ফের এক টুর্নামেন্ট, ফের নকআউট পর্বে এক হতাশাজনক পারফরম্যান্সে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হল বেলজিয়াম দলকে। ইতালির বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত হয়েই এবারের ইউরো যাত্রা শেষ হল রেড ডেভিলসদের।
সাম্প্রতিক সময়ে বেলজিয়ামের ‘স্বর্ণযুগ’ যে কোন টুর্নামেন্টেই ফেভারিটদের তকমা নিয়েই শুরু করে। তবে বারংবার নকআউট পর্বে খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের। এবারও চিত্রটা একই থাকল কেভিন ডি'ব্রুইন, রোমেলু লুকাকুদের জন্য। আজুরিদের কাছে পরাজিত হয়ে আবারও হতাশ করল তারকাখচিত ফিফা তালিকায় এক নম্বর দল বেলজিয়াম। ম্যাচ হারের কারণ খুঁজতে গিয়ে বেলজিয়ান তথা রিয়াল মাদ্রিদ তারকা গোলরক্ষক থিবো কর্টোয়া দলের সুযোগ নষ্টের দিকেই ইঙ্গিত করছেন।
পরাজয়ের পর কর্টোয়া বিবিসিকে সাক্ষাৎকারে জানান, ‘এটা খুবই হতাশাজনক, তবে আমরা সবসময়ই জানতাম লড়াইটা কঠিন হতে চলেছে। আমরা বেশ কয়েকটা সুযোগ পেয়েছিলাম, তবে ওদের গোলরক্ষক একটা দুর্দান্ত সেভ করে। আমরা খুব সহজেই ওদের প্রথম গোলটা করার সুযোগ করে দিই। ম্যাচের ফলাফল দুদিকেই যেতে পারত, তবে যোগ্য দল হিসাবেই ইতালি ম্যাচ জেতে।’
আর মাত্র বছরখানেকের মধ্যেই শুরু হতে চলেছে বিশ্বকাপ। তুখর দল নিয়েও বারবার নক আউটের বাধায় আটকে পড়া বেলজিয়ামকে নিজেদের দল এবং ম্যানেজমেন্ট নিয়ে ভাবনাচিন্তা করার এটাই হয়তো সেরা সুযোগ। দলের ‘স্বর্ণযুগ’র একাধিক তারকা নিজেদের কেরিয়ারের সায়াহ্নে চলে এসেছে। এমন সময় বিশ্বকাপই হয়তো তাঁদের একত্রে খেতাব জেতার শেষ সুযোগ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।