অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ান ডে বিশ্বকাপ। ঠিক তার আগে চিনের হ্যাংঝৌতে বসবে এশিয়ান গেমসের আসর। এবছর এশিয়ান গেমসে খেলা হবে ছেলে ও মেয়েদের ক্রিকেট। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপের ঠিক আগে এশিয়ান গেমসের জন্য পূর্ণ শক্তির দল পাঠানো সম্ভব নয়। অগত্যা দ্বিতীয় সারির দল বেছে নিতে হবে বিসিসিআইকে। মূলত বিশ্বকাপের আওতায় না থাকা ক্রিকেটারদের নিয়েই গড়ে নিতে হবে স্কোয়াড।
এমন নয় যে, বিসিসিআই আগে দ্বিতীয় সারির দল নিয়ে কোনও টুর্নামেন্ট খেলেনি। বরং লো-প্রোফাইল বিদেশ সফরেও একাধিকবার বি-টিম পাঠিয়ে সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। এক্ষেত্রে জল্পনা শুরু হয়ে গিয়েছে যে, সিনিয়র তারকারা বিশ্বকাপের প্রস্তুতিতে মগ্ন থাকলে এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দেবেন কে?
আলোচনায় উঠে আসছে শিখর ধাওয়ানের নাম। অতীতে রোহিত-কোহলিদের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন গব্বর। তবে দীনেশ কার্তিক এক্ষেত্রে ধাওয়ানকে নয়, বরং এশিয়ান গেমসে অন্য এক ভারতীয় তারকাকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চাইছেন। কার্তিক চাইছেন বিসিসিআই রবিচন্দ্রন অশ্বিনের হাতে নেতৃত্ব তুলে দিক। কেননা সারা কেরিয়ার জুড়ে অশ্বিন ভারতীয় ক্রিকেটের যতটা সেবা করেছেন, তাতে নেতৃত্ব দেওয়া যোগ্য দাবিদার তিনি।
সংবাদ সংস্থা পিটিআইকে কার্তিক বলেন, ‘আমার মনে হয় বিসিসিআই এশিয়ান গেমসে বি-টিম পাঠাবে। যদি অশ্বিন বিশ্বকাপের স্কোয়াডে না থাকে, তাহলে আমি খুব চাইব বিসিসিআই এশিয়ান গেমসে ওকে ক্যাপ্টেন করুক। এতবছর ধরে ভারতীয় ক্রিকেটের জন্য অশ্বিন যা করেছে, তাতে এই সম্মানটুকু ওর প্রাপ্য। আমি মনে করি যে, অশ্বিনের অন্তত একবার দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া উচিত। ও সেই অধিকার অর্জন করেছে।’
উল্লেখ্য, এবছর ওয়ান ডে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। শেষ হবে ১৯ নভেম্বর। এশিয়ান গেমস শুরু হবে ২৩ সেপ্টেম্বর এবং চলবে ৮ অক্টোবর পর্যন্ত। সুুতরাং, এশিয়ান গেমস শেষ হতে হতে বিশ্বকাপ শুরু হয়ে যাবে। তাছাড়া বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও মাঠে নামবে ভারত। তাই প্রথমসারির তারকাদের এশিয়ান গেমসে দেখতে পাওয়ার কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন:- IPL-এর গুরু-শিষ্য এবার CPL-এর সতীর্থ, মাঠে নামবেন নাইট রাইডার্সের হয়ে
বিসিসিআই সম্ভবত ৭ জুলাই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এশিয়ান গেমসে দল পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শোনা যাচ্ছে যে, ভিভিএস লক্ষ্মণকে কোচ করে আইপিএল তারকাদের নিয়ে এশিয়ান গেমসের জন্য তরুণ দল গড়ে নিতে পারে ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।