বাংলা নিউজ > ময়দান > #HappyBirthdayDhoni: জন্মদিনে ধোনিকে কুর্নিশ পাক কিংবদন্তির

#HappyBirthdayDhoni: জন্মদিনে ধোনিকে কুর্নিশ পাক কিংবদন্তির

মহেন্দ্র সিং ধোনি। ছবি- টুইটার।

শত্রুশিবিরের প্রাক্তন কাণ্ডারীর প্রশংসা কুড়িয়ে নিলেন মাহি।

চমকপ্রদ পারফর্ম্যান্স দিয়ে ক্রিকেটপ্রেমীদের মন জয় করা খুব একটা কঠিন কাজ নয়। তবে বর্ণোজ্জ্বল কেরিয়ার দিয়ে প্রতিপক্ষের কুর্নিশ আদায় করে নেওয়া সহজ নয় মোটেও। খুব কম খেলোয়াড়ের ভাগ্যেই জোটে 'শত্রু' শিবিরের প্রশংসা। বিশেষ করে পাকিস্তানি ক্রিকেটারদের সমীহ আদায় করে নেওয়া কোনও ভারতীয় ক্রিকেটারের ক্ষেত্রে বাড়তি কৃতিত্ব হিসেবেই বিবেচিত হওয়া স্বাভাবিক। 

মহেন্দ্র সিং ধোনি এমন একজন ক্রিকেটার, যাঁকে শুধু সমর্থক বা সতীর্থরাই নন, সমীহ করেন প্রতিপক্ষরাও। ৩৯তম জন্মদিনে ধোনি সম্পর্কে এমনই সম্ভ্রম ঝরে পড়ল পাক কিংবদন্তি ওয়াকার ইউনিসের গলায়। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রাক্তন পাক অধিনায়ক তথা পাকিস্তানের প্রাক্তন হেড কোচ ওয়াকার জানালেন, ক্যাপ্টেন ধোনির কৃতিত্ব ভাষায় বর্ণনা করা সম্ভব নয়।

ওয়াকার বলেন, ‘এমএস ধোনি একজন অসাধারণ ক্রিকেটার। যেভাবে ও দলকে নেতৃত্ব দিয়েছে, তা ভাষায় বোঝানো সম্ভব নয়। ধোনি একজন অত্যন্ত ভালো ও বড় মাপের ক্যাপ্টেন, যে সবকিছু বোঝে।’

ওয়াকার আরও বলেন, ‘ধোনি অত্যন্ত ভালো মানুষ। ছোট গ্রাম থেকে উঠে এসে নিজেকে যে উচ্চতায় তুলে নিয়ে গিয়েছে, যা কিছু অর্জন করেছে এবং দেশকে যেভাবে নেতৃত্ব দিয়েছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।’

শেষে পাক কিংবদন্তি জানান, সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটে যে কাজটা শুরু করেছিলেন, ধোনি সেটাকেই সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে গিয়েছেন। ওয়াকারের কথায়, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতেই ভারতীয় ক্রিকেটের উত্থান শুরু। ধোনি সেই ধারাটা বজায় রাখে। ও একজন বিশ্বকাপ চ্যাম্পিয়ন। দু’টো বিশ্বকাপ জিতেছে ক্যাপ্টেন হিসেবে। আমি মনে করি যে, ও নিজের জন্য, দেশের জন্য এবং অবশ্যই পরিবারকে গর্বিত করার মতো অসাধারণ কাজ করেছে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দাদাগিরির মুকুটে নতুন পালক! সৌরভের শো-কে বিশেষ সম্মান ডাকবিভাগের, কী বলুন তো? এল মঙ্গলবার্তা, দাম কমল সোনার, আজ কলকাতায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু? EDর ওপর হামলায় আদালতের চোখে ধুলো দিতে নীরিহদের ধরেছিল পুলিশ, খবর CBI সূত্রে শিক্ষকদের ছুটি নিয়ে কড়া অবস্থান নিল স্কুলশিক্ষা দফতর, নির্দেশিকা পৌঁছল সর্বত্র ১৫ BHK বাড়ি, ১ কোটির গাড়ি, সাপের বিষ-কাণ্ডে জড়িত এলভিশ যাদবের সম্পত্তি কত AFG vs IRE T20I: আয়ারল্যান্ডকে ৫৭ রানে হারিয়ে ২-১ সিরিজ জিতল আফগানিস্তান লোকসভার পরই বাড়তে পারে এই রাজ্যের সরকারি কর্মীদের বেতন, অঙ্কে ঘুরবে মাথা! বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় অবমাননার দায়ে ‘সুপ্রিম’ নোটিস রামদেব, বালাকৃষ্ণকে আর কত দিন লাগবে? সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের রিপোর্ট চেয়ে CFSLকে ফের চিঠি দিল ED ‘মেসবাড়ি’র গল্প বলবেন খেয়ালী, বিশ্বনাথ, দেবদূতরা! দেখুন শর্ট ফিল্মের ট্রেলার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.