শনিবার মহিলাদের বিগ ব্যাশ লিগের পরে অ্যাডিলেড স্ট্রাইকার খেলোয়াড়দের আনন্দের দৃশ্যটা দেখল গোটা ক্রিকেট বিশ্ব। সাতবারে সাফল্য না পেলেও, টুর্নামেন্টের অষ্টমবারে সাফল্য পেল অ্যাডিলেড স্ট্রাইকার। এদিন সিডনি সিক্সারকে ১০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল তারা। এদিন টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার।
আরও পড়ুন… মানসিকভাবে শক্তিশালী হতে হবে- পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে ভারত বিশ্বাস শ্রেয়সের
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৪৭ রান তুলেছিল স্ট্রাইকাররা। এদিন অ্যাডিলেডের হয়ে ৩৭ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন ডটিন। এছাড়াও ২১ বলে ২৪ রানের ইনিংস খেলেন অ্যাডিলেড স্ট্রাইকারদের ক্যাপ্টেন তাহলিয়া ম্যাকগ্রাথ। ওপেন করতে নেমে ক্যাটি ম্যাক করেছিলেন ২৬ বলে ৩১ রান। উলভার্ডট ১৬ বলে ১৫ রান করেছিলেন। এছাড়া ব্রিজ প্যাটারসন ৯ বলে সাত রান করেন। শূন্য রানে আউট হয়েছিলেন ম্যাডলিন পেন্না। শেষ পর্যন্ত ডটিনের সঙ্গে অপরাজিত থাকেন ম্যাকফারলিন। এদিন ম্যাকফারলিন করেন ৯ বলে আট রান।
আরও পড়ুন… ICC T20 WC 2022 হারের পর BCCI-এর আর একটি বড় পদক্ষেপ! ছেঁটে ফেলা হল এই কোচকে
এদিন সিডনি সিক্সার-এর হয়ে চার ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন এক্লেস্টন। একটি করে উইকেট নিয়েছিলেন লৌরেনা, বোলটন ও ক্যাটে পিটারসন। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান তুলে দশ উইকেট হারিয়েছিল সিডনি সিক্সার। মেইল্টন ব্রাউন ১৭ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। সুজি বেটস ওপেন করতে নেমে ১৭ বলে ১০ রান করেছিলেন। তবে এদিন ফ্লপ করেন অ্যালিসা। এলিসে পেরি ৩২ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। তবে তারপরে গার্ডনার শূন্য ও বার্ণস ১ রান করে সাজঘরে ফিরে যান। নিকোল ব্লোটন ২৭ বলে ৩২ রান করার পাশাপাশি সোফিয়া ৮ বলে ১৫ রান করেন। এরপরে মেইলটন ব্রাউন ১৭ বলে ৩৪ রান করেন। কেট পিটারসেন চার বলে ৫ রান, অ্যাঞ্জেলিনা ১ রান করে আউট হন। লৌরেনা ১ রান করে অপরাজিত থাকেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।