বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > IND vs PAK: বাবরের ক্যাপ্টেন্সি নিয়ে কেন প্রশ্ন করা যাবে না, কবে শিখবে ও- কটাক্ষ পাক প্রাক্তনীর

IND vs PAK: বাবরের ক্যাপ্টেন্সি নিয়ে কেন প্রশ্ন করা যাবে না, কবে শিখবে ও- কটাক্ষ পাক প্রাক্তনীর

বাবর আজম এবং মহম্মদ হাফিজ।

T20 WC-এ ভারতের কাছে পাকিস্তানের হারের পরে বাবর আজমের অধিনায়কত্বের সমালোচনা করলেন সে দেশেরই প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ। তাঁর মতে, বাবর একের পর এক ভুল করলেও তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এতে দলেরই ক্ষতি হচ্ছে।

বাবর আজম বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তাঁর নেতৃত্বে পাকিস্তান দল টানা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে। রবিবার বিশ্বকাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচে ছিল পরতে পরতে রোমাঞ্চ। তবে সেই ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া।

একটা সময়ে পাকিস্তান ম্যাচে জেতার মতো জায়গায় ছিল। মাত্রার ৩১ রানে টিম ইন্ডিয়ার ৪ উইকেট পড়ে যায়। এক পরেও চাপেই ছিল ভারত। শেষ বল পর্যন্ত ম্যাচটি গড়ায়। তবে বাজিমাত করেন বিরাট কোহলিরা। এর পরেই বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ।

আরও পড়ুন: মাঠে অনুপ্রবেশকারীকে ৬ লাখ জরিমানা,ভারত অভিযোগ জানালে কঠোর হত শাস্তি

রবিবার প্রথমে ব্যাট করে পাকিস্তানের সংগ্রহ ছিল ১৫৯ রান। ১৬০ তাড়া করতে নেমে শেষ বলে ৬ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৫৩ বলে ৮২ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি।

একটি অনুষ্ঠানে মহম্মদ হাফিজ বলেন, ‘আর কত দিন আমরা বলব, বাবর আজম এখনও অধিনায়কত্ব শিখছেন। এই নিয়ে কেউ কথা বলে না। এই নিয়ে পর পর তিনটে বড় ম্যাচে বাবরের নেতৃত্বে ভুল চোখে পড়ল। কিন্তু আমরা সেটা নিয়ে প্রশ্ন করতে পারব না। শুধু শুনতে হবে, ভুল থেকে শিক্ষা নেবে বাবর। কিন্তু সেটা কবে? ভালো না করলে দায়িত্ব নিতে হবে।’

আরও পড়ুন: জানি, ক্রিকেট কতটা নিষ্ঠুর আর অন্যায্য হতে পারে-রামিজ রাজার টুইটে ঝরে পড়ল হতাশা

ভারতের বিরুদ্ধে বাবর কী কী ভুল করেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন হাফিজ। হাফিজ বলেছেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও বোলারদের ঠিক মতো ব্যবহার করতে পারেননি বাবর। যেমন ভারতের বিরুদ্ধে মহম্মদ নওয়াজকে ম্যাচের ২০তম ওভারে বল দিলেন, কিন্তু কেন? মাঝের ওভারগুলোতে ওকে ব্যবহার করা যেত। ভারতীয় ইনিংসের সাত থেকে ১১তম ওভারের মধ্যে রান ওঠেনি। ওভার প্রতি চার রানও হচ্ছিল না সেই সময়ে। তা হলে কেন ওই সময় স্পিনারদের ওভার শেষ করিয়ে দিল না বাবর? তা হলে শেষে নওয়াজকে বল করাতে হত না। আপনি এত বড় ভুল কী ভাবে করতে পারেন?’

তিনি আরও বলেছেন, ‘মহম্মদ নওয়াজ একজন বাঁ-হাতি স্পিনার, তবে শেষ ওভারে ওকে সিম বোলার হিসাবে ব্যবহার করা হল কেন? ম্যাচটা আমরা জিততে পারতাম, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত আমাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়েছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘কিছু একটা ঘটলে তখন সবার খেয়াল পড়ে...’ নারী সুরক্ষা নিয়ে কী বললেন রুক্মিণী? 'ভক্তির VIP গেট হয় না', সাধরণের সঙ্গে দীর্ঘ লাইনে লালবাগচা রাজা দর্শন রণদীপ হুদা 'হামলার ছক', 'দুর্যোগ' থেকে 'চিড়'কে তোয়াক্কা না করে বড় ঘোষণা জুনিয়র ডাক্তারদের আনোয়ার আলির পরিপূরক পেয়েছেন মোহনবাগানের নতুন কোচ! মুম্বই ম্যাচ ড্র করে কী বললেন? অডিয়ো ক্লিপের সত্যতা নিশ্চিত করা গিয়েছে, কলতানের গ্রেফতারির পর জানাল পুলিশ জারি আন্দোলন, তবে কাজে ফেরা নিয়ে দ্বিধাবিভক্ত জুনিয়র ডাক্তাররা: রিপোর্ট শনিদেব আবার বদলাচ্ছেন ঘর, বড় বদল আসবে জীবনে! কোন ৫ রাশিকে থাকতে হবে সতর্ক আন্দোলনরত চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় জিনিস চাওয়ায় 'ভিক্ষা'র পরামর্শ অগ্নিকে! ‘অভিনয় করি চাননি, ১৮তেই বিয়ে দিতে চেয়েছিলেন বাবা’, ধর্মেন্দ্রকে নিয়ে বলছেন এষা বোটানিক্যাল গার্ডেনের বটগাছ হারালো ‘সম্মান’? মানতে নারাজ কর্তৃপক্ষ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.