বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EURO 2020: পরাজয় সত্ত্বেও দল নির্বাচনে গলদ মানতে নারাজ স্প্যানিশ কোচ লুইস এনরিকে

EURO 2020: পরাজয় সত্ত্বেও দল নির্বাচনে গলদ মানতে নারাজ স্প্যানিশ কোচ লুইস এনরিকে

লুইস এনরিকে। ছবি- রয়টার্স। (Pool via REUTERS)

বিতর্কিতভাবে স্প্যানিশ দলে অধিনায়ক সার্জিও রামোসসহ কোন রিয়াল মাদ্রিদ ফুটবলারের জায়গা হয়নি। 

ইউরো শুরুর আগে স্প্যানিশ দল নির্বাচন নিয়ে প্রচুর তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। বিশেষত অধিনায়ক সার্জিও রামোসকে দল থেকে বাদ দেওয়ায় শোরগোল পড়ে যায় ফুটবলবিশ্বে। অবশেষে ইতালির বিরুদ্ধে পরাজয়ে সমাপ্ত হল স্প্যানিশ দলের এবারের ইউরো সফর। তবে নিজের দল নির্বাচনে কোন গলদ ছিল, মানতে নারাজ স্প্যানিশ কোচ লুইস এনরিকে।

তাঁর দল নির্বাচন করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা যেসব ফুটবলাররা দলে সুযোগ পাননি, তাঁদের উপস্থিতিতে আরও ভাল করতাম না খারাপ করতাম তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। যেসব ফুটবলাররা নিজেদের সেরা ফর্মে আছে, তাঁরাই আমার দলে সবসময় জায়গা পাবে। আমি বরাবরই প্রতিযোগিতা পছন্দ করি। বিশ্বকাপেও আমি এই দলের (ইউরো দল) মতোই একটি মজবুত দল নিয়ে মাঠে নামব। তবে ভবিষ্যতের কথা কেই বা বলতে পারে।’

পাশাপাশি ইতালিয়ান দলকেও ফাইনালে জায়গা পাকা করে নেওয়ার জন্য শুভেচ্ছা জানাতে ভোলেননি স্প্যানিশ কোচ। তিনি জানান, ‘পেশাদার খেলা সবসময় আমাদের জয় এবং পরাজয়, উভয়ই কীভাবে মেনে নিতে হয় তা শেখায়। সেই কারণেই আমি ইতালি দলকে শুভেচ্ছা জানাতে চাই। তবে আমরা বাড়ি ফিরলেও এই জ্ঞানের সঙ্গেই ফিরব, যে গোটা টুর্নামেন্টে আমরা অন্যতম সেরা দল ছিলাম।’

বন্ধ করুন