চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচগুলিতে প্রথম একাদশ নিয়ে তেমন একটা পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হাঁটেনি টিম ইন্ডিয়া। উইনিং কম্বিনেশন ধরে রাখার চেষ্টা চোখে পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের মধ্যে। ২টি ম্যাচে ১ জন করে ক্রিকেটারকে পরিবর্তন করে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অক্ষরের বদলে মাঠে নেমেছিলেন দীপক হুডা। তবে বাংলাদেশের বিরুদ্ধে পরের ম্যাচেই দলে ফেরেন অক্ষর।
জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে ভারত দীনেশ কার্তিককে বসিয়ে ঋষভ পন্তকে মাঠে নামায়। এক্ষেত্রে ব্যাট হাতে নজর কাড়তে পারেননি পন্ত। এই অবস্থায় ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম একাদশে রদবদলের ইঙ্গিত দিলেন রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার হেড কোচ স্পষ্ট জানান যে, অ্যাডিলেডে পরিস্থিতি অনুযায়ী তাঁরা দল নামাবেন। সুতরাং, পিচ ও পরিস্থিতির সঙ্গে খাপ খায়, এমন কিছু রদবদল চোখে পড়তে পারে ভারতীয় দলে। যদিও রাহুল এটাও জানান যে, পিচ না দেখা পর্যন্ত প্রথম একাদশ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।
অ্যাডিলেডের বাইশগজ স্লো বোলারদের অনুকূল। সুতরাং, গ্রুপ লিগে মাঠে নামার সুযোগ না পেলেও সরাসরি সেমিফাইনাল খেলতে দেখা যেতে পারে লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালকে। পন্তের জায়গায় দীনেশ কার্তিকের দলে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন:- 'তুমি আরও ভালো', সূর্যকুমারকে কুর্নিশ 'অরিজিনাল' ৩৬০ ডিগ্রি ক্রিকেটার ABD-র
দ্রাবিড় বলেন, ‘দলের ১৫ জন ক্রিকেটারের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ। যেধরণের স্কোয়াড আমরা বেছে নিয়েছি, তাতে ১৫ জনের কেউই দলকে দুর্বল করছে না বলেই আমাদের বিশ্বাস। দরকার মতো যাকেই মাঠে নামানো হোক না কেন, তাতে আমাদের দল দুর্বল হবে না।’
রাহুল আরও বলেন, ‘তবে আবার বলছি, আমাদের ওখানে (অ্যাডিলেডে) গিয়ে পিচ দেখতে হবে। অ্যাডিলেডের কয়েকটি ম্যাচ দেখেছি আমি। জানি পিচ একটু স্লো, বল থমকাচ্ছ এবং ঘুরছেও। হতে পারে অ্যাডিলেডের সম্পূর্ণ নতুন পিচে আমাদের খেলতে হবে। সত্যি বলতে অ্যাডিলেডের যে পিচে আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলেছি, তাতে বল ঘোরেনি। একেবারে অন্য ধরনের পিচ ছিল।’
দ্রাবিড় শেষ করেন এই বলে যে, ‘আমার মনে হয় একটা ম্যাচ খেলে উঠে এখানে বসে আমাদের পক্ষে বলে দেওয়া সম্ভব নয় যে, ওখানে কী হবে। হাতে দিন দুয়েক সময় রয়েছে। ওখানে গিয়ে পিচ দেখে যা মনে হবে, সেই অনুযায়ী পরিকল্পনা করা যাবে। তবে হ্যাঁ, পিচ যদি স্লো হয়, আমরা সেই পরিস্থিতি অনুযায়ী দল নামাব।’
উল্লেখ্য, বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে গ্রুপ ১-এর রানার্স দল ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।