বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC: প্রাক টুর্নামেন্টে কিউয়ি দলে তাঁর ভূমিকাটা ঠিক কী, জানালেন IPL জয়ী কোচ ফ্লেমিং

T20 WC: প্রাক টুর্নামেন্টে কিউয়ি দলে তাঁর ভূমিকাটা ঠিক কী, জানালেন IPL জয়ী কোচ ফ্লেমিং

কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে অনুশীলনে স্টিফেন ফ্লেমিং। ছবি- টুইটার (@BLACKCAPS)।

বিশ্বকাপের আগে পাঁচদিন নিউজিল্যান্ড দলের সঙ্গে থাকবেন ফ্লেমিং।

চেন্নাই সুপার কিংসকে চতুর্থবার চ্যাম্পিয়ন করার পরের দিনই দলের কিউয়ি কোচ স্টিফেন ফ্লেমিং ইতিমধ্যেই নেমে পড়েছেন আসন্ন বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড দলকে সাহায্য করতে। তবে দীর্ঘ সময়ের বদলে দেশে ফিরে যাওয়ার আগে আইপিএল থেকে প্রাপ্ত নিজের অভিজ্ঞতা জাতীয় দলের সঙ্গে শেয়ার করেই দলকে প্রাক বিশ্বকাপ প্রস্ততিতে সাহায্য করাই তাঁর উদ্দেশ্য বলে জানিয়ে দেন ফ্লেমিং। 

২০১২ সালেই তিনি যে কোন জাতীয় দলের কোচিং করাতে চান না, তা স্পষ্ট করে দিয়েছিলেন ফ্লেমিং। তবে এবার অস্থায়ী ভিত্তিতে স্বল্প সময়ের জন্য হলেও দলের পরামর্শদাতা হিসাবে ২০০৮ সালে অবসর নেওয়ার পর প্রথমবার নিউজিল্যান্ড জার্সি গায়ে চাপালেন প্রাক্তন অধিনায়ক। নিজের ভূমিকা সম্পর্কে কিউয়ি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আপাতত পাঁচ দিনের জন্য প্রাক বিশ্বকাপ শিবিরে রয়েছি। আমরা (সিএসকে) দুবাই এবং আবু ধাবিতে খেলে যে অভিজ্ঞতা পেয়েছি তা দলের সঙ্গে ভাগ করে নেওয়া এবং ওর (কিউয়ি কোচ গ্যারি স্টিড) থেকে কিছু শেখাই আমার উদ্দেশ্য। আমার জন্য ব্যক্তিগতভাবে এটা দারুণ সুযোগ এবং পুনরায় ব্ল্যাক ক্যাপ জার্সি পরার সুযোগ পেয়ে গর্বিত। সময় নষ্ট না করে আমি দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।’

৫০ ওভারের বিশ্বকাপের রানার্স আপ কিউয়ি দলকে নিয়ে ভীষণই আশাবাদী এবং নির্দ্বিধায় এই দলকেই দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী দল বলে দাবি করেন ফ্লেমিং। ‘এই স্কোয়াডটা দারুণ এবং দলে প্রতিভারও কমতি নেই। আমাদের এর আগে কোনদিন দলে একসঙ্গে এত প্রতিভা ছিল না। সুতরাং, দলের ভারসাম্য বজায় রেখে কী ধরনের ক্রিকেট আমরা খেলতে চাই, সেটা নির্ধারিত করাটা খুবই জরুরি। ওরা যেভাবে ক্রিকেট খেলে তা খুবই আকর্ষক। পরিস্থতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই প্র্যাক্টিস ম্যাচের আসল উদ্দেশ্য। চাপের সঙ্গে মানিয়ে নিয়ে টুর্নামে্ন্টেটা ভালভাবে শুরু করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ।’ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ছয় রানে হারায় কিউয়িরা। এরপরেও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তারা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২৬ অক্টোবর তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন