বাংলা নিউজ > ময়দান > ফের করানোর ধাক্কা, প্রয়াত হলেন প্রাক্তন জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন

ফের করানোর ধাক্কা, প্রয়াত হলেন প্রাক্তন জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন

প্রয়াত ভি চন্দ্রশেখর।

ভেনুগোপাল চন্দ্রশেখর মোট তিন বার জাতীয় টেবল টেনিস চ্যাম্পিয়ন হয়েছেন। অর্জুন পুরস্কার পেয়েছেন। চেন্নাইয়ের এই প্লেয়ার ১৯৮২ কমনওয়েলথ গেমসের সেমিফাইনালেও উঠেছিলেন।

আরও একজন তারকাকে কেড়ে নিল করোনা। বুধবার চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা গেলেন প্রাক্তন জাতীয় টেবল টেনিস চ্যাম্পিয়ন ভেনুগোপাল চন্দ্রশেখর। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

৬৪ বছরের এই তারকা টেবল টেনিস প্লেয়ার মোট তিন বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। অর্জুন পুরস্কার পেয়েছেন। চেন্নাইয়ের এই প্লেয়ার ১৯৮২ কমনওয়েলথ গেমসের সেমিফাইনালেও উঠেছিলেন। প্লেয়ার হিসেবে শুধু নন, একজন কোচ হিসেবেও তাঁর সাফল্য নেহাৎ কম ছিল না।

তবে তাঁর জীবন যুদ্ধটা কিন্তু সহজ ছিল না। খুব অল্প বয়সে হাঁটুর সমস্যা হওয়ায় অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছিলেন চন্দ্রশেখর। সেটা ১৯৮৪ সাল। সেই অস্ত্রোপচারের পর তিনি দৃষ্টশক্তি হারিয়ে ফেলেন। কথাও বলতে পারতে না। এমন কী হাঁটাচলাও বন্ধ হয়ে গিয়েছিল। 

সেই জায়গা থেকে লড়াই করে তিনি ঘুরে দাঁড়ান। তবে এই ঘটনার জন্য বরাবরই তিনি চিকিৎসকদের দিকে আঙুল তুলেছিলেন। চিকিৎসকদের ভুলের জন্যই তাঁর করুণ পরিণতি হয়েছে বলে মনে করতেন চন্দ্রশেখর। এমনকী তিনি হাসপাতালের বিরুদ্ধে এই নিয়ে মামলাও করেছিলেন। সেই লড়াইয়েও জেতেন অর্জুনজয়ী তারকা প্লেয়ার।

তবে এর পর প্লেয়ার হিসেবে আর টেবল টেনিস বোর্ডে তিনি ফিরতে পারেননি। কিন্তু কোচ হিসেবে নতুন ভাবে যাত্রা শুরু করেন ভেনুগোপাল চন্দ্রশেখর। বর্তমান তারকা টেবল টেনিস প্লেয়ার জি সাথিয়ান তাঁরই ছাত্র। তাঁর মৃত্যুতে টেবল টেনিস মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন