শুভব্রত মুখার্জি: বরাবরের অ্যাটাকিং ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। তার অ্যাটাকিং ক্রিকেটের জন্য ভক্তরা তাকে আদর করে ডাকেন 'ম্যাড ম্যাক্স' বলে। আইপিএল-সহ বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে তিনি জনপ্রিয় তার মারকাটারি স্টাইলের ব্যাটিংয়ের জন্য। সেই তিনিই রবিবাসরীয় দুপুর মাতিয়ে দিলেন মারকাটারি ব্যাটিংয়ে। পাশাপাশি টাউন্সভিলে জিম্বাবোয়ের বিরুদ্ধে তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভর করে গড়ে ফেললেন নয়া নজির। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটের নজির গড়লেন তিনি। বলা ভালো অন্ততপক্ষে ৩০ রানের ইনিংস খেলা অজি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ স্ট্রাইক রেটের নজির গড়লেন তিনি।
আরও পড়ুন: অলিম্পিক্স সোনা, ওয়ার্ল্ড ট্যুরের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপ, একইসঙ্গে ৩ খেতাব অ্যাক্সেলসেনের
কাকাতলীয়ভাবে এই নজির গড়ার ক্ষেত্রে গ্লেন ম্যাক্সওয়েল নিজের রেকর্ড নিজেই ভেঙে দিলেন। ২০১৯ সালে এই নজির গড়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেদিন তার স্ট্রাইক রেট ছিল ৩২০। আর আজ তিনি খেললেন ৩৫৫.৫৫ স্ট্রাইক রেটে। কাকতালীয়ভাবে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটে এই রেকর্ড রয়েছে অ্যাশলে গার্ডনারের। আর তিনিও গ্লেন ম্যাক্সওয়েলের মতো নিজের রেকর্ড নিজে ভেঙেছেন। সবথেকে বড় কথা দুজনেই তাদের ২০১৯ সালের রেকর্ড ভেঙেছেন ২০২২ সালে।
এদিন জিম্বাবোয়ে প্রথমে ব্যাট করে ২০০ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে ওয়েসলি সর্বোচ্চ ৭২ রান করেন। মারুমানি করেন ৪৫ রান। অ্যাডাম জাম্পা নেন পাঁচটি উইকেট। রান তাড়া করতে নেমে মাত্র ৩৩.৩ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। ডেভিড ওয়ার্নার ৫৭ এবং স্টিভ স্মিথ ৪৮ রান করেন। পরের দিকে নেমে মাত্র ৯ বলে ৩২ রান করে অপরাজিত থেকে যান গ্লেন ম্যাক্সওয়েল। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তার ইনিংস সাজানো ছিল তিনটি বিরাট বিরাট ছয় এবং তিনটি চারে।