বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > ‘এই বছরটা অস্ট্রেলিয়ার হতে পারে’, T20 WC চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আশাবাদী ব্রেট লি

‘এই বছরটা অস্ট্রেলিয়ার হতে পারে’, T20 WC চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আশাবাদী ব্রেট লি

টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুখিয়ে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের অনেক আগে থেকেই বিভিন্ন সিরিজে অস্ট্রেলিয়ার হতশ্রী পারফরম্যান্সের কারণে পিছনের সারিতেই ছিল অ্যারন ফিঞ্চরা। কিন্তু বিশ্বকাপ যত এগিয়েছে, ততই নিজেদের ছন্দ ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভ পর্ব পার করে তারা উঠেছে সেমিতে। এখন সেই আন্ডারডগ টিমকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন অজি সমর্থকেরাই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে নিয়ে কোনও ভাবেই কেউ কোনও রকম আশা করেননি। অজি সমর্থকেরাও বোধহয় কোনও স্বপ্নও দেখেননি। আসলে বিশ্বকাপের অনেক আগে থেকেই বিভিন্ন সিরিজে অস্ট্রেলিয়ার হতশ্রী পারফরম্যান্স দেখার পর পিছনের সারিতেই ছিল অ্যারন ফিঞ্চের টিম। কিন্তু বিশ্বকাপ যত এগিয়েছে, ততই ধীরে ধীরে নিজেদের পারফরম্যান্সে উন্নতি করেছে অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভ পর্ব পার করে তারা উঠেছে সেমিফাইনালে। এখন সেই আন্ডারডগ টিমকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন অজি সমর্থকেরাই। ব্রেট লি তো  দাবি করেছেন, এই বছরটা অস্ট্রেলিয়ারই হবে। প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বাদ পাবে অজি ব্রিগেডই।

আইসিসি-র কলামে ব্রেট লি লিখেছেন, ‘আমি মনে করি এটা অস্ট্রেলিয়ার বছর হতে পারে। এটা অনুভূতি হচ্ছে যে, অস্ট্রেলিয়ার উপর ভরসা রাখা যায়। এবং চূড়ান্ত কিছু মুহূর্তে তৈরি হতে চলেছে বলে মনে হচ্ছে। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সব কিছুই কিন্তু বেশ ভালো ভাবে ক্লিক করেছে।’

আইপিএলে যে ডেভিড ওয়ার্নারকে প্রথম একাদশ থেকে ছেটে করে দেওয়া হয়েছিল, সেই ওয়ার্নারই বিশ্বকাপের মঞ্চে ফুট ফোটাচ্ছেন। অস্ট্রেলিয়াকে সেমিতে তুলতে বড় ভূমিকা নিয়েছেন। ব্রেটি লি-র সঙ্গে বিশ্বকাপের আগে ওয়ার্নারের কথা হয়েছিল। এবং ওয়ার্নারকে তিনি তাতিয়ে দিয়েছিলেন বলে দাবি করেছেন লি। ব্রেট লি লিখেওছেন, ‘বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমি ডেভিড ওয়ার্নারের সাথে কথা বলছিলাম। সেই সময়ে ওকে বলেছিলাম, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তোমাকে দেখতে চাই, আমাকে হতাশ করো না! আমি এটা করেছিলাম এই বিশ্বাস থেকে যে, ও একজন বড় ম্যাচের প্লেয়ার, বড় টুর্নামেন্টের প্লেয়ার। আর সেটা এ বারও পাল্টায়নি।’

বন্ধ করুন