রবিবার নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে বসায় বিশ্বকাপ থেকে ভারতের বিদায় নিশ্চিত হয়ে যায়। সুতরাং নমিবিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার শেষ লিগ ম্যাচটি নিছক নিয়মরক্ষার হয়ে দাঁড়ায়। এই অবস্থায় দুবাইয়ে নমিবিয়ার বিরুদ্ধে সুপার টুয়েলভের শেষ ম্যাচটি টিম ইন্ডিয়ার কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল কোচ রবি শাস্ত্রী ও ক্যাপ্টেন বিরাট কোহলির জন্যই। কেননা টিম ইন্ডিয়ার টি-২০ ক্যাপ্টেন হিসেবে এটিই কোহলির শেষ ম্যাচ। অন্যদিকে রবি শাস্ত্রী যাত্রা শেষ করছেন ভারতের হেড কোচ হিসেবে। শেষমেশ শাস্ত্রীর ফেয়ারওয়েল ম্যাচ জয় দিয়ে স্মরণীয় করে রাখে টিম ইন্ডিয়া।
ম্যাচের সেরা জাদেজা
দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল হাফ-সেঞ্চুরি করলেও ১৬ রানে ৩ উইকেট নিয়ে ভারতের জয়ের মঞ্চ প্রস্তুত করে দেওয়া রবীন্দ্র জাদেজা ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
৯ উইকেটে জয় ভারতের
নমিবিয়ার ৮ উইকেটে ১৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৫.২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৩৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৮ বল বাকি থাকতে ৯ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শেষ করে টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ২৫ রান করে নট-আউট থাকেন সূর্যকুমার যাদব।
হাফ-সেঞ্চুরি রাহুলের
৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। ১৫ ওভারে বারেতর স্কোর ১ উইকেটে ১৩১। শেষ ৫ ওভারে জয়ের জন্য ২ রান দরকার ভারতের। সূর্যকুমার ২৫ রানে ব্যাট করছেন।
১৪ ওভারে ভারত ১২২/১
১৪ ওভার শেষে ভারতের স্কোর ১২২/১। জয়ের জন্য শেষ ৬ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ১১ রান। লোকেষ রাহুল ৪৭ ও সূর্যকুমার যাদব ব্যক্তিগত ১৯ রানে ব্যাট করছেন।
১২ ওভারে ভারতের স্কোর ১০৫/১
১২ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১০৫ রান। লোকেশ রাহুল ২৯ বলে ৪১ রান করেছেন। ৬ বলে ৮ রান করেছেন সূর্যকুমার।
হাফ-সেঞ্চুরি করে আউট রোহিত
৯.৫ ওভারে ফ্রাইলিঙ্কের বলে গ্রিনের দস্তানায় ধরা পড়েন রোহিত শর্মা। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৫৬ রান করে আউট হন হিটম্যান। ভারত দলগত ৮৬ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৮৭/১।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি রোহিতের
৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ৮ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৭০ রান। রোহিত ৫০ ও লোকেশ রাহুল ২০ রান করেছেন।
পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারত ৫৪/০
পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারত কোনও উইকেট না হারিয়ে ৫৪ রান তুলেছে। রোহিত ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৩৯ রান করেছেন। ১২ বলে ১৫ রান করেছেন লোকেশ রাহুল।
৩ ওভারে ভারত ২৬/০
৩ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ২৬ রান তুলেছে। রোহিত ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৫ রান করেছেন। ৩ বলে ১ রান করেছেন লোকেশ রাহুল।
ভারতের রান তাড়া করা শুরু
