বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > অবশেষে এশিয়ান গেমসে খেলতে পারবে ভারতীয় ফুটবল দল, অংশগ্রহণের নিয়ম শিথিল করল সরকার

অবশেষে এশিয়ান গেমসে খেলতে পারবে ভারতীয় ফুটবল দল, অংশগ্রহণের নিয়ম শিথিল করল সরকার

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের বড় ঘোষণা (ছবি-টুইটার)

অবশেষে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। অংশগ্রহণের নিয়ম শিথিল করল সরকার এবং শেষ পর্যন্ত ফুটবলের জন্য এশিয়ান গেমসের দরজা খুলে দিল তারা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এই খবর জানিয়েছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুটবল ভক্তদের এই খবর দিয়েছেন।

অবশেষে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। শেষ পর্যন্ত ফুটবলের জন্য এশিয়ান গেমসের দরজা খুলে দিল তারা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এই খবর জানিয়েছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে বলেছেন যে ‘ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! আমাদের জাতীয় ফুটবল দল, পুরুষ ও মহিলা উভয়ই আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক উভয় দলের অংশগ্রহণের সুবিধার্থে নিয়মগুলি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে, যেগুলি বিদ্যমান মানদণ্ড অনুসারে যোগ্যতা অর্জন করেনি। সাম্প্রতিক সময়ে তাদের সর্বশেষ পারফরম্যান্সের কথা মাথায় রেখে, মন্ত্রণালয় শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। আমি নিশ্চিত তারা এশিয়ান গেমসে তাদের সেরা পারফরমেন্স করবে এবং আমাদের দেশকে গর্বিত করবে।’

এর আগে নিয়মের জাঁতা কলে পড়ে ভারতীয় ফুটবলের জন্য এশিয়ান গেমসের যাত্রা আটকে গিয়েছিল। বলা হয়েছিল যেই খেলায় ভারতের র‍্যাঙ্কিং এশিয়ার দেশ গুলোর তুলনায় ভালো, সেই সব খেলাকেই এশিয়াডে পাঠানো হবে। এই নিয়মের কারণেই এবারের এশিয়ান গেমস খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল ভারতের। তবে এরপরে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন ভারতের ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। তিনি জানান দল দারুণ ফর্মে রয়েছে এখন ভারতীয় দলকে সুযোগ দেওয়া যেতে পারে। তারা নিশ্চিত ভালো ফল করবে। শেষ পর্যন্ত লড়াই শুরু হয় ভারতীয় ফুটবল মহলের।

তবে এরপরে আইওএ-র তরফে বলা হয় যে তারা ভারতের ফুটবল দলকে কোনও ভাবেই এশিয়াডে পাঠাতে পারবে না। কারণ এতে তাদের নিয়ম বদলাতে হবে। তবে এরপরেও হাল ছাড়েনি ভারতীয় ফুটবল মহলের কর্তারা। তারা ভারতীয় ফুটবল দলের বর্তমান রেজাল্টের কথা দেশের ক্রীড়ামন্ত্রকের কাছে তুলে ধরেন। ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া এরপরে ফিফার র‍্যাঙ্কিং-এ উন্নতি করা সবকিছুকেই তারা সামনে আনেন। কিছুদিন আগেই সুনীল ছেত্রীও বলেন যে যদি আমরা সুযোগ পাই তাহলে নিশ্চিত চিনেতে ভালো ফল করব এবং দেশের মাথা উঁচু করব।

এই সব দেখে নিজেদের নিয়ম শিথিল করে দেশের ক্রীড়ামন্ত্রক। শেষ পর্যন্ত তারা ঠিক করেছে যে ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দলকে এশিয়াডে পাঠাবে। এই খবরে ভারতীয় ফুটবল ভক্তদের মনে খুশির জোয়ার এসেছে সঙ্গে দেশের ফুটবলারদের মনে কিছু করে দেখানোর লড়াই। সকলেই বলছেন, তাহলে প্রধানমন্ত্রীকে লেখা ইগর স্টিমাচের সেই পোস্ট অবশেষে কাজে এসেছে। শেষ পর্যন্ত এশিয়াডে ভারতীয় ফুটবলকেও দেখা যাবে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার Salman Khan: চোখের জলে বাবা সিদ্দিকিকে বিদায় সলমনের! নিলেন বড় সিদ্ধান্ত ৯৯৯ কোটি টাকা জমা পড়ল অ্যাকাউন্টে, গ্রাহক ব্যাঙ্ককে জানাতেই হল এক কাণ্ড! বিকিনিতে শুভেন্দুর নাতনি! বালির সমুদ্র সৈকতে শরীরে উন্মুক্ত শরীরে ছ্যাঁকা দিলেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.