আইসিসির নকআউট ম্যাচে ভারতীয় দলের সহ-অধিনায়ক কেএল রাহুলের খারাপ ফর্ম অব্যাহত রয়েছে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনার কেএল রাহুল ৫ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। কেএল রাহুল দ্বিতীয়বার বিশ্বকাপ সেমিফাইনালে খেলতে নামেন। কিন্তু আবারও হতাশ করেছেন তিনি। এর আগে, ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে কেএল রাহুল মাত্র এক রান করতে পেরেছিলেন।
বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার। রাহুল শুরুটা ভালোই করেন। প্রথম বলেই চার মারেন তিনি। কিন্তু দ্বিতীয় ওভারে কেএল রাহুলকে ক্যাচ আউট করেন ক্রিস ওকস।
আরও পড়ুন… নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কোহলি! T20 WC –এ তৈরি করলেন বিরাট মাইলস্টোন
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচে মাত্র ২২ রান করতে পেরেছিলেন কেএল রাহুল। পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৪, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ রান করেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রান করেন এবং এরপর সুপার-১২ এর শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করেন কেএল রাহুল। কিন্তু সেমিফাইনালে তিনি সস্তায় প্যাভিলিয়নে ফিরে যান। এরপরেই কেএল রাহুলকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠতে শুরু করেছে।
সোশ্যাল মিডিয়াতে দর্শকরা বলতে শুরু করেছেন কেএল রাহুলকে কখনও বিশ্বাস করবেন না। একজন ভক্ত আবার লিখেছেন কেএল রাহুল হলেন ভারতীয় দলের নন পারফর্মিং অ্যাসেট। অনেকে আবার লিখেছেন কেএল রাহুল কখনই বড় ম্যাচের ক্রিকেটার নয়। বড় ম্যাচে কেএল রাহুল কখনই পারফর্ম করতে পারেন না।
আরও পড়ুন… জকোভিচের ‘রহস্য ড্রিঙ্কস’ নিয়ে এই প্রথমবার মুখ খুললেন নোভাকের স্ত্রী জেলেনা
এদিনের ম্যাচের কথা বললে, বিরাট কোহলি ছাড়া ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া হাফ সেঞ্চুরি করেছেন। ভারতীয় দলে প্রথম ধাক্কা আসে কেএল রাহুলের ফর্মে, যিনি করেন মাত্র ৫ রান। এর পর রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে দ্বিতীয় উইকেটে ৪৭ রানের জুটি গড়ে ওঠে। রোহিত শর্মাকে ক্রিস জর্ডান তাকে ২৭ রানের ব্যক্তিগত স্কোরে প্যাভিলিয়নের পথ দেখান। ১৪ রানের ব্যক্তিগত স্কোরে সূর্যকুমার যাদবকে আউট করে টিম ইন্ডিয়াকে তৃতীয় ধাক্কা দেন আদিল রশিদ। ৭৫ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলির হাফ সেঞ্চুরি জুটি গড়েন। ৫০ রান করে জর্ডনের শিকার হন কোহলি। ১৩৬ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। শেষ বলে উইকেট শিকার হন হার্দিক পান্ডিয়া, তিনি ৩৩ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।