বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EURO 2020: মুহূর্তে হতাশা বদলে গেল উচ্ছ্বাসে, সেকেন্ডের ব্যাবধানে সুইস সমর্থকের দুই ভিন্ন প্রতিক্রিয়ার ভিডিও ভাইরাল

EURO 2020: মুহূর্তে হতাশা বদলে গেল উচ্ছ্বাসে, সেকেন্ডের ব্যাবধানে সুইস সমর্থকের দুই ভিন্ন প্রতিক্রিয়ার ভিডিও ভাইরাল

কয়েক সেকেন্ডের ব্যবধানেই দুই সম্পূর্ণ ভিম্ন ছবি। ছবি- টুইটার।

পেনাল্টিতে ফ্রান্সকে পরাস্ত করে সুইজারল্যান্ড।

স্বপ্নের রাতে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ছিটকে দিয়ে ইউরোর শেষ আটে জায়গা পাকা করে নিয়েছে সুইজারল্য়ান্ড। দুরন্ত জয়ে ৬৭ বছর পর প্রথমবার কোন বড় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছল সুইসরা। স্রেফ একটা ছবি দিয়েও চড়াই উতরাই ভরা এই ম্যাচের কাহিনী ব্যাখা করা যায়।  

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে পৌঁছেও এমবাপেদের থেকে পিছিয়ে ছিল সুইজারল্যান্ড। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তের গোলে সমতা ফেরান জাকারা। এরপর পেনাল্টিতে এমবাপের মিসে ম্যাচ জিতে নেয় সুইজারল্যান্ড। 

ম্যাচের ৯০ মিনিটের মাথায় এক সমর্থককে পরাজয়ের গ্লানিতে কাঁদতে দেখা যায়। তবে মাত্র ৯০ সেকেন্ডের ব্যবধানে মারিও গাভরানোভিচ ম্যাচে সমতা ফেরানোয় সেই সমর্থককেই উচ্ছ্বাসের জোয়ারে ভাসতে দেখা যায়। তার সেই ভিডিয়ো মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ফুটবল যে কত বড় অনিশ্চতার খেলা, তার এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারেনা।

সুইস ফুটবলারদের মতো সেই দর্শকসহ মাঠে উপস্থিত সকলেরই মনেও নিশ্চয় দীর্ঘ সময়ের জন্য জায়গা করে নিয়েছে এই অবিশ্বাস্য ম্যাচ। তাঁদের অবিশ্বাস্য দৌড় বজায় রাখতে ছন্দে ফেরা স্পেনের বিরুদ্ধে সেন্ট পিটার্সবার্গে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে সুইজারল্যান্ড।

বন্ধ করুন
Live Score