বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > সমালোচনায় নয়, নিজেদের খেলাতেই ফোকাস করবে পাকিস্তান- আখতার, মিয়াঁদাদদের রউফের জবাব

সমালোচনায় নয়, নিজেদের খেলাতেই ফোকাস করবে পাকিস্তান- আখতার, মিয়াঁদাদদের রউফের জবাব

শোয়েব আখতার, জাভেদ মিয়াঁদাদের জবাব দিলেন হ্যারিস রউফ (ছবি-এএফপি)

অতীতের ভুল গুলোকে ঠিক করে তারা এগিয়ে যেতে চায়। জিম্বাবোয়ে এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে এক রানে পরাজিত হওয়ার পর টুর্নামেন্টে বেঁচে থাকার চেষ্টা করতে রবিবার পার্থে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। এমন অবস্থায় টুর্নামেন্টের সেমিফাইনালের আশা ছাড়ছেন না রউফ।

পাকিস্তানি ফাস্ট বোলার হ্যারিস রউফ শনিবার বলেছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ের কাছে হেরে যাওয়ার পরে তারা সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না। বিতর্কের ঝড়কে এড়িয়ে তারা পরবর্তী ম্যাচের দিকে ফোকাস করার চেষ্টা করছে। অতীতের ভুল গুলোকে ঠিক করে তারা এগিয়ে যেতে চায়। জিম্বাবোয়ে এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে এক রানে পরাজিত হওয়ার পর টুর্নামেন্টে বেঁচে থাকার চেষ্টা করতে রবিবার পার্থে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। এমন অবস্থায় টুর্নামেন্টের সেমিফাইনালের আশা ছাড়ছেন না রউফ।

আরও পড়ুন… পাকিস্তানের আশা ভারতের হাতে! সেমির দরজা খুলতে রোহিতদের দিকে তাকিয়ে বাবর আজম

তবে তার আগেই শোয়েব আখতার এবং জাভেদ মিয়াঁদাদ সহ প্রাক্তন পাকিস্তানি তারকারা জিম্বাবোয়ের কাছে হারের সময় পাকিস্তানের ব্যাটিংকে ‘লজ্জাজনক’ বলে বর্ণনা করেছেন। বিশ্বকাপে তাদের খারাপ শুরুর জন্য দলের নিন্দাও করেছেন তাঁরা। তবে সে সবকে পাত্তা দিচ্ছেন না হ্যারিস রউফ। রউফ সাংবাদিকদের বলেন, আপনি যে কোনো খেলায় সমালোচনার সম্মুখীন হন। কথা বলা মানুষের কাজ, তাই তারা কথা বলবে। হারিস রউফ বলেন, ‘মানুষের কাজ কথা বলা, তাই তারা কথা বলবেন। আপনি যে কোনও খেলায় সমালোচনার সম্মুখীন হন। আমরা এখানে একটি টুর্নামেন্ট খেলতে এসেছি এবং আমাদের ফোকাস সেদিকেই রয়েছে। তাই আমরা তাদের কথা না শোনার চেষ্টা করি। তার পরিবর্তে আমরা আমাদের খেলার দিকে ফোকাস থাকি।’

আরও পড়ুন… সে বেশি দিন সব ফর্ম্যাটে খেলতে পারবেন না! বুমরাহকে অজি কিংবদন্তির সতর্কবার্তা

পাকিস্তান টুর্নামেন্টের তাদের প্রথম ম্যাচে সুপারস্টার ব্যাটসম্যান বিরাট কোহলির একটি বিশেষ পারফরম্যান্সের প্রত্যক্ষ করেছিল যখন ভারত শেষ বলে ১৬০ রান তাড়া করেছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। কিন্তু ১৩০ রান তাড়া করার সময় পাকিস্তানি ব্যাটিং লাইনআপ দম বন্ধ হয়ে যাওয়ায় ১১তম র‌্যাঙ্কড জিম্বোবুয়ের বিরুদ্ধে হেরে যায়। এটি চলতি টুর্নামেন্টে তাদের দ্বিতীয় হার ছিল। যা তাদের সমর্থকদের আরও স্তম্ভিত করেছিল। এই বিষয়ে কথা বলতে গিয়ে হ্যারিস রউফ বলেন তাদেরও খারাপ লাগে। কিন্তু খেলায় কেউ ছোট বড় হয় না। সকলেই নিজেদের সেরা দিয়ে জিততে চায়। তারাও জেতার চেষ্টা করবে।

গত ম্যাচের হারের পরে কি দলের কোনও বৈঠক হয়েছিল। হ্যারিস রউফ বলেন, ‘আমরাও কষ্ট পেয়েছি কিন্তু আমাদের একে অপরের ক্ষমতার প্রতি বিশ্বাস আছে। আমরা ভালো বন্ধন করেছি, একসঙ্গে বসেছি এবং আমাদের ভুলগুলি সমাধান করার চেষ্টা করেছি।’ বর্তমানে নেদারল্যান্ডস তাদের সুপার 12 ম্যাচ দুটি হেরেছে, রউফ জোর দিয়েছিলেন যে পাকিস্তান চ্যালেঞ্জটিকে হালকাভাবে নেবে না। তিনি বলেন, ‘বিশ্বকাপে কোনও দল দুর্বল বা শক্তিশালী দল নয়। সকলেই একটা আন্তর্জাতিক খেলা খেলছে এবং কাপ জিততে এসেছে।’

 

বন্ধ করুন