বাংলা নিউজ > ময়দান > জন্মদিনের পার্টিতে পা ভাঙল ম্যাক্সওয়েলের, ছিটকে গেলেন ইংল্যান্ড সিরিজ থেকে

জন্মদিনের পার্টিতে পা ভাঙল ম্যাক্সওয়েলের, ছিটকে গেলেন ইংল্যান্ড সিরিজ থেকে

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি- এএফপি (AFP)

ভাঙা পায়ে তড়িঘড়ি অস্ত্রোপচার করা হয়েছে। বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন অজি অল-রাউন্ডার।

জন্মদিনের পার্টিতে হুল্লোড়ের সময় উটকো দুর্ঘটনায় পা ভাঙল গ্লেন ম্যাক্সওয়েলের। ফলে তড়িঘড়ি ভাঙা পায়ে অস্ত্রোপচার করাতে হয় অজি তারকাকে। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিকটে গেলেন তারকা অল-রাউন্ডার। শুধু ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ থেকেই নয়, বরং বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন তিনি।

শনিবার মেলবোর্ন স্টার্সের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ম্যাক্সওয়েল। পরে সন্ধ্যায় তিনি এক বন্ধুর জন্মদিনের পার্টিতে হাজির হন। সেখানেই বন্ধুর সঙ্গে দৌড়তে গিয়ে পা পিছলে পড়ে যান গ্লেন। তাঁর বন্ধুও পড়ে যান ম্যাক্সওয়েলের সঙ্গে। বন্ধুর পায়ের চাপেই ম্যাক্সওয়েলের বাঁ-পায়ের হাড় ভাঙে।

রবিবার ম্যাক্সওয়েলের ভাঙা পায়ে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে। তবে বেশ কিছুদিন রিহ্যাবে থাকতে হবে তারকা ক্রিকেটারকে। আশঙ্কা করা হচ্ছে অন্তত ৮ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে ম্যাক্সওয়েলের সুস্থ হয়ে উঠতে।

আরও পড়ুন:- Vijay Hazare Trophy: ডাহা ফেল কোহলি, ২ রানে ৪ উইকেট প্রদীপ্তর, ৫০ ওভারের ম্যাচ ৩৮ বলেই জিতে গেল বাংলা

আগামী সপ্তাহেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে মাঠে নামবে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই সেই সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন ম্যাক্সওয়েল। পা ভেঙে ছিটকে যাওয়ায় ম্যাক্সওয়েলের বদলে অজি নির্বাচকরা দলে ঢুকিয়ে দেন সিয়ান অ্যাবটকে।

আরও পড়ুন:- U19 World Cup 2024: ভারতে নয়, প্রতিবেশী দেশে আয়োজিত হবে পরবর্তী যুব বিশ্বকাপ

রবিবার মেলবোর্ন স্টার্সের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়, যেখানে হাসপাতালের বেডে শুয়ে ম্যাক্সওয়েলকে মেয়েদের বিগ ব্যাশ লিগের ম্যাচ দেখতে দেখা যাচ্ছে।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের সূচি:-
১. প্রথম ওয়ান ডে: ১৭ নভেম্বর (অ্যাডিলেড ওভাল)।
২. দ্বিতীয় ওয়ান ডে: ১৯ নভেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)।
৩. তৃতীয় ওয়ান ডে: ২২ নভেম্বর (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)।

বন্ধ করুন