ভারতের হয়ে যথারীতি ইনিংসের গোড়াপত্তন করতে নামেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা। নমিবিয়ার হয়ে বোলিং শুরু করেন রুবেন। প্রথম বলে ১ রান বনেন রাহুল। তৃতীয় বলে বাউন্ডারি মারেন রোহিত। প্রথম ওভারে ৬ রান ওঠে।
বিদায় বেলার নিজের কোচিংকাল নিয়ে অকপট শাস্ত্রী
নমিবিয়ার বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে শাস্ত্রী জানান, অনেক সময় কী পেয়েছেন, সেটার থেকেও বড় হয়ে দাঁড়ায় কতটা বাধা অতিক্রম করেছেন সেই বিষয়টাই। সেদিক থেকে তিনি খুশি তাঁর অধীনে ভারতীয় দলের পারফর্ম্যান্স দেখে।
নমিবিয়া ২০ ওভারে ১৩২/৮
নমিবিয়া নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলেছে। শামির শেষ ওভারে ১৩ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন রুবেন। তিনি ৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। ১৫ বলে ১৫ রান করে নট-আউট থাকেন ফ্রাইলিঙ্ক। জয়ের জন্য ভারতের দরকার ১৩৩ রান।
ডেভিডকে ফেরালেন বুমরাহ
১৮.৫ ওভারে জসপ্রীত বুমরাহর বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন ডেভিড ওয়াইজ। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ২৬ রান করেন তিনি। নমিবিয়া ১১৭ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রুবেন। ১৯ ওভারে নমিবিয়ার স্কোর ১১৯/৮। ১৫ রানে ব্যাট করছেন ফ্রাইলিঙ্ক। বুমরাহ ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
১৮ ওভারে নমিবিয়া ১১৪/৭
১৮ ওভার শেষে নমিবিয়া ৭ উইকেটের বিনিময়ে ১১৪ রান তুলেছে। ডেভিড ওয়াইজ ২৩ বলে ২৫ রান করেছেন। ১১ বলে ১২ রান করেছেন ফ্রাইলিঙ্ক।
গ্রিন আউট
১৫.৪ ওভারে অশ্বিনের বলে বোল্ড হলেন গ্রিন। ১ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। নমিবিয়া ৯৪ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ফ্রাইলিঙ্ক। ১৬ ওভারে নমিবিয়ার স্কোর ৯৫/৭। ওয়াইজ ২১ রানে ব্যাট করছেন। অশ্বিন ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।
স্মিতকে ফেরালেন জাদেজা
১৪.৬ ওভারে জাদেজার বলে রোহিতের হাতে ধরা পড়লেন জেজে স্মিত। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৯ রান করেন স্মিত। নমিবিয়া ৯৩ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান গ্রিন। জাদেজা ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন।
এরাসমাসের উইকেট তুলে নিলেন অশ্বিন
১২.৩ ওভারে অশ্বিনের বলে পন্তের দস্তানায় ধরা পড়েন এরাসমাস। ১টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১২ রান করেন তিনি। ৭২ রানে ৫ উইকেট হারায় নমিবিয়া। ক্রিজে নতুন ব্যাটসম্যান জেজে স্মিত। ১৩ ওভারে নমিবিয়ার স্কোর ৭৭/৫।
নিকোল আউট
৯.১ ওভারে অশ্বিনের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন নিকোল। ৫ বলে ৫ রান করে আউট হন তিনি। নমিবিয়া ৪৭ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড ওয়াইজ। ১০ ওভার শেষে নমিবিয়া ৪ উইকেটের বিনিময়ে ৫১ রান তুলেছে।
আউট হলেন বার্ড
৭.৪ ওভারে জাদেজার বলে এলবিডব্লিউ হন স্টিফেন বার্ড। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ২১ রান করে মাঠ ছাড়েন তিনি। নমিবিয়া ৩৯ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নিকোল। ৮ ওভারে নমিবিয়ার স্কোর ৪২/৩।
উইলিয়ামসকে ফেরালেন জাদেজা
ষষ্ঠ ওভারে জাদেজার হাতে বল তুলে দেন কোহলি। প্রথম ওভারেই তিনি সাফল্য এনে দেন দলকে। ৫.৩ ওভারে জাদেজার বলে স্টাম্প আউট হন সদ্য ক্রিজে আসা ক্রেগ উইলিয়ামস। ৪ বলে খেলে কোনও রান সংগ্রহ করতে পারেননি উইলিয়ামস। নমিবিয়া ৩৪ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান এরাসমাস। পাওয়ার প্লে-র ৬ ওভারে নমিবিয়ার স্কোর ৩৪/২।
লিঙ্গেনকে ফেরালেন বুমরাহ
৪.৪ ওভারে লিঙ্গেনকে ফিরিয়ে নমিবিয়ার ওপেনিং জুটি ভাঙলেন বুমরাহ। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৪ রান করে শামির হাতে ধরা পড়েন লিঙ্গেন। নমিবিয়া ৩৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রেগ উইলিয়ামস।
৩ ওভারে নমিবিয়া ২৫/০
৩ ওভার শেষে নমিবিয়া কোনও উইকেট না হারিয়ে ২৫ রান তুলেছে। লিঙ্গেন ১০ বলে ১০ রান করেছেন। বার্ড ৮ বলে ১১ রান করে ব্যাট করছেন।
ম্যাচ শুরু
নমিবিয়ার হয়ে ওপেন করতে নামেন ভ্যান লিঙ্গেন ও স্টিফেন বার্ড। ভারতের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন মহম্মদ শামি। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন বার্ড। প্রথম ওভারে ৫ রান ওঠে। কোনও উইকেট হারায়নি
আইপিএল ও বিশ্বকাপের মধ্যে ব্যবধান থাকতে ভালো হতো, দাবি শাস্ত্রীর
আইপিএল শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয়ে যায় টি-২০ বিশ্বকাপ। টিম ইন্ডিয়ার বিদায়ী হেড কোচ রবি শাস্ত্রী দাবি করেন, আইপিএল ও বিশ্বকাপের মধ্যে আরও কিছুদিন ব্যবধান থাকলে ভালো হতে। বিষয়টাকে ব্যর্থতার অযুহাত হিসেবে বর্ণনা না করলেও শাস্ত্রী জানান, ক্রিকেটারর দীর্ঘ ৬ মাস বায়ো-বাবলে থেকে ক্লান্ত। বিদায় বেলার শাস্ত্রী কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে ফের একবার ভারতের সর্বকালের সেরা দল বলে উল্লেখ করেন।
নমিবিয়ার প্রথম একাদশ
স্টিফেন বার্ড, মাইকেল ভ্যান লিঙ্গেন, জেরার্ড এরাসমাস (ক্যাপ্টেন), ক্রেইগ উইলিয়ামস, জেন গ্রিন (উইকেটকিপার), ডেভিড ওয়াইজ, জেজে স্মিত, নিকোল লফি-ইটন, ক্রেগ উইলিয়ামস, রুবেন ট্রাম্পেলমান, জান ফ্রাইলিঙ্ক ও বার্নার্ড শল্টজ।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রাহুল চাহার, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।
বাদ পড়লেন বরুণ
বিশ্বকাপের শেষ ম্যাচে এসে মাঠে নামার সুযোগ পেলেন স্পিনার রাহুল চাহার। তাঁকে জায়গা ছেড়ে দেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী।
টস জিতল ভারত
নমিবিয়ার বিরুদ্ধে সুপার টুয়েলভের শেষ ম্যাচে টসভাগ্য সঙ্গ দিল ভারতের। টি-২০ ক্যাপ্টেন হিসেবে নিজের শেষ ম্যাচে টস জিতে নমিবয়াকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বিরাট কোহলি। সুতরাং, দুবাইয়ে রান তাড়া করবে টিম ইন্ডিয়া। উল্লেখ্য, ভারতের টি-২০ ক্যাপ্টেন হিসেবে কোহলির এটি ৫০তম ম্যাচ।
সুযোগ পেতে পারেন ইশান কিষাণরা
নমিবিয়া ম্যাচে দলের বেশকিছু সিনিয়ার ক্রিকেটারদের প্রয়োজনীয় বিশ্রাম দিয়ে বেঞ্চে থাকা ক্রিকেটারদের সুযোগ দিলেও দিতে পারে ভারতীয় ম্যানেজমেন্ট। বিস্তারিত পড়ুন:- T20 WC: নিয়মরক্ষার ম্যাচে দলে একাধিক পরিবর্তন, সুযোগ পেতে পারেন ইশান কিষাণরা
প্রেরণার নাম শাস্ত্রী-কোহলি
সেমিফাইনালের দরজা বন্ধ হয়ে যাওয়ায় নমিবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচে মোটিভেশনের অভাব বোধ করেত পারেন ভারতীয় তারকারা। তবে শাস্ত্রীর ফেয়ারওয়েল ম্যাচ হিসেবেই নমিবিয়াকে হারাতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। তাছাড়া টি-২০ ক্যাপ্টেন হিসেবে কোহলির শেষ ম্যাচটিকেও জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবেন রোহিতরা।