্গোলিয়া: ২ ম্যাচে ১ পয়েন্ট
৪. ভানুয়াটু: ২ ম্যাচে ০ পয়েন্ট
ইন্টারকন্টিনেন্টাল কাপের শেষ রাউন্ড ও ফাইনালের সূচি:-
১৫ জুন: ভানুয়াটু বনাম মঙ্গোলিয়া
১৫ জুন: ভারত বনাম লেবানন
১৮ জুন: ফাইনাল (ভারত বনাম লিগ টেবিলের দ্বিতীয় দল)
আরও পড়ুন:- County Championship: বেন ফোকসকে ফিরিয়ে কাউন্টিতে উইকেট নেওয়া শুরু আর্শদীপের- ভিডিয়ো
সব থেকে বেশি আন্তর্জাতিক গোল করা ৫ ফুটবলার:-
১. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল): ১২২টি
২. আলি দাই (ইরান): ১০৯টি
৩. লিওনেল মেসি (আর্জেন্তিনা): ১০২টি
৪. মোখতার দাহারি (মালয়েশিয়া): ৮৯টি
৫. সুনীল ছেত্রী (ভারত): ৮৬টি
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভানুয়াটুর বিরুদ্ধে গোল করে সুনীল ছেত্রীর সেলিব্রেশন মন জিতে নেয় ফুটবলপ্রেমীদের। গোল করার পরেই অনুরাগীদের খুশির খবর দেন তিনি। গোলের পরে জার্সির ভিতরে বল ঢুকিয়ে গ্যালারিতে উপস্থিত সন্তানসম্ভবা স্ত্রীর উদ্দেশ্য চুমু ছুঁড়ে দেন সুনীল। বুঝিয়ে দেন, বাবা হতে চলেছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।