বাংলা নিউজ > ময়দান > হরমনপ্রীতদের ব্যাটিং কোচ কানিতকর, হেড কোচ রমেশ পাওয়ারকে NCA-তে পাঠাচ্ছে BCCI

হরমনপ্রীতদের ব্যাটিং কোচ কানিতকর, হেড কোচ রমেশ পাওয়ারকে NCA-তে পাঠাচ্ছে BCCI

হৃষিকেশ কানিতকর। ছবি- বিসিসিআই।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ থেকেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের দায়িত্ব নেবেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা।

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ নিযুক্ত হলেন হৃষিকেশ কানিতকর। মঙ্গলবার বিসিসিআইয়ের তরফে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকার হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথা জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকেই হরমনপ্রীতদের দায়িত্ব নিচ্ছেন কানিতকর।

মহিলা ক্রিকেট দলের হেড কোচ রমেশ পাওয়াকে এবার থেকে দেখা যাবে নতুন ভূমিকায়। তিনি ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির স্পিন বোলিং কোচের ভূমিকা পালন করবেন।

কানিতকর ভারতের হয়ে ২টি টেস্ট ও ৩৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টে ৭৪ ও ওয়ান ডে ক্রিকেটে ৩৩৯ রান করেছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি উইকেট রয়েছে তাঁর। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০ হাজারের বেশি রান ও ৭৪টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। কানিতকর সম্প্রতি নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের সাপোর্ট স্টাফ হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:- বল করেন না, তাও টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটারকে অল-রাউন্ডারের তকমা দিলেন গাভাসকর

নতুন দায়িত্ব হাতে পেয়ে কানিতকর বলেন, ‘ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট দলের ব্যাটিং কোচ নিযুক্ত হওয়াটা সম্মানের। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে আমি এই দলের দারুণ সম্ভাবনা লক্ষ্য করছি। আমার বিশ্বাস আগামীর চ্যালেঞ্জ নেওয়ার জন্য দল তৈরি। সামনেই কিছু বড় টুর্নামেন্ট রয়েছে, যা দলের কাছে এবং ব্য়াটিং কোচ হিসেবে আমার কাছেও উত্তেজক হতে চলেছে।’

আরও পড়ুন:- Happy Birthday: একই দিনে জন্মানো ক্রিকেটের এই সপ্তরথীর কেরিয়ার চোখ ধাঁধাবে নিশ্চিত

রমেশ পাওয়ার ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেওয়া প্রসঙ্গে জানান, ‘বিগত বছরগুলির অভিজ্ঞতা দিয়ে আমি ভবিষ্যতের প্রতিভাদের পরিণত হয়ে উঠতে সাহায্য করব।’ উল্লেখ্য, রমেশ পাওয়ারকে চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের হেড কোচ হিসেবে পুনর্নিয়োগ করেছিল বিসিসিআই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন