HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > INDw vs SLw U19 WC: শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয়ে লিগ টেবিলের এক নম্বরে ভারত

INDw vs SLw U19 WC: শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয়ে লিগ টেবিলের এক নম্বরে ভারত

India vs Sri Lanka ICC Women's U19 T20 World Cup Live Score: ৫ রানে ৪ উইকেট পার্শবী চোপড়ার, অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের সুপার সিক্সের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে বিধ্বস্ত করেন শেফালিরা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয় ভারতের। ছবি- বিসিসিআই টুইটার।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স রাউন্ডে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ অভিযান ধাক্কা খায়। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার সিক্সের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততেই হতো শেফালি বর্মাদের। হারলে টুর্নামেন্ট থেকে ভারতের বিদায় ঘণ্টা বেজে যেত। শেষমেশ শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে পরাজিত করে শেষ চারের লড়াইয়ে বেশ কিছুটা এগিয়ে থাকে ভারত।

22 Jan 2023, 08:00 PM IST

ভারতের গ্রুপের বাকিরা কবে কাদের বিরুদ্ধে খেলবে?

সুপার সিক্সে সোমবার অস্ট্রেলিয়ার লড়াই আমিরশাহির বিরুদ্ধে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ আমিরশাহি।

22 Jan 2023, 07:41 PM IST

সুপার সিক্সের ১ নম্বর গ্রুপের পয়েন্ট টেবিল

১. ভারত: ম্যাচ-৪, জয়-৩, হার-১, পয়েন্ট-৬ (নেট রান-রেট +২.৮৪৪)

২. অস্ট্রেলিয়া: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট +২.৩৪৮)

৩. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট +০.৪৯০)

৪. বাংলাদেশ: ম্যাচ-৩, জয়-২, হার-১, পয়েন্ট-৪ (নেট রান-রেট +০.২৬৮)

৫. শ্রীলঙ্কা: ম্যাচ-৩, জয়-০, হার-৩, পয়েন্ট-০ (নেট রান-রেট -৩.৬৯৬)

৬. আমিরশাহি: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট -৪.১৭৫)

22 Jan 2023, 07:35 PM IST

ম্যাচের সেরা পার্শবী

৪ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৫ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন ভারতের পার্শবী চোপড়া। সঙ্গত কারণেই তিনি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

22 Jan 2023, 07:27 PM IST

লিগ টেবিলের শীর্ষ ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাল জয়ের সুবাদে লিগ টেবিলের এক নম্বরে উঠে এল ভারত। তাদের সংগ্রহে রয়েছে ৬ পয়েন্ট। যদিও এখনই ভারতের সেমিফাইনালের টিকিট নিশ্চিত বলা যাবে না। বরং এমন দাপুটে জয়ের পরেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন শেফালিরা। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে কোনও দু'দল যদি নিজেদের শেষ ম্যাচে অস্বাভাবিক ব্যবধানে জিতে ভারতের নেট রান-রেটকে টপকে যায়, সেক্ষেত্রে শেষ চারে যাওয়া সম্ভব হবে না শেফালিদের পক্ষে। কেননা বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যদি তাদের শেষ ম্যাচ জেতে, তবে ভারতের মতো তারাও ৬ পয়েন্টে পৌঁছে যাবে এবং সুপার সিক্স গ্রুপে সবার ম্য়াচ জয়ের সংখ্যাও সমান হবে। তাই সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে নেট রান-রেটের নিরিখে।

22 Jan 2023, 07:18 PM IST

৭ উইকেটে জয় ভারতের

শ্রীলঙ্কার ৯ উইকেটে ৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৬০ রান সংগ্রহ করে নেয়। ৭৬ বল বাকি থাকতে ৭ উইকেট ম্যাচ জেতে ভারত। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২৮ রান করে নট-আউট থাকেন সৌমিয়া তিওয়ারি। কোনও বল খেলার সুযোগ হয়নি তৃষার।

22 Jan 2023, 07:15 PM IST

শ্বেতাকে ফেরালেন দেওমি

৬.৬ ওভারে দেওমির বলে গুণরত্নের হাতে ধরা পড়েন শ্বেতা শেরাওয়াত। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৩ রান করেন তিনি। ভারত ৫৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তৃষা। দেওমি ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ৩টি উইতেট দখল করেন।

22 Jan 2023, 07:10 PM IST

৫০ ছুঁল ভারত

পাওয়ার প্লে-র ৬ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। ৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৫০ রান। ১৫ বলে ১২ রান করেছেন শ্বেতা। তিনি ২টি চার মেরেছেন। ৯ বলে ১৯ রান করেছেন তিওয়ারি।

22 Jan 2023, 07:08 PM IST

ব্য়াট চালাচ্ছেন তিওয়ারি

পঞ্চম ওভারে দেওমির বলে ৩টি চার মারেন সৌমিয়া তিওয়ারি। ৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩৮ রান। ৭ বলে ১৭ রান করেন তিওয়ারি। তিনি ৪টি চার মারেন। ১১ বলে ২ রান করেছেন শ্বেতা।

22 Jan 2023, 07:00 PM IST

রিচা ঘোষ আউট

মাঠে নেমে নিজের প্রথম বলেই চার মারেন রিচা ঘোষ। তবে দ্বিতীয় বলে আউট হয়ে বসেন তিনি। ২.৪ ওভারে দেওমির বলে সেওয়ান্দির হাতে ধরা পড়েন রিচা। ২ বলে ৪ রান করেন তিনি। ব্যাট করতে নামেন সৌমিয়া তিওয়ারি। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৪ রান।

22 Jan 2023, 06:55 PM IST

শেফালি আউট

শ্বেতা শেরাওয়াতকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শেফালি বর্মা। ১.১ ওভারে পেরেরার বলে ছক্কা হাঁকান তিনি। ২.১ ওভারে দেওমির বলে চার মারেন শেফালি। ২.২ ওভারে দেওমির বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিনি। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন শেফালি বর্মা। ভারত ১৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিচা ঘোষ।

22 Jan 2023, 06:40 PM IST

শ্রীলঙ্কাকে সস্তায় বাঁধল ভারত

১৯.৬ ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন বিদুশিকা পেরেরা। ৪ বলে ৩ রান করেন তিনি। ১০ বলে ৬ রান করে নট-আউট থাকেন নেত্রাঞ্জলি। শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৫৯ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ৬০ রান। শেফালি বর্মা ২ ওভারে ৬ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।

22 Jan 2023, 06:33 PM IST

অর্চনার শিকার রত্নায়কে

১৮.৪ ওভারে অর্চনা দেবীর বলে তিতাস সাধুর হাতে ধরা পড়েন রত্নায়কে। ৩৬ বলে ১৩ রান করেন তিনি। মারেন ১টি চার। শ্রীলঙ্কা ৫২ রানে ৮ উইকেট হারায়। ১৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৮ উইকেটে ৫৫ রান। অর্চনা ৪ ওভারে ১৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

22 Jan 2023, 06:28 PM IST

৫০ টপকাল শ্রীলঙ্কা

১৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৭ উইকেটে ৫১ রান। ৩৫ বলে ১৩ রান করেছেন রত্নায়কে। তিনি ১টি চার মেরেছেন। ৩ বলে ১ রান করেছেন নেত্রাঞ্জালি। শেফালি ১ ওভার বল করে ২ রান খরচ করেছেন।

22 Jan 2023, 06:22 PM IST

৫ রানে ৪ উইকেট চোপড়ার

১৫.৫ ওভারে পার্শবী চোপড়ার বলে শ্বেতা শেরাওয়াতের হাতে ধরা পড়েন দিসানায়কে। ৭ বলে ২ রান করেন তিনি। শ্রীলঙ্কা ৪৪ রানে ৭ উইকেট হারায়। চোপড়া ৪ ওভার বল করে ১টি মেডেন-সহ ৫ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।

22 Jan 2023, 06:15 PM IST

সেওয়ান্দি আউট

একই ওভারে মানুদি ও সেওয়ান্দির উইকেট তুলে নিলেন চোপড়া। ১৩.৫ ওভারে পার্শবীর বলে এলবিডব্লিউ হন সেওয়ান্দি। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। শ্রীলঙ্কা ৩৯ রানে ৬ উইকেট হারায়। চোপড়া ৩ ওভারে ১টি মেডেন-সহ ৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

22 Jan 2023, 06:12 PM IST

সাজঘরে ফিরলেন নানায়াকারা 

১৩.২ ওভারে পার্শবী চোপড়ার বলে অর্চনা দেবীর হাতে ধরা পড়েন মানুদি নানায়াকারা। ১৬ বলে ৫ রান করেন তিনি। শ্রীলঙ্কা ৩৯ রানে ৫ উইকেট হারায়।

22 Jan 2023, 06:05 PM IST

কৃপণ বোলিং চোপড়ার

১২ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৬ রান। ৮ বলে ২ রান করেছেন মানুদি নানায়াকারা। ২০ বলে ৫ রান করেছেন রত্নায়কে। চোপড়া ২ ওভার বল করে ৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

22 Jan 2023, 05:58 PM IST

গুণরত্নেকে ফেরালেন চোপড়া

৯.৬ ওভারে পার্শবী চোপড়ার বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন গুণরত্নে। ২৮ বলে ২৫ রান করেন তিনি। মারেন ২টি চার। শ্রীলঙ্কা দলগতে ৩১ রানে ৪ উইকেট হারায়।

22 Jan 2023, 05:51 PM IST

টেস্টের গতিতে ব্যাট করছে শ্রীলঙ্কা

শুরুতেই পরপর উইকেট হারিয়ে টেস্টের গতিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। ৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ২৭ রান। ২৩ রান করেছেন গুণরত্নে। ১০ বল খেলেও খাতা খুলতে পারেননি রত্নায়কে। মান্নত কাশ্য ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

22 Jan 2023, 05:41 PM IST

পাওয়ার প্লে-তেই ৩ উইকেট তুলে নিল ভারত

৫.১ ওভারে মান্নত কাশ্যপের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন দেওমি বিহঙ্গ। ১০ বলে ২ রান করেন তিনি। শ্রীলঙ্কা ২২ রানে ৩ উইকেট হারায়। পাওয়ার প্লে-র ৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ২২। ৩ ওভারে ১টি মেডেন-সহ ১২ রানের বিনিময়ে ২টি উইতেট নিয়েছেন কাশ্যপ। ১৮ রানে ব্যাট করছেন গুণরত্নে।

22 Jan 2023, 05:34 PM IST

নড়বড়ে শুরু শ্রীলঙ্কার

৪ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২ উইকেটে ১৬ রান। ১০ বলে ১৩ রান করেছেন গুণরত্নে। মেরেছেন ১টি চার। ৮ বলে ১ রান খরেছেন বিহঙ্গ।

22 Jan 2023, 05:28 PM IST

নিসংশলাকে ফেরালেন কাশ্যপ

২ ওভারে ২টি উইকেট তুলে নিল ভারত। ১.৪ ওভারে মান্নত কাশ্যপের বলে সৌমিয়া তিওয়ারির হাতে ধরা পড়েন সুমুদু নিসংশলা। ৫ বল খেলে ২ রান করেন তিনি। শ্রীলঙ্কা ৮ রানে ২ উইকেট হারায়। ৬ রানে ব্যাট করছেন গুণরত্নে।

22 Jan 2023, 05:21 PM IST

প্রথম বলেই সাফল্য ভারতের

ম্যাচের প্রথম বলেই নেথমি সেনারত্নের উইকেট তুলে নিলেন তিতাস সাধু। খাতা খোলার আগেই অর্চনার হাতে ধরা পড়েন নেথমি। শ্রীলঙ্কা শূন্য রানে ১ উইকেট হারায়। তৃতীয় বলে ৩ রান নিয়ে খাতা খোলেন গুণরত্নে। প্রথম ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ৩ রান।

22 Jan 2023, 05:15 PM IST

শ্রীলঙ্কার প্রথম একাদশ

বিশমি গুণরত্নে (ক্যাপ্টেন), নেথমি সেনারত্নে, বিহারা সেওয়ান্দি, সুমুদু নিসংশলা (উইকেটকিপার), দেওমি বিহঙ্গ, মানুদি নানায়াকারা, রশ্মি নেত্রাঞ্জলি, দুলাঙ্গা দিসানায়কে, উমায়া রত্নায়কে, রিশ্মি সঞ্জনা ও বিদুশিকা পেরেরা।

22 Jan 2023, 05:01 PM IST

ভারতের প্রথম একাদশ

শেফালি বর্মা (ক্যাপ্টেন), শ্বেতা শেরাওয়াত, সৌমিয়া তিওয়ারি, গঙ্গাদি তৃষা, রিচা ঘোষ (উইকেটকিপার), হৃষিতা বসু, তিতাস সাধু, মান্নত কাশ্যপ, অর্চনা দেবী, পার্শবী চোপড়া ও সোনম যাদব।

