বাংলা নিউজ > ময়দান > স্মৃতি মন্ধনার হাতে কি উঠবে ICC-র বছরের সেরা T20 ক্রিকেটারের পুরস্কার? কারা রয়েছেন লড়াইয়ে?

স্মৃতি মন্ধনার হাতে কি উঠবে ICC-র বছরের সেরা T20 ক্রিকেটারের পুরস্কার? কারা রয়েছেন লড়াইয়ে?

২০২১ সালের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে বছরের সেরা মহিলা T20I ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত চারজন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করল আইসিসি। খেতাবের দৌড়ে রয়েছেন একজন ভারতীয় ক্রিকেটার। দেখুন কারা লড়াই চালাবেন পুরস্কারের জন্য।