কোথায় অনুষ্ঠিত হবে পরবর্তী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, জানিয়ে দিল আইসিসি। রবিবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে ঘোষণা করা হয়, ২০২৭ সাল পর্যন্ত কোন কোন দেশে বসবে যুব বিশ্বকাপের আসর।
২০২৪ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজিত হবে শ্রীলঙ্কায়। পরবর্তী সময়ে জিম্বাবোয়ের সঙ্গে যৌথভাবে নমিবিয়া, মালয়েশিয়ার সঙ্গে যুগ্মভাবে থাইল্যান্ড এবং বাংলাদেশের সঙ্গে যৌথভাবে নেপাল আয়োজন করবে ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
২০২৫ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের আসর বসবে মালয়েশিয়া ও থাইল্যান্ডে। ২০২৬ সালে ছেলেদের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসবে জিম্বাবোয়ে ও নমিবিয়ায়। ২০২৭ সালে যুগ্মভাবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল।
আরও পড়ুন:- PAK vs ENG Final: পাকিস্তানকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন, ৯২-এর বদলা নিল ইংল্যান্ড
উল্লেখ্য, শেষবার ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজিত হয় ওয়েস্ট ইন্ডিজে। চলতি বছরের শুরুতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ট্রফি নিয়ে দেশে ফেরে ভারতের যুব দল।
আইসিসির তরফে এও নির্ধারণ করা হয়েছে যে, ২০২৪ সালের মেয়েদের টি-২০ ও ২০২৭ সালে ছেলেদের ওয়ান ডে বিশ্বকাপে কীভাবে যোগ্যতা অর্জন করবে দলগুলি। ২০২৪ সালের মেয়েদের টি-২০ বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। ৮টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। গ্লোবাল কোয়ালিফায়ার থেকে বেছে নেওয়া হবে বাকি ২টি দল।
২০২৭ সালে ছেলেদের ওয়ান ডে বিশ্বকাপে ১৪টি দল অংশ নেবে। ১০টি দল সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। গ্লোবাল কোয়ালিফায়ার সিরিজ থেকে বিশ্বকাপের টিকিট হাতে পাবে বাকি ৪টি দল।