22 Jan 2023, 04:57 PM IST

টস জিতল ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার সিক্সের শেষ ম্যাচে টস জেতে ভারত। টস জিতে ভারতের ক্যাপ্টেন শেফালি বর্মা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান শ্রীলঙ্কাকে। সুতরাং, পোচেস্ট্রুমে রান তাড়া করবে ভারত।

22 Jan 2023, 04:55 PM IST

লড়াইয়ে টিকে থাকতে বড় ব্যবধানে জিততে হবে ভারতকে

সুপার সিক্সের ১ নম্বর গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে ভারত আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রুপ থেকে প্রথম ২টি দল সেমিফাইনালের টিকিট হাতে পাবে। তাই রান-রেট যথা সম্ভব বাড়িয়ে রাখতে ভারতকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার সিক্সের শেষ ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে।

Latest News

পরনে ধুতি-পাঞ্জাবি, গীতা হাতে নিয়ে জ্যোতিষীর পরামর্শে মনোনয়ন জমা দিলেন সৌমিত্র ৮০ সালের রেকর্ড ছুঁয়ে কলকাতায় আজ তাপমাত্রা ৪১ ডিগ্রি পার! পারদ ঠেকল কততে? মানিকতলা ভোটের মামলা তুলে নিতে আর্জি বিজেপির কল্যাণ চৌবের, কারণটা কী? রোশনাইয়ের সেটেই চলল শনের জন্মদিনের হুল্লোড়, নায়ককে কেক খাওয়ালেন অনুষ্কা তাপপ্রবাহের ঝোড়ো ইনিংসের মাঝে ক্রিজে নামছে বৃষ্টি! ভিজবে কোন কোন জেলা? ‘ফ্যানটাস্টিক…’, করোনার ভ্যাকসিন বানানো বিজ্ঞানী দাদাগিরিতে! উচ্ছ্বসিত সৌরভ শাহের ভিডিয়ো বিকৃত করে ছড়ানোর অভিযোগ, তেলাঙ্গানার সিএমকে সমন দিল্লি পুলিশের ‘ভোট শেষ হতেই ফুড়ুৎ, এ কেমন প্রার্থী!’কংগ্রেসের আক্রমণে জবাব দিলেন পর্দার ‘রাম’ পান্নুনকে নিকেশ করতে হিট টিমকে বরাত দিয়েছিল RAW অফিসার: ওয়াশিংটন পোস্ট রিপোর্ট শ্রম আইনের আওতার সুবিধা পাওয়ার অধিকারী সমবায় সমিতির কর্মীরা-কোর্ট

Latest IPL News

আমার মন খারাপ হয়ে গিয়েছিল… শতরান মিস করা নয়, এই কারণে চাপে ছিলেন রুতুরাজ India's T20 World Cup squad: হার্দিককে বুড়ো আঙুল দেখিয়ে সহ-অধিনায়ক হবেন পন্ত? IPL 2024: ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার বেটিং অ্যাপের হয়ে প্রচার, মহারাষ্ট্র সাইবার সেল তলবে হাজিরা দিলেন না তামান্না রোহিত-দ্রাবিড়-আগরকরের ২ ঘণ্টার বৈঠক! কী নিয়ে আলোচনা হল? সামনে আসছে বড় খবর IPL 2024: সেই সময়ে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই- কী নিয়ে বললেন শ্রেয়স আইয়ার সৌরভদের নেটে তোমরা কেন? ইডেনে KKR-কে DC-র অনুশীলন পিচ ব্যবহারে বাধা কিউরেটরের! ভারত সফরে না গিয়ে ঠাকুমার শেষ দিনে পাশে থাকতে পেরে খুশি ব্রুক, জানালেন মনের কথা LSG-র বিরুদ্ধে দলকে জিতিয়ে চিৎকার করে উঠলেন সঞ্জু! এই গর্জন কি নির্বাচকদের জন্য কীভাবে স্পিন সামলাতে হবে, টিপস দিয়েছিলেন কোহলি,ঝড় তুলে সেঞ্চুরির পর অকপট জ্যাকস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.