ওভালের দুর্ধর্ষ জয়ের পুরস্কার পেল ভারত। আইসিসি একদিনের ম্যাচের ক্রমতালিকায় পাকিস্তানকে টপকে তিন নম্বরে উঠল টিম ইন্ডিয়া। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দুটি ম্যাচে হেরে গেলে ভারত আবার চার নম্বরে নেমে যাবে।
আইসিসির সাম্প্রতিক র্যাঙ্কিং অনুযায়ী, একদিনের ক্রিকেটে শীর্ষে আছে নিউজিল্যান্ড (১২৭ রেটিং)। দুইয়ে ইংল্যান্ড (১২২ রেটিং) আছে। তিনে আছে ভারত (১০৮ রেটিং)। মঙ্গলবার ওভালে দুর্দান্ত জয়ের সৌজন্যে পাকিস্তানকে চারে ঠেলে প্রথম তিনে ঢুকে পড়েছেন রোহিত শর্মারা। তার ফলে আপাতত একমাত্র দল হিসেবে টেস্ট, টি-টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটের র্যাঙ্কিং প্রথম তিনের মধ্যে আছে ভারত। তবে ইংল্যান্ড সিরিজের বাকি দুটি ম্যাচে হেরে গেলে আবার চারে নেমে যেতে হবে। আপাতত ১০৬ রেটিং নিয়ে চারে আছেন বাবর আজমরা।
আরও পড়ুন: IND vs ENG: এখনও নাকি চোট সারেনি, দ্বিতীয় ODI-ও সম্ভবত খেলবেন না কোহলি
বাকিরা কে কোথায়?
পাঁচ নম্বরে আছে অস্ট্রেলিয়া (১০১ রেটিং)। তারপর আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (৯৯ পয়েন্ট), বাংলাদেশ (৯৬ পয়েন্ট), শ্রীলঙ্কা (৯২ পয়েন্ট), ওয়েস্ট ইন্ডিজ (৭১ পয়েন্ট) এবং আফগানিস্তান (৬৯ পয়েন্ট)।
ওভালের অসামান্য জয়
ওভালে প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডকে স্রেফ ধ্বংস করে দিয়েছে ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার পর জস বাটলারদের ১১০ রানেই শেষ করে দেন রোহিতরা। বিধ্বংসী বোলিং করেন জসপ্রীত বুমরাহ। ৭.২ ওভারে ১৯ রান দিয়ে ছয় উইকেট নেন। সাত ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। অপর উইকেটটি পান প্রসিধ কৃষ্ণা।
আরও পড়ুন: IND vs ENG: ‘পাওয়ার প্লে-তে ও দুর্দান্ত বোলিং করেছে’, হেরেও বুমরাহে মুগ্ধ বাটলার
তারপর বাকি কাজটা সেরে ফেলেন রোহিত এবং শিখর ধাওয়ানরা। মাত্র ১৮.৪ ওভারে বিনা উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলেন। রোহিত ৫৮ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন। ৫৪ বলে অপরাজিত ৩১ রান করেন ধাওয়ান। স্বভাবতই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বুমরাহ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।