শুভব্রত মুখার্জি
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অলরাউন্ড পারফরম্যান্সের ভিত্তিতে ব্যাটে এবং বলে দুর্দান্ত ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার স্টেফানি টেলর। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে মহিলা ক্রিকেটের ইতিহাসে তিনি গড়ে ফেললেন বিরলতম নজির। যে নজির অন্য কোনও ক্রিকেটারের দখলে নেই। চলতি মহিলা ৫০ ওভারের বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে এই নজির গড়লেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০০+ রান করার পাশাপাশি তিনি ২৫+ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার হিসেবে গড়ে ফেললেন এক বিরল নজির।
শুক্রবার সকালে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ দলের মুখোমুখি হয়েছিল ইন্ডিজ দল। সেই ম্যাচেই এই বিরল নজির গড়লেন স্টেফানি টেলর। রুদ্বশ্বাস এক ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে এক কঠিন জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ওয়েস্ট ইন্ডিজ দল। নির্ধারিত ৫০ ওভারে ন'উইকেট হারিয়ে মাত্র ১৪০ রান করতে সক্ষম হয় তারা। শিমাইন ক্যাম্পবেল ১০৭ বলে ৫৩ রানের ইনিংস না খেললে আরও বেশি লজ্জার সম্মুখীন হতে হত ইন্ডিজ দলকে। এছাড়া আর কোনও ব্যাটার সেভাবে বলার মতো রান পাননি। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন সালমা খাতুন, নাহিদা আখতার।
যখন ধরে নেওয়া হয়েছিল, বাংলাদেশ হয়ত সহজ জয় ম্যাচে তুলে নিয়ে তাদের দেশের মহিলা ক্রিকেটের ইতিহাসে এক নতুন ইতিহাস রচনা করবে। তখনই ঘটে ছন্দপতন। টানটান উত্তেজনার ম্যাচে ৪৯.৩ ওভারে ১৩৬ রানে অল-আউট হয়ে গিয়ে মাত্র ৪ রানে ম্যাচ হেরে যান বাঘিনীরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়িক নিগার সুলতানা এবং নাহিদা আখতার। নাহিদা অপরাজিত থাকলেও দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে হেইলি ম্যাথুজ ৪টি এবং স্টেফানি টেলর ৩ টি উইকেট নেন। ম্যাচের সেরা ও হয়েছেন হেইলি ম্যাথুজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।