বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > MB vs EB Durand Derby: ডুরান্ডের ডার্বির 'জোশ' বাড়াচ্ছেন ভিকি কৌশল! অরিজিতের সঙ্গে করবেন পারফর্ম

MB vs EB Durand Derby: ডুরান্ডের ডার্বির 'জোশ' বাড়াচ্ছেন ভিকি কৌশল! অরিজিতের সঙ্গে করবেন পারফর্ম

ডুরান্ড কাপের মোহন-ইস্ট লড়াই দেখতে কলকাতায় হাজির অভিনেতা ভিকি কৌশল। ছবি- টুইটার

ডুরান্ড ডার্বি দেখতে কলকাতায় হাজির ভিকি কৌশল। অরিজিৎ সিংয়ের সঙ্গে পারফর্ম করতেও দেখা যেতে পারে তাঁকে।

আজ ডুরান্ডের মেগা ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম ডার্বি জিততে মরিয়া দুই দল। আর বড় ম্যাচকে ঘিরে গোটা শহর জুড়ে উন্মাদনা দেখা দিয়েছে। টিকিটের হাহাকার। ময়দান জুড়ে সমর্থকদের মুখ থেকে একটাই কথা শোনা যাচ্ছে, 'একটা টিকিট হবে?' আর এর থেকেই স্পষ্ট হয়েছে এই বড় ম্যাচের টিকিটের চাহিদা ঠিক কতটা রয়েছে।

সেই সঙ্গে এই ম্যাচের আগেই উত্তাপ আরও বেড়ে গিয়েছে অরিজৎ সিংয়ের উপস্থিতি। ডুরান্ড কমিটি সূত্রে খবর মোহন-ইস্ট লড়াই দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির থাকবেন অরিজিৎ সিং। যদিও এটা একেবারেই জল্পনার মধ্যেই রয়েছে। প্রসঙ্গত, এবারের ডুরান্ড কাপের থিম সং গেয়েছেন অরিজিৎ সিং। ঠিক সেই কারণে তাঁকে বড় ম্যাচে নিয়ে আসা হচ্ছে। ডুরান্ডের থিম সংয়ে পারফরম্যান্স করার মতো বড় মঞ্চ এই কলকাতা ডার্বি। এর থেকে বড় মঞ্চ আর কিছু হতে পারে না। তাই সেনা কর্তারা এই ডার্বিকেই বেঁছে নিয়েছেন দর্শকদের বাম্পার প্রাইজ দিতে।

অরিজিৎ সিংয়ের জল্পনার মধ্যেই শনিবার সকালে কলকাতায় উপস্থিত হয়েছেন অভিনেতা ভিকি কৌশল। শনিবার বিকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে যাবেন তিনি ডুরান্ডের ম্যাচ দেখতে। ফলে যারা টিকিট পেয়েছেন তারা যে বেশ আনন্দিত, তা বলার অপেক্ষা রাখে না। যদিও সমর্থকরা চাইবেন, এই ম্যাচে যেন নিজের দল জেতে।

পাশাপাশি সূত্র মারফত এও জানা যাচ্ছে, ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গিয়েছেন অরিজিৎ সিং। তিনিও মাঠে যাবেন। তবে ম্যাচের আগে, অথবা পরে ডুরান্ডের থিম সং গাইবেন তিনি। এও শোনা যাচ্ছে প্রথমার্ধের শেষের পর বিরতিতে এই অনুষ্ঠানটি হতে পারে। সেই সঙ্গে ভিকি কৌশলকেও দেখা যাবে। আর এই দুই তারকার উপস্থিতিতে যেমন উন্মাদনা আরও বহুগুনে বেড়ে গিয়েছে। ঠিক তেমনই নিরাপত্তার দিকটাও খতিয়ে দেছে সেনা এবং বিধান নগর পুলিশ কমিশনারেট।

ইতিমধ্যেই বিধান নগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছে কখন স্টেডিয়ামের গেট খুলবে এবং কোন দলের সমর্থকরা কোন গেট দিয়ে প্রবেশ করবেন। কিন্তু তারপরও ঝামেলা রুখতে প্রস্তুত প্রশাসন। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকছে সেনা। ফলে ডুরান্ড ডার্বিতে কোনও রকম যাতে বিশৃঙ্খলা যাতে না হয়, তার জন্য প্রস্তুত সেনা এবং রাজ্য পুলিশ।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

স্পিনারদের বিরুদ্ধে পরিসংখ্যান খারাপ বিরাটের! ঘুরে দাঁড়াতে মরিয়া চিন্নাস্বামীতে মিলছে না চিকিৎসা পরিষেবা, উত্তরবঙ্গ মেডিক্যালে ভাঙচুর, বিক্ষোভ রোগীর পরিবারের অধীরে আস্থা, ঝাড়খণ্ডে নির্বাচনের আগে প্রাক্তন সাংসদকে বড় দায়িত্ব দিল কংগ্রেস সরল লৌহ কপাট, রানি রাসমণি অ্যাভিনিউয়ে শুরু দ্রোহের কার্নিভাল বিচার ছাড়াই উগান্ডার জেলে ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতির মেয়ে, ষড়যন্ত্রের অভিযোগ চিকিৎসকদের সুরক্ষায় ন্যাশানাল টাস্ক ফোর্স, কাজে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট ভারত সফরে চূড়ান্ত ব্যর্থ, চাকরি হারালেন বাংলাদেশের কোচ হাথুরু! দায়িত্বে সিমন্স ৬ বছর পর অক্ষয় কুমারের ‘নন্দু নো স্মোকিং’ বিজ্ঞাপন সরিয়ে নিল সিবিএফসি! 'সেই একঘেয়ে পুরনো কথা'! খলিস্তান ইস্যুতে ট্রুডোর মন্তব্যকে তুলোধনা ভারতের পুজোয় বাংলা ছবির কাছে গো-হারা হেরেছে বলিউড, কী বলছে বক্স অফিস রিপোর্ট?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.