বাবর আজম বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তাঁর নেতৃত্বে পাকিস্তান দল টানা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে। রবিবার বিশ্বকাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচে ছিল পরতে পরতে রোমাঞ্চ। তবে সেই ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া।
একটা সময়ে পাকিস্তান ম্যাচে জেতার মতো জায়গায় ছিল। মাত্রার ৩১ রানে টিম ইন্ডিয়ার ৪ উইকেট পড়ে যায়। এক পরেও চাপেই ছিল ভারত। শেষ বল পর্যন্ত ম্যাচটি গড়ায়। তবে বাজিমাত করেন বিরাট কোহলিরা। এর পরেই বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ।
আরও পড়ুন: মাঠে অনুপ্রবেশকারীকে ৬ লাখ জরিমানা,ভারত অভিযোগ জানালে কঠোর হত শাস্তি
রবিবার প্রথমে ব্যাট করে পাকিস্তানের সংগ্রহ ছিল ১৫৯ রান। ১৬০ তাড়া করতে নেমে শেষ বলে ৬ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৫৩ বলে ৮২ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি।
একটি অনুষ্ঠানে মহম্মদ হাফিজ বলেন, ‘আর কত দিন আমরা বলব, বাবর আজম এখনও অধিনায়কত্ব শিখছেন। এই নিয়ে কেউ কথা বলে না। এই নিয়ে পর পর তিনটে বড় ম্যাচে বাবরের নেতৃত্বে ভুল চোখে পড়ল। কিন্তু আমরা সেটা নিয়ে প্রশ্ন করতে পারব না। শুধু শুনতে হবে, ভুল থেকে শিক্ষা নেবে বাবর। কিন্তু সেটা কবে? ভালো না করলে দায়িত্ব নিতে হবে।’
আরও পড়ুন: জানি, ক্রিকেট কতটা নিষ্ঠুর আর অন্যায্য হতে পারে-রামিজ রাজার টুইটে ঝরে পড়ল হতাশা
ভারতের বিরুদ্ধে বাবর কী কী ভুল করেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন হাফিজ। হাফিজ বলেছেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও বোলারদের ঠিক মতো ব্যবহার করতে পারেননি বাবর। যেমন ভারতের বিরুদ্ধে মহম্মদ নওয়াজকে ম্যাচের ২০তম ওভারে বল দিলেন, কিন্তু কেন? মাঝের ওভারগুলোতে ওকে ব্যবহার করা যেত। ভারতীয় ইনিংসের সাত থেকে ১১তম ওভারের মধ্যে রান ওঠেনি। ওভার প্রতি চার রানও হচ্ছিল না সেই সময়ে। তা হলে কেন ওই সময় স্পিনারদের ওভার শেষ করিয়ে দিল না বাবর? তা হলে শেষে নওয়াজকে বল করাতে হত না। আপনি এত বড় ভুল কী ভাবে করতে পারেন?’
তিনি আরও বলেছেন, ‘মহম্মদ নওয়াজ একজন বাঁ-হাতি স্পিনার, তবে শেষ ওভারে ওকে সিম বোলার হিসাবে ব্যবহার করা হল কেন? ম্যাচটা আমরা জিততে পারতাম, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত আমাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নিয